নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দীপান্বিতা

দীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

কথাচ্ছলে মহাভারত - ৪৯

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮

পান্ডুরাজার মৃত্যুঃ



সুখে পুত্রদের নিয়ে পান্ডুরাজা বসবাস করছিলেন।



এসময় ঋতুরাজ বসন্ত উপস্থিত হলেন। বন বসন্তে শোভিত হল। নানা বৃক্ষ পুষ্পে শোভিত হল-পলাশ, চাঁপা, আম, অশোক, কেশব, পারিভদ্র, কেতকী, করবী প্রভৃতি। আনন্দিত মনে পান্ডু গহন নিকুঞ্জবনে ভ্রমণ করেন।

কুন্তী পাঁচ পুত্র নিয়ে নিজ স্থানে থাকেন।

রাজা মাদ্রীকে নিয়ে অরণ্যে প্রবেশ করলেন।

মাদ্রী যে রাজার সাথে আছেন সে কথা কুন্তী জানতেন না।



বসন্তকালে যুবতী স্ত্রীকে নিয়ে রাজা বিহারে এলেন - মদন মেতে উঠল। মদনের শরে রাজা অবশ হলেন। ঘন ঘন মাদ্রীর রূপ সৌন্দর্য দর্শণ করতে লাগলেন।







বিকশিত পদ্মের মত মাদ্রীর সুচারু দেহ সৌষ্টব। পদ্মের মত টানা টানা সুন্দর চক্ষু যেন কর্ণকে স্পর্শ করে। ডালিম ফলের মত তার দুই স্তন। বিপুল নিতম্বের ভারে গমন তার মন্থর। সব সময় মধুর কথনে যেন সুধা বর্ষণ করেন। তাকে দেখে পান্ডুর রতিক্ষুধা জাগল। কামে অবশ রাজা মুনির কথা ভুলে গেলেন। নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি রাজা হারালেন। মাদ্রীর সাথে শৃঙ্গার করতে চাইলেন।



মাদ্রী তাকে বাধা দিতে চাইলেন, অতি উচ্চ স্বরে হাহাকার করতে লাগলেন। রাজার আচরণের জন্য মাদ্রী তাকে ভৎসনা করতে থাকেন। মৃগরূপী ঋষির অভিশাপের কথা স্মরণ করালেন।







কিন্তু কামরসে আচ্ছন্ন পান্ডু মাদ্রীর কোন কথাই শুনতে চাইলেন না।

কালের কথা কেউই খন্ডন করতে পারে না, পরম পন্ডিতের বুদ্ধিও কাল সংহার করেন। পান্ডুও সকল কথা বিস্মৃত হলেন। পত্নীর নিষেধ অগ্রাহ্য করে সংযম হারিয়ে তাঁকে সবলে গ্রহণ করলেন।



ঋষিশাপে মৃত্যু সেথায় উপস্থিত হলেন। পান্ডুরাজাকে শরীর ত্যাগ করতে দেখে মাদ্রী সুন্দরী হাহাকার করে উঠলেন।



এদিকে মাদ্রীসহ পান্ডুকে না দেখতে পেয়ে কুন্তী মনে মনে আতঙ্কিত হলেন। অনেক বেলা হয়ে গেল তবু তারা ফিরছেন না দেখে কুন্তী পুত্রদের নিয়ে তাদের খুঁজতে বেরলেন।



অনেক দুর যেতে হঠাৎ মাদ্রীর কান্না ও হাহাকার শুনতে পেলেন। দ্রুত সেথায় গিয়ে দেখেন মাদ্রী কাঁদছেন এবং তার কোলে পান্ডু পরে আছেন। হঠাৎ যেন মাথায় বাজ ভেঙ্গে পড়ল। কুন্তী জ্ঞান হারালেন। জ্ঞান ফিরলে তিনি কেঁদে মাদ্রীকে বললেন- কি কাজ করলে মাদ্রী, নিজ দোষে স্বামী হত্যা করলে। চিরকাল এ কারণে তিনি কষ্ট পাবে।



