নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ফেরানো মুখ

দীপঙ্কর বেরা

আমি ভাষা বাংলা ভালোবাসি

দীপঙ্কর বেরা › বিস্তারিত পোস্টঃ

অন্তর মম

১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৩১

- কি বাবা, বেশ তো গতবার বলেছিলে এরকম অনুষ্ঠানে শুধু সাদা পোশাক পরে আসতে হয়। তাহলে ওই ছেলেটা দিব্যি টি শার্ট জিন্স পরে আবৃত্তি করছে, দেখো।
পরিমল কি আর বলবে? গতবার প্রদিত্য তাই করেছিল বলে পরিমল খুব বকেছিল। এবার আগের থেকে এই পোশাক কিনে রেডি করে রেখেছে।
মেয়েকে বসিয়ে দিয়ে পরিমল গেল উদ্যোক্তাদের কাছে। তারা বলল - সব সময় একই ভাবেন কেন? ভাবনা আপগ্রেড করুন। রবীন্দ্রনাথ সব যুগের। সবার।
প্রদিত্যের কাছে ফিরে এসে পরিমল বলল - অন্যের কথা ভাবছিস কেন? তোরটাও তো সুন্দর। ভাল করে গাইবি আরও সুন্দর লাগবে।
মেয়ে মনে হয় একটু রেগে গেল। বলল - আমি সে কথা বলি নি, বাবা। বলছি, তুমি আমাকে জোর করেছিলে তাই।
তারপর নিজেই মুখে এক আঙুল দিয়ে বোঝাল, চুপ।
মঞ্চ থেকে তখন ডুরে লাল স্যালোয়ার পরা একজন 'অন্তর মম বিকশিত করো' গাওয়া শেষ করে নামছে। সবার সঙ্গে জোরে জোরে হাততালি দিল প্রদিত্য।
একটু পরে ডাক পড়ল প্রদিত্যের। আজ প্রাণ ঢেলে গাইছে। মূর্ছনা ঝরে পড়ছে। পরিমল জানে, মেয়ে এখন বড় হচ্ছে। এ রকম ঘরোয়া ছোটখাটো অনুষ্ঠানে আর গাইতে চায় না। বাংলার শিক্ষক হিসেবে শিল্প চেতনা বিবেচনা করে জোর করে এনেছেন। তাতে অবশ্য ভালোই হল। একটু জোর করতে হয়।
তারপর নানা রঙের পোশাকের ফুলরঙে রাঙা হয়ে সবাই কবিতা গল্প নাটকে অঞ্জলি দিতে লাগল। আর রবীন্দ্রনাথ একই রকম সাদা কালো দাঁড়িওয়ালা ছবিতে চুপচাপ দেখতে লাগল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৮

স্রাঞ্জি সে বলেছেন:

তিনি ওপারে এপারে তার কৃতিত্ব।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ
ভাল থাকবেন।

২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ঠিক কথা বলেছেন। রবীন্দ্রনাথ সবার। সব যুগের।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:০৬

দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.