নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ফেরানো মুখ

দীপঙ্কর বেরা

আমি ভাষা বাংলা ভালোবাসি

দীপঙ্কর বেরা › বিস্তারিত পোস্টঃ

বিতর্ক "ফেসবুকের সাহিত্য গ্রুপগুলি বাংলা সাহিত্যের ক্ষতি করছে।"

১৩ ই মার্চ, ২০১৯ সকাল ৮:২৮

পক্ষে
--------
হ্যাঁ ক্ষতি করছে। প্রচুর লেখক। প্রচুর লেখা। ফেসবুকের সাহিত্য গ্রুপ কি করছে? লেখা জমা পড়ছে আর সবাই দারুণ অসাধারণ অনবদ্য খুব সুন্দর বলছে। যেই দু একজন উল্টো সুর ধরছে অমনি তাকে চেপে ধরছে - আপনি সাহিত্যের কিছু বোঝেন না।
আবার সাহিত্য গ্রুপ কিন্তু সেখানে যেসব লেখা জমা পড়ছে তার থেকে বাছাই করে একটাও লেখা সেই গ্রুপের ছাপা পত্রিকার জন্য নেয় না।
কি করা হয়? লেখা চাওয়া হয়। আবার এও বলে দেওয়া হয় লেখা যেন অপ্রকাশিত হয়। ভাবুন। তাহলে এই সাহিত্য গ্রুপে যে এতদিন লেখা দিলাম তা কি পণ্ডশ্রম। হ্যাঁ পণ্ডশ্রম। একথা আমি বলছি না। বলছে ওই সাহিত্য গ্রুপ। তবে ঘুরিয়ে।
তবে দু একটা গ্রুপ জানি যেখানে পত্রিকার জন্য লেখা সেই গ্রুপ থেকে নেওয়া হয়। তার মানে গ্রুপে আপনি যে লেখা লিখছেন তা আরও উন্নত হলে অবশ্যই ছাপার যোগ্য। কিন্তু গ্রুপ থেকে যদি লেখা না নেওয়া হয় বা অপ্রকাশিত লেখা চাওয়া হয় তার মানে সাহিত্য গ্রুপের সব লেখাই খসড়া। ছাপার অযোগ্য। কিংবা অগ্রবর্তী সাহিত্য নয়। কেন না চিরকালীন লেখা বার বার পড়া যায়।
ফেসবুক বাদ দিয়ে যে সব সাহিত্য চর্চা তাতে লেখকের নিজস্ব নিমগ্নতা বার বার ধরা পড়েছে। লেখকের মনন কখনই অন্যের মন্তব্যের মুখাপেক্ষী নয়।
একবার আমার ক্ষুদ্র এক সামান্য লেখা ছাপার জন্য নির্বাচিত কিন্তু প্রকাশিত তাই বাদ। সেই গ্রুপ এবং তার অজস্র লেখা পুরোটাই কিন্তু অনলাইন। তবে ফেসবুক সাহিত্য গ্রুপে থাকলে লিখলে আপনাকে চিনবে জানবে অনুষ্ঠানে গেলে আপনার লেখাটিতে ভাল ভাল মন্তব্য পড়বে। বিভিন্ন অনুষ্ঠানে পাঠ হবে। কিংবা এই পরিচিতির জন্য আপনি নিজের যদি বই করেন তা একটু বেশি বিক্রি হবে। সবাই তো আর না বলতে পারবে না। না হলে সাহিত্যের প্রসার কি করে হবে?
তবে ভাল মন্দে একটা দিক লক্ষ্য করা যাচ্ছে, কিছু ভাল লেখা পড়তে পাচ্ছি। ভাল ভাবনা ভাল দিশা। তবে তা সাহিত্য গ্রুপ হলেও সাহিত্য কি না বলা মুশকিল। কিন্তু সাহিত্য চর্চা বাড়ছে বলে মনে হলেও কোথাও যেন থমকে আছে। মনে রাখার মত লেখা নেই, কিন্তু লেখক আছে। অন্য বাজে কিছু না করে অনেকে লেখক হয়েছে এটাও একটা দিক।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১০:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: এইসব গ্রুপগুলোতে লেখাচোরদের আনাগোনাও বেশি। এরা লেখা কপি করে নিজের বইয়েও প্রকাশ করছে।
কয়েকদিন আগে একজন লেখকের কাব্য সিরিজে দেখলাম, আমার একটা লেখাও ঢুকিয়ে দিয়েছেন।

অবশ্য ভালোমন্দ সব প্লাটফর্মেই আছে, থাকেন। ফেইসবুকে তুলনামূলক একটু বেশিই।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৫

দীপঙ্কর বেরা বলেছেন: কিছু লেভ হচ্ছে না। তার চেয়ে এইসব সাইটে অনেক ভাল ভাল লেখা পাচ্ছি
ভাল থাকবেন। ধন্যবাদ।