মাদ্রী কেন একা রাজার সাথে এলেন, কেন তাকে নিবৃত্ত করলেন না, কেন পুত্রদের আনলেন না-তা হলে রাজার মৃত্যু হত না। মদনে মেতে মাদ্রী স্বামীকে হারালেন। মৃগঋষির শাপ ভুলে একা স্বামীর সাথে বনে এসেছেন। কুন্তী রাজাকে সর্বদা সাবধানে রক্ষা করতেন। আজ বিজনস্থানে মাদ্রী রাজাকে লোভিত করলেন। মাদ্রী নিজের সাথে কুন্তীরও পরম সর্বনাশ করলেন।



মাদ্রী বলেন- দেবী আমি বার বার তাকে বারণ করেছি। তুমি মিথ্যাই আমার নিন্দা করছ। দৈবের লিখন কারো খন্ডাবার সাধ্য নেই, তাই রাজা আমার কথা শুনলেন না এবং মৃত্যু বরণ করলেন।



কুন্তী বলেন ভাগ্যকে খন্ডন করা যায় না যখন তখন তিনি যা বলেন মাদ্রী তাই শুনুক। মাদ্রী তার থেকে ভাগ্যবতী, কারণ তিনি রাজাকে হৃষ্ট দেখেছেন। তিনি জ্যেষ্ঠা ধর্মপত্নী, সে কারণে তিনি সহমৃতা হবেন এবং মাদ্রী পাঁচপুত্রকে পালন করবেন।



মাদ্রী বলেন তিনি রাজাকে না দেখতে পেলে বাঁচবেন না। কুন্তীর সাথে দেখা করার জন্যই তিনি প্রাণত্যাগ করেন নি। তাঁর যৌবনে রাজা এখনও তৃপ্ত হন নি, তার সাথে রমণকালে রাজার মৃত্যু হল, তাই রাজাকে তিনি ত্যাগ করতে পারবেন না। এছাড়া তিনিও রাজার থেকে তৃপ্ত হননি, অতএব তিনিই পতিকে অনুসরণ করবেন।

তার একমাত্র নিবেদন কুন্তী যেন তার দুই সন্তানকেও নিজের সন্তানের মত পালন করেন, কোন ভেদ না রাখেন। পিতা-মাতা বিনা সন্তান অনাথ। কুন্তীই আজ থেকে তাদের পিতা-মাতা-বন্ধু। এই বলে মাদ্রী কুন্তীর কাছে বিদায়ের আজ্ঞা নিয়ে রাজার শবকে নিবিড় ভাবে আলিঙ্গন করে প্রাণত্যাগ করলেন।



......................................

উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে

......................................

আগের পর্ব:



কথাচ্ছলে মহাভারত - ৪৮

Click This Link

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

েফরারী এই মনটা আমার বলেছেন: কল্পলোকের গল্প কাহিনী।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, মন্তব্য করার জন্য...দু'বার একই মন্তব্য এসে গেছিল তাই আগেরটা মুছে দিলাম...

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫২

এই আমি রবীন বলেছেন: +

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১২

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, এই আমি রবীন! :)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

স্বস্তি২০১৩ বলেছেন: অসাধারন

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১১

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, স্বস্তি২০১৩!

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

C/O D!pu... বলেছেন: ভালো সিরিজ... সাথে আছি...

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫০

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

শায়মা বলেছেন: কেমন আছো আপু!!!


সহজ কথায় মহাভারত তোমার থেকেই পড়া যায়।:)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, শায়মা! :) ...ভাল আছি, তোমার কি খবর!

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪

শায়মা বলেছেন: আমার খবর ভালো। স্কুল ছুটি। ছুটি কাটাচ্ছি ঘরে বসে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

দীপান্বিতা বলেছেন: ছুটি...ছুটি! কি মজা!...আমার যদিও এখন পুরোই ছুটি চলছে ;)

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ঢাকাবাসী! :)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৬

নীল বরফ বলেছেন: সুন্দর ঝরঝরে ভাষায় লেখা। শব্দ নির্বাচনে মুন্সীয়ানার পরিচয় !।পড়ে ভালো লাগলো।++++

**আপনার প্রথম দেখা পেয়াছিলাম প্রয়াত ইমন ভাইয়ের বেশ পুরান লেখার কোনো মন্তব্যে(উনি তখনো জীবিত);তাই আপনার লেখা দেখলে উনার কথা মনে পড়ে যায় প্রচন্ডভাবে।১১ দিন বাদে ১ বছর; সময়...সময় কতটা গতিময়!।
কিছু মনে করবেন না;আসলে উনার মৃত্যু ছিলো আমার জন্যে আমার উপরে এক পরমানু বোমার বিস্ফোরণ;পুরো চিন্তার জগতে সব কিছু নীরব- নিথর আর blur!.

