নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুখ ফেরানো মুখ

দীপঙ্কর বেরা

আমি ভাষা বাংলা ভালোবাসি

দীপঙ্কর বেরা › বিস্তারিত পোস্টঃ

কিন্তু কতজন?

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

সত্যি বলছি, আমি মানুষ।
আমি মানুষের কান্না শুনতে পাই
আর্তকে সাহায্য করতে চাই,
পাশের জনকে সত্যি বলছি
আমার মানুষ বলেই মনে হয়।
কিন্তু কতজন?

সত্যি বলছি, আমি মাটি বলতে
মেদিনীপুরের মাটি বরিশালের মাটি কিংবা
আমেরিকা লন্ডনের মাটি বুঝি,
আর বুঝি সেই মাটিতে বাস করা মানুষজন।
কিন্তু কতজন?

সত্যি বলছি, পায়ে পা মিলিয়ে আমরা সবাই বাঁচব
একে অপরের ভালোবাসার বাসা গড়ব,
জাত পাত উঁচু নীচু ধর্ম বর্ণ বিদ্বেষ সব কিছু সরিয়ে
আমরা মুছে ফেলব কাঁটাতার সীমান্ত অথবা অতন্দ্র পাহারা।
আমি বুঝি মানুষ নিয়েই দেশ
আর দেশ মানে মানুষের নিশ্চিত বসবাস।
কিন্তু কতজন?

সত্যি বলছি, আমিও চাই
সবার অন্ন সংস্থান হোক, ঘর হোক,চাকরি হোক,
সবাই শিক্ষা পাক, চিকিৎসা পাক
সবার গড়ে উঠুক উন্নত জীবন যাত্রা।
সবাই হোক, মানুষের মত মানুষ।
কিন্তু কতজন?

এই কতজন ভাবতে ভাবতে
আমি মানুষ
চারিদিকে দেখি মানুষ মানুষ আর মানুষ,
সংস্থানের হাহাকারে ধুঁকছে মানুষ।

কতজন হোক, পাশের দু চার জন,
তাহলে
সত্যি বলছি, আমিও সত্যি মানুষ,
মানুষের মত মান হুঁস।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৮

নুরহোসেন নুর বলেছেন: ভালো চিন্তা ভাবনা, ভালো লাগলো।

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১০

দীপঙ্কর বেরা বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.