নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দীপান্বিতা

দীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

কথাচ্ছলে মহাভারত - ৫৯

০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

যুধিষ্ঠিরের যৌবরাজ্যে অভিষেকঃ





মুনি বলেন, রাজা অবধান কর, তোমার পিতামহের উপাখ্যান।

রাজা ধৃতরাষ্ট্র বিধান বুঝে যুবরাজ ঘোষণায় অনুমতি দিলেন। কুরুকুলের জৈষ্ঠ হলেন কুন্তীপুত্র যুধিষ্ঠির। ধর্মশীল ধীর এই রাজকুমারকে সকলে ভালবাসতেন। যুধিষ্ঠিরকে যুবরাজরূপে অভিষেক করা হলে সমাজে সকলে প্রীত হলেন। যুধিষ্ঠিরের সৌজন্যে সকলে বশেও থাকল। পৃথিবীর চারদিকে ধর্মপুত্রের যশ ছরিয়ে পড়ল। বৃকোদর(যার উদরে বৃক বা জঠরাগ্নি আছে, বহুভোজী) ভীম বলরামের কাছে অসিযুদ্ধ গদাযুদ্ধ ও রথযুদ্ধ শিখলেন। অর্জুন নানাবিধ অস্ত্রের প্রয়োগে পটুতা লাভ করলেন। সহদেব সর্ব প্রকার নীতিশাস্ত্রে অভিজ্ঞ হলেন। দ্রোণের শিক্ষার ফলে নকুলও অতিরথ(যিনি অসংখ্য শত্রুর সঙ্গে যুদ্ধ করতে পারেন) এবং চিত্রযোধী(বিচিত্র যুদ্ধকারী) নামে খ্যাত হলেন।



ভীম ও অর্জুন দুই ভাই রাজার আজ্ঞায় চারদিকের রাজাদের শাসন করে বেড়ান। বহু রাজাদের সাথে তাদের যুদ্ধ হল এবং এত রাজ্য জয় করলেন যে তাদের নাম বলে শেষ করা যাবে না। উত্তর পশ্চিম পূর্ব জম্মুদ্বীপ প্রভৃতি থেকে দু’জনে বহু রত্ন জিতে আনলেন। পূর্বে কুরুকুলের পক্ষে যা যা অসাধ্য ছিল ভীমার্জুন দুইভাই তাই আয়ত্ত করলেন। নানা রত্নে হস্তিনানগর পূর্ণ হল, পৃথিবীতে দুই সহোদর ভাইদের যশ ছরিয়ে পড়ল। সহদেবও মন্ত্রী হয়ে ভুবনে নাম করলেন। তিনি দেবগুরুর আরাধনা করে সর্বজ্ঞ হলেন। নকুলও দুর্জয় যোদ্ধা, সর্বগুণ সম্পন্ন এবং ধীর। কৌরবকুমারদের মধ্যে সবচেয়ে সুন্দর শরীরের অধিকারী। পান্ডবদের প্রশংসায় পৃথিবীর সকলে মুখরিত হল। কুরুকুলের অন্য রাজপুরুষরা পান্ডবদের কাছে ম্লান হয়ে গেল। দিনে দিনে পান্ডবদে গৌরব শুক্লপক্ষের শশীর মত বাড়তেই থাকল। পান্ডবদের বীরগাঁথা মানুষ দিনরাত গাইতে লাগলো।



এতসব শুনে ধৃতরাষ্ট্র বিষণ্ণ হলেন। পান্ডবদের যশ দিন দিন বাড়তেই থাকল। বিধির লিখন কেউই খন্ডন করত পারে না। তবু অন্ধ রাজা মনে মনে ভয় পেলেন। কারণ তার পুত্রদের কথা কেউ বলেই না। পান্ডবরাই যেন পৃথিবীর মন জয় করেছে। এসব ভেবে ভেবে তার নিদ্রা গেল, আহারের রুচি নেই। তখন তিনি কুরুবংশের অতি বৃদ্ধ এক মন্ত্রী নাম কণিক-যিনি জাতে ব্রাহ্মণ, তাকে ডেকে পাঠালেন।



একান্তে কণিককে ডেকে তিনি বললেন -পরম বিশ্বাস করি বলেই তোমায় ডেকে পাঠালাম। দিনরাত আমার অন্তরে একটু সুখ নেই, তোমার মন্ত্রণা বলেই আমি এই দুঃখ খন্ডন করতে চাই। পান্ডবদের যশের কীর্তি দিনে দিনে যত বাড়ছে আমার চিত্তও ততই আশঙ্কায় অস্থির হয়ে উঠছে। এর কি উপায় আছে তুমি বলো।



