নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ফেরানো মুখ

দীপঙ্কর বেরা

আমি ভাষা বাংলা ভালোবাসি

দীপঙ্কর বেরা › বিস্তারিত পোস্টঃ

বইমেলার বিকিকিনি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২১


- এই দিদিতা, এই বইটা কিনি? অল্প পয়সায় বেশ ভারিক্কি আছে।
- তুই কি পাগল হলি? মমিন। চিনিস ওই লেখককে?
- তা চিনি না। তবে নতুন লেখকের বই কিনলে লেখক উৎসাহ পাবে।
- ধ্যাৎ। কিসব লেখা!
- না পড়ে তো আর খারাপ ভাল বলা যায় না?
- কত লেজেণ্ট পড়ে আছে পড়া হয় না, তো এদের পড়ব কি না কে জানে? তাই নাম ভারিক্কি বই কিনি চল।
- ঠিক বলেছিস। তা না হলে, বইগুলো সাজিয়ে ফেসবুকে যখন পোষ্ট দেবো সবাই ছ্যা ছ্যা করবে? একটাও লাইক পাব না। প্রেস্টিজ চলে যাবে।
- যা বলেছিস? কবে পড়ব কিংবা আদৌ পড়ব কি ঠিক নেই।
- চল, বইমেলায় যখন এসেছি কিছু বই কিনেই ফেলি। লেটেস্ট।
দুজনে প্রসিদ্ধ প্রকাশনায় ঢুকে বইটই কিনে বেরিয়ে ফিস ফ্রাই খাচ্ছে। আবার দিদিতা - এসব প্রকাশনায় সেই পুরোন লেখক আর পুরোন বই রিপ্রিণ্ট হচ্ছে। নতুন লেখকদের এরা সুযোগ দেয় না। কি রে মমিন, তাহলে নতুন লেখকের বই কিনব কেন?
- অনেক হল। ছাড় ওসব কথা। পুরোন ফিস ফ্রাই নতুন ভেবে খেতে খেতে বাড়ি ফিরে যাই চল। হা হা হা।
- হা হা হা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: ঠিকই বলেছেন দাদ, পুরোনোদের ভীড়ে নতুনদের জায়গা কই?
তবে হ্যা, ভাল লেখকরা জায়গা করে নেয়।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫১

রিএ্যাক্ট বিডি বলেছেন: হমম ভালো

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫৬

বিএম বরকতউল্লাহ বলেছেন: আপনি ভাল ছোটগল্পকার।
আপনার কোন বই বের হলে আমাকে জানাবেন প্লিজ।
শুভেচ্ছা রইল।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:২০

দীপঙ্কর বেরা বলেছেন: আমার কোন বই নেই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: দিনের শেষে যোগ্যরাই টিকে থাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.