২| ১৩ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৩৪

নীল আকাশ বলেছেন: যদি ভালো লেখক হতে চান এই সব গ্রুপ গুলি ১০০ হাত দুরে থাকবেন। কেন??
১। বেশিরভাগই হলো লেখা চোর।
২। বেশিরভাগই একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে লেখা।
৩। যারা সমালোচনা বা মন্তব্য করে তাদের বেশির ভাগই লেখালিখির কিছুই বুঝে না।
৪। অ্যামাচার লেখকদের সর্বনাশ করার জন্য এর ভালো কিছুই হতে পারে না। কারো লেখায় কেউ কোন ভুল করে না, শুধুই প্রশংসা ছাড়া এইখানে আমি আর কিছু দেখি না।
৫। ভালো কোন থীমের উপর গল্প পাবেন না। প্রেমের বস্তা পঁচা আলাপ ছাড়া কিছুই নেই বেশির ভাগ গল্পে...........।

আমি আজ পর্যন্ত আমার একটা লেখাও ফেসবুকে পোস্ট করি নি। কখনো রুচিও হয় নি। কারন সবার সব কিছু হজম হয় না।
ধন্যবাদ।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৭

দীপঙ্কর বেরা বলেছেন: সিধান্ত ভাল।
যারা সত্যিকারের লেখক তারা ফেসবুক থেকে দূরেই থাকে। ফেসবুক হল দু চারটে ছবি আর ঠাট্টা তামাসার জায়গা।
ভাল থাকবেন
ধন্যবাদ।

৩| ১৩ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৫৮

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এ বিষয়ে ব্যক্তিগত আগ্রহ শূন্যে নেমে এসেছে। তবে নিজস্ব একটা পর্যবেক্ষন আছে। লেখার প্রথম প্যারায় যদি নিম্নোক্ত শব্দ বা বাক্যাংশ্য কায়দা করে ঢুকিয়ে দেয়া যায় তবে এসব বায়বীয় সাহিত্য পাতায় আপনি রাজার নতুন পোশাক পরে দিব্যি কিছুদিন শাসন কায়েম করে থাকতে পারবেন। দেখি তো কি সেই বিস্ফোরক শব্দগুলোঃ
"বউ, বউ মরা জামাই, ঘষেটি বেগম শাশুড়ী, অমুকের সুডৌল ঘাড়, শোবার ঘর, রান্না ঘর, বেলকনির চিপা। আরো আছেঃ বাসায় কেউ নেই এমন সময় কলিং বেল, কনে দেখা টাইপ সিনারিও, জোর করে বিয়ে দেয়া হয়েছে এবং তারপর প্রেমের অপর্যাপ্ত বুদবুদ বলকানো টাইপ কাহিনী, কিংবা ত্যানা পেঁচানো পরকীয়া-লিডিং টু-তালাক কেচ্ছা..ইত্যাদি ইত্যাদি।
মনে হয় যেন গেবন মানে জি বাংলার স্ক্রিপ্ট তুলে দেয়া হয়েছে। এখানে পাঠকের সিঙহভাগ আসলে জি বাংলার ফুল টাইম দর্শক এবং বায়বীয় পাতার পার্ট টাইম পাঠক। ভাল লেখা আর ব্যতিক্রম আছে বটে, তবে অনুল্লেখযোগ্য পরিমানে। মোদ্দা কথা, সাহিত্যের তেল মেরে দেয়া হচ্ছে পাইকারি হারে। মডারেশনবিহীন লাইক-মাইক সর্বস্ব এই সংস্কৃতি কর্পূরের মত উড়ে যেতে কতক্ষন তাই ভাবি।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৯

দীপঙ্কর বেরা বলেছেন: একদম সঠিক বলেছেন। কিছু লাভ হচ্ছে না।
অনেক অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

৪| ১৩ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৫

আকতার আর হোসাইন বলেছেন: একবার আমার লেখা চুরি করে ঢাকা অনলাইন নিউজ পত্রিকায় চুরি করে ছাপিয়ে দিয়েছিল। আর ওই পত্রিকার ফেসবুক পেজে লাইক সংখ্যা ১.৩ মিলিয়ন। লেখাটা অবশ্য খেলাধুলা বিষয়ক ছিল।।


ওই সব গ্রুপে লেখার যে নিয়ম দেয় দেখলে মনে হয় যেন ওদের মতো সাহিত্য বুজুয়া লোক আর একটিও নেই।

তবে কিছু গ্রুপ।আছে। অনেক ভাল। 'নহলী' এর মধ্যে একটা।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫২

দীপঙ্কর বেরা বলেছেন: কিছু তো ভাল সবসময় থাকে।
অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

৫| ১৩ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: সহমত।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫২

দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

৬| ১৩ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৫

মাহমুদুর রহমান বলেছেন: সহমত।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৫৩

দীপঙ্কর বেরা বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকবেন

৭| ১৫ ই মার্চ, ২০১৯ রাত ১২:৫৬

আহা রুবন বলেছেন: ফেসবুকের গ্রুপগুলো উঠতি লেখককে দাম্ভিক বানিয়ে অঙ্কুরে বিনষ্ট করছে। ওখানে তো প্রশংসা ছাড়া কথা নেই। প্রশংসা শুনে শুনে তারাও মুই কি হনুরে হয়ে যা্চ্ছে। একবার একজনকে বললাম 'এত ঘন ঘন অগোছালো লেখা না দিয়ে পরিপাটি করে কম লেখা দিন। আপনি তো ভাল লেখক।' ব্যাস আনফ্রেন্ড করে দিল।

১৫ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৪

দীপঙ্কর বেরা বলেছেন: যা বলেছেন। একদম সঠিক।
খুব খুব ভাল থাকবেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.