নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ফেরানো মুখ

দীপঙ্কর বেরা

আমি ভাষা বাংলা ভালোবাসি

দীপঙ্কর বেরা › বিস্তারিত পোস্টঃ

নীল পদ্ম

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১১

গাড়ি বাদ দিয়ে বাসে করে যাচ্ছে দিদিত। নিজের গ্রামে। তাও মা মারা যাওয়ার বছর দশেক পর। হাইরোডের ধারে আর আগের মত ধানক্ষেত, নযনজুলি, পুকুর প্রায় বিলুপ্ত। চোখ জুড়ানো তালের সারি গাছের পাহারা আর নেই। শুধু ইট কাঠ পাথরের চিৎকার।
জানলায় চোখ রাখে। মনটা উদাস হয়ে যায়।
হঠাৎ ছোট একটা পুকুরে দিদিত দেখে একটা নীলপদ্ম। বাস দাঁড় করিয়ে নেমে পড়ে দিদিত। পুকুরটার কাছে গিয়ে দেখে অনেক পদ্ম। ছোট বড়। পদ্মপাতার উপরে টলটলে জল। আর মাঝ পুকুর বরাবর উজ্জ্বল নীলপদ্ম। এদিক-ওদিক তাকাল দিদিত। কেউ কোথাও নেই। ধূ ধূ মাঠ। ঠায় রোদ। পাশ দিয়ে সাঁই সাঁই শব্দ করে একটার পরে একটা বাস লরি চলে যাচ্ছে।
দিদিতের কোন দিকে খেয়াল নেই। একদৃষ্টে তাকিয়ে আছে নীলপদ্মের দিকে। কোনদিন নীলপদ্ম হাতে নিয়ে দেখে নি। আজ সে স্বাদ পূরণ করতে চায়।
ছেলেবেলার সেই দামালপনা জেগে উঠল দিদিতের মনে। কতদিন সাঁতার কাটাও হয় নি। ঝাঁপ দিল পুকুরে।
সাঁতরে পুকুরের মাঝ বরাবর এসে দেখে, না কিছু নেই। সবই যেমন দেখে থাকে তেমনই পদ্ম আর পদ্মপাতা। সাঁতার দিতে দিতে এদিক ওদিক দেখল। না, কোথাও কোন নীলপদ্ম নেই। এ তো বড় একটা দীঘি। চারপাশে ধানক্ষেত। দূরে দূরে গ্রামের বাড়ি ঘর।
ওদিকে হাইরোডের ধারে গাছের ছায়ায় বেশ কয়েকজন। ওরা চিৎকার করছে – বাবু, এত বড় দীঘির মাঝখানে গেলি কেনে? পদ্ম তো পুকুরের ধারেও আছে। পদ্মবনে সাপ আছে। চলে আয়। চলে আয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

রাজীব নুর বলেছেন: দিদিতের জন্য ভালোবাসা।
লেখা ভালো হয়েছে।

১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫০

দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

২| ০৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

শাহারিয়ার ইমন বলেছেন: ভাল লাগল পড়ে

১৪ ই মে, ২০১৮ রাত ৮:৫০

দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.