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৪

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, নীল বরফ! .........দেখতে দেখতে ইমন ভাই এক বছর চলে গেলেন, তার এই শূণ্যতা পূরণ হওয়ার নয়...তিনি চিরদিন তার সৃষ্টির মাধ্যমে আমাদের মাঝেই থেকে যাবেন.........

খুব মনে পরছে ইমন ভাই......খুব আপনার অভাব অনুভব করি......

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মহাভারতে আগ্রহ এই মুহুর্তে চরমে। সপ্তাহে এক দু দিন টিভিতে মহাভারত সিরিয়াল ও দেখছি। বেশ স্লো গতিতে এগোচ্ছে, এই সমস্যা।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আশরাফুল ইসলাম দূর্জয়! ......আমার টা তো আররো স্লো! ;)

নতুন বছরের শুভেচ্ছা :)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লিখেছেন,,,,,,,,,,,,,এত সহজ সরল করে লিখা !! অনবদ্ধ,,,,,,,,,,,,,,,,,,,,,,প্রিয়তে নিয়ে গেলাম

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, লাইলী আরজুমান খানম লায়লা!

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২

সেলিম আনোয়ার বলেছেন: মন খারাপ করা ট্রাজেডি। :(

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার! ...নতুন বছরের শুভেচ্ছা ......

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫০

এম মশিউর বলেছেন: জটিল পোস্ট!

সময় করে সবগুলো পড়তে হবে।

প্রিয়তে রাখলাম। :-B

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, এম মশিউর!

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

অদিতি মৃণ্ময়ী বলেছেন: ছোট বেলায় মহাভারত পড়েছি, কিন্তু মাদ্রীর মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল এটা জানা হয় নি। আজ এই পোষ্ট টা থেকে পড়ে বেশ ভালো লাগল। শুভকামনা। ভালো থাকবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অদিতি মৃণ্ময়ী! ...আপনাকেও নতুন বছরের অনেক শুভেচ্ছা :)

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১২

মামুন রশিদ বলেছেন: এখন থেকে সাথে আছি ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, মামুন রশিদ!

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২০

সোজা কথা বলেছেন: পড়ে ভালো লাগল।নতুন কিছু জানতে পারলাম।খুবই ভালো উদ্যোগ যে আপনি সিরিজটা নিয়ে এগিয়ে যাচ্ছেন।চলুক.....

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, সোজা কথা!

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

নুরুজ্জামান মানিক বলেছেন: পড়লাম । সিরিজ চলুক। সাথে আছি ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, নুরুজ্জামান মানিক!

১৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০০

সুমন ঘোষ বলেছেন: আসিলা হেতা ফিরে বহুদিন পর
কথাচ্ছলে মহাভারত সাথে করি ।
পড়িলাম তব সুলেখা কাব্য খানি,
পাইলাম ত্ৃপ্তি অপার, তুষ্টিত মন।
সম্মুখ্স্থ কাহিনী তরে রব অপেক্ষায়মান,
সুলেখায় প্রশংসিতা হউক লেখনী,
সুন্দর হউক দীপান্বিতার জীবন ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

দীপান্বিতা বলেছেন: অনেক ধন্যবাদ, সুমন ঘোষ!

১৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

আছিফুর রহমান বলেছেন: সহজ বাংলায় সম্পূর্ন মহাভারতের কেউ লিংক দিতে পারবেন।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯

দীপান্বিতা বলেছেন: চেষ্টা করব দেওয়ার ...

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৫

গোকুল নাগ বলেছেন: পড়ে ভালো লাগলো.

বাকি গুলোও পড়তে হবে.।।

ধন্যবাদ

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, গোকুল নাগ ...

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগা রইল আপু ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া আমি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.