নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দীপান্বিতা

দীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

কথাচ্ছলে মহাভারত - ৫০

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪১

হস্তিনাপুরে পঞ্চপান্ডবঃ



রাজা পান্ডু ও রানী মাদ্রীর প্রাণত্যাগের কথা শুনে শতশৃঙ্গবাসীরা সকলে সে স্থানে এলেন।

ঋষিরা মিলে বিচার করে দেখলেন পান্ডু তাঁর পুত্রদের সাথে আশ্রমে বাস করতেন, কিন্তু এখন রাজা প্রাণত্যাগ করায় কুন্তীসহ পাঁচপুত্র অনাথ। এ অবস্থায় তাদের অরণ্যে রাখা শোভন নয়। বিচার করে তাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উচিত ঠিক হল। মৃতদেহ চারজন বহন করল। ঋষিরা কুন্তী ও পাঁচপুত্রকে নিয়ে হস্তিনানগরের উদ্দেশ্যে রওনা হলেন।



নগরে প্রবেশ করতেই রাজ অন্তপুরে সকল সংবাদ গেল। ভীষ্ম, সোমদত্ত, বাহ্লীক বিদুর, ধৃতরাষ্ট্র সকলে সভায় বসলেন। সত্যবতীসহ বধূ গান্ধারী এবং অন্যান্য পুরনারীরাও অন্তপুরে আলোচনায় বসলেন। ঋষিদের শ্রদ্ধার সঙ্গে আসন দেওয়া হল। তারা শতশৃঙ্গপর্বতে পান্ডুর ব্রহ্মচর্য্য পালনের কাহিনী শোনালেন। দেবতার বরে তার পাঁচপুত্রের জন্ম, কালের পরিহাসে তাঁর মৃত্যু উপস্থিত হল- সব শোনালেন। মদ্র কন্যা অতি ধন্য তাই তিনি সহমৃতা হলেন।

এসময় যুধিষ্ঠিরের বয়স ষোল, ভীমের পনের, অর্জুনের চোদ্দ এবং নকুল-সহদেবের তের। এখন পান্ডু ও মাদ্রী বিনা কুন্তী ও পাঁচটি নাবালক সন্তান অসহায়। তাদের ঋষিরা স্বস্থানে রেখে নিজ দেশে গমন করলেন।







সকল কাহিনী শ্রবণ করে সকলে হাহাকার করে উঠলেন। সত্যবতী, ভীষ্ম, বিদুর, ধৃতরাষ্ট্র সকলে পান্ডুর মৃত্যুতে রোদন করতে লাগলেন। নগরের লোক বিলাপ করে ক্রন্দন করে, বাল-বৃদ্ধ-তরুনী সকলে শোক করে। ক্রন্দনের শব্দ যেন গগনভেদ করে। হস্তিনানগরে মহাকোলাহল সৃষ্টি হয়। ধৃতরাষ্ট্র শেষে বিদুরকে ডেকে গঙ্গাতীরে দুই শব দগ্ধ করার নির্দেশ দেন। চতুর্দোলায় বিভিন্ন উপাচারে সাজিয়ে ক্ষত্রিয়রা শব নিয়ে চলেন। শবের উপর ছাতা ধরা হল, চামর দোলান হল। অগুরু চন্দনকাঠ, কলসি কলসি ঘি থরে থরে আনা হল। ব্রাহ্মণদের মন্ত্রের সাথে সাথে অগ্নি জ্বলে উঠল। পাঁচপুত্র ক্ষত্রিয় বিধানানুসারে পিন্ডদান করল। ত্রয়োদশ দিবসে অগ্নি-শান্তি দান হল। স্বর্ণ, ভূমি এবং গরু দান করা হল। কাঞ্চন রত্ন ও বিধি অনুসারে দান করা হল।





.......................................

সত্যবতীর প্রাণত্যাগঃ



কিছুকাল পর একদিন বেদব্যাস মুনি হস্তিনানগরে এলেন। একান্তে মার পাশে বসে মুনি জননী সত্যবতীকে বললেন, মা কর্মকাল গেল, এবার পাপ উপস্থিত হবে। তোমার বংশে বড় দুরাচার হবে। সবাই কপট হবে হিংসা-অহঙ্কারে। এদের পাপের ফল সবাই ভোগ করবে। পৃথিবী শস্য হারাবে, মেঘে অল্প জল হবে। জ্ঞানীদের ধর্ম লুপ্ত হবে। নিজের লোকেদেরই সবাই হিংসা করবে। ধৃতরাষ্ট্রের কাপট্যে কুলক্ষয় হবে। ধর্মকে ত্যাগ করে সকলে অধর্মকে আশ্রয় করবে।



সে কারণে মুনি মাতাকে বলেন কুলক্ষণ এবং কুলক্ষয় নিজের চোখে না দেখে মাতা তার সাথে সংসার ত্যাগ করে তপোবনে তপস্যা করতে চলুন। এত বলে ব্যাসমুনি অন্তর্দ্ধান হলেন।





পুত্রের বচন শুনে সত্যবতী চিন্তিত হলেন। দুই বধূ অম্বিকা ও অম্বালিকাকে ডেকে মুনি যা বলেছেন সব জানালেন। তিনি অম্বিকাকে বলেন তোমার পুত্র দুর্নীতি করবে, কপট হবে এবং দুষ্কর্মে নিযুক্ত হবে। তার জন্য কুলক্ষয় হবে। সে কারণে সত্যবতী তপোবনে চলে যাচ্ছেন।



বধূরাও সব শুনে মাতার সাথে যাওয়া সঠিক বিবেচনা করলেন।

ভীষ্মকে ডেকে সত্যবতী সব কিছু জানালেন। অন্তঃপুরে যত বৃদ্ধানারীরা ছিলেন সকলে সত্যবতীর সঙ্গে তপোবনের উদ্দেশ্যে রওনা হলেন।

তপোবনে ফলমূল আহার করে সত্যবতী তপস্যায় নিযুক্ত হলেন এবং যোগবলে সবাই প্রাণত্যাগ করলেন।

.....................................

উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে

......................................

আগের পর্ব:



কথাচ্ছলে মহাভারত - ৪৯

Click This Link

মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০০

সকাল রয় বলেছেন: শুনেছি মহাভারতের কথা নাকি অমৃত সমান
তাই অমৃত গিলতেছি...

ভালো লাগে এইসব।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, সকাল রয়!

২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

মামুন রশিদ বলেছেন: গত পর্বে আপনার সাথে পরিচয় হবার পর একটানে পর্ব-১ হতে পর্ব-১৫ পর্যন্ত পড়েছি । আর দুই একবার বসতে পারলে সবগুলো পর্বই পড়ে নিতে পারব বলে ইচ্ছে রাখি ।

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, মুন রশিদ! ...খুব ভাল লাগলো পড়ছেন জেনে...ধিরে ধিরে পড়ুন ...আশাকরি ভাল লাগবে...নতুন বছরের শুভেচ্ছা :)

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫

মিজভী বাপ্পা বলেছেন: ++++++++++++++++

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ ......

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১

শোভন শামস বলেছেন: ভাল থাকুন, ধন্যবাদ +++++++

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, শোভন শামস!

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: তপোবনে তপস্যা দিয়ে সমাপিত হলো ।অনেক গুলি পর্ব পড়েছি।ভাল লেগেছে। অনেক কিছু জানা গেল। সুন্দর+

০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, সেলিম আনোয়ার! :)

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৯

শায়মা বলেছেন: আবারও ভালো লাগা আপুনি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১২

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, শায়মা! :)

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

আছিফুর রহমান বলেছেন: অর্জুন একটি অসাধারন চরিত্র পুরানে। সাথে রইছি আপনার। চালিয়ে যাবেন

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১১

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আছিফুর রহমান! :)

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

এম মশিউর বলেছেন: মহাভারতের ৫০ তম পর্ব।

আর কতটি পর্ব হবে?


প্রথম থেকে পড়া শুরু করলাম।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১০

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, এম মশিউর! ......পর্বতো অনেকই, কিন্তু আমি কত দুর লিখতে পারবো জানি না

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫১

লেখোয়াড় বলেছেন:
মহাভারত নিয়ে আপনার কয়েকটি লেখা পড়েছি।
ভাল লাগে। পুরনো বিষয় নতুন করে।

লিখতে থাকুন।
বই আকারে প্রকাশ করবেন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, লেখোয়াড়! বই আকারে প্রকাশের কথা এখনও ভাবিনি ...

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এতো কাল পেরিয়েও মহাভারত আখ্যানের রাজত্ব কেন্দ্রিক দ্বন্দ্ব ও কূটচাল, ন্যায় হীনতা সবই যেন বর্তমান ক্ষমতা কুক্ষীগত করণেও একই।
কি বিচিত্র।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

দীপান্বিতা বলেছেন: ঠিকই বলেছেন, আশরাফুল ইসলাম দূর্জয়! এখন হয়তো পরিস্থিতি মহাভারতের থেকেও আরও জটিল...

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

আরজু পনি বলেছেন:

ছবিসহ এতো প্রাঞ্জলভাবে বর্ণনা আর কোথাও পাই না । তাই দীপার পোস্ট চোখের সামনে এলে পড়তে মিস করি না ।

খুব ভালো ...চলুক এই বর্ণনা ।

নতুন বছরের শুভেচ্ছা রইল, দীপা ।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আরজুপনি! ......নতুন বছরে আপনাকেও জানাই শুভেচ্ছা :)

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৬

মশিকুর বলেছেন:
উফ এটাই খুজতেছিলাম। প্রথম থেকে পড়তে হবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, মশিকুর! :) ......পড়ে কেমন লাগলো জানাবেন

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভাল লাগে আপনার পোস্ট,,,,,,,,প্রিয়তে নিয়ে গেলাম দিদি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, লাইলী আরজুমান খানম লায়লা :)

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৭

ইখতামিন বলেছেন:
এতো দিন কেনো এই পোস্টগুলো দেখিলাম না ?
অসাধারণ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ইখতামিন! :)

১৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০১

রাতুল_শাহ বলেছেন: নতুন পর্বের আশায়। আগের পর্বগুলো ঠিক মনে নেই।

আচ্ছা দুর্যোধন তো ধৃতরাষ্ট্রের ছেলে। + ভীমের সমবয়সী?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, রাতুল_শাহ! আপনি ঠিকই বলেছেন দুর্যোধন ধৃতরাষ্ট্রের ছেলে ও ভীমের সমবয়সী

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: পরের পর্বের অপেক্ষায় রইলাম আপু ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া আমি! :) পরের পর্ব এসে গেছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.