কণিক বলে -যদি আমার কথা শুন তা হলে এই দুশ্চিন্তা খন্ডাবে।

ধৃতরাষ্ট্র বলেন তিনি অবশ্যই কণিকের পরামর্শ শুনবেন।



তখন কণিক রাজাকে প্রকৃত রাজনীতি কি তা বোঝাল। শাস্ত্রে এমন বিহিত আছে- কাজ না থাকলেও দন্ড দেবে। সকলকে নিজের বশে রাখবে। নিজের ভুল সব সময় পরম যত্নে লুকাবে। পরের ভুল অবশ্যই সঙ্গে সঙ্গে ধরবে।

রাজা বুঝে শুনে কাজ করবেন-কখনও গোপন করবেন, কখনও সব ব্যক্ত করবেন- যখন যেমন দরকার। শত্রুকে দুর্বল দেখেও দয়া করবেন না। শত্রু শরণ নিলেও রক্ষা করবেন না। শত্রুকে বালক দেখেও সাহায্য করবেন না। ব্যাধি, আগুন, রিপু, জল সবই এক ও সমান। তবে শত্রুকে যখন শক্তিশালী দেখবে তখন তার প্রতি বিনয় দেখাবে। বহু ক্লেশ হলেও অপমান সহ্য করে নেবে। সব সময় তাকে কাঁধে চড়িয়ে রাখবে অর্থাৎ যত্নবান হবে। তবে সময় পেলেই তাকে সেখান থেকে টেনে আছড়ে মাটিতে ফেলবে।



এ প্রসঙ্গে একটি পূর্বের কাহিনী বলি রাজা ভাল করে শুনুন।–

বনেতে সবচেয়ে বিজ্ঞ হল শেয়াল। বনে সিংহ, বাঘ, বেজি, ইদুঁর ও শেয়াল- পাঁচজনে বহুদিন বন্ধু হয়ে বাস করে। একদিন বনে একটি হরিণী চরছিল। সে গর্ভবতী হওয়ায় তার শরীরে অনেক মাংস। শেয়াল দেখে হরিণীর ঈশ্বর তাকে সাহায্য করলেন ফলে সিংহও বহু চেষ্টা করে তাকে ধরতে পারল না। শেয়াল তখন বন্ধুদের ডেকে বলল, আমার কথা মন দিয়ে শোন তা হলেই আমরা হরিণ ধরতে পারব। শক্তিতে যখন একে ধরতে পারছি না তখন ইদুঁরের মাধ্যমেই এর প্রাণ নেব। শ্রান্ত হয়ে হরিণী অবশ্যই কোথাও শোবে। তখন ইদুঁর সেখানে লুকিয়ে ধিরে ধিরে যাবে। দুর থেকে সুরঙ্গ করে সে হরিণের কাছে যাবে। খুব নিঃশব্দে যেতে হবে যাতে হরিণী না যানতে পারে। সুরঙ্গ শেষ হবে হরিণের পায়ের কাছে। ইদুঁর সুরঙ্গ থেকে বেরিয়েই হরিণের পায়ের শির কেটে দেবে। পায়ের শির কাটা গেলে হরিণ অশক্ত হবে। তখন সহজেই সিংহ তাকে বধ করবে। এত শুনে সবাই রাজি হল। শেয়াল যা নির্দেশ দিল সকলেই তা পালন করল। ইদুঁরের দংশনে হরিণের পায়ের শির কাটা গেল। হীনশক্তি দেখে সিংহ তাকে ধরে ফেলল। হরিণ মারা পরতে সকলে আনন্দিত হল। কিন্তু শেয়াল মনে মনে অন্য চিন্তা শুরু করল। মনে মনে সে ভাবল আমার বুদ্ধিতেই হরিণ মরল, কিন্তু সিংহ আর বাঘ মাংস খাবার পর আমি আর কতটুকু পাব। খেতে হলে আমি পুর মাংসই খাব এবং তার জন্য যা করতে হয় তাই করব। এই ভেবে শেয়াল যোড়হাত করে সবার কাছে গিয়ে বলল দেখ দৈবযোগে আজ হরিণ মরল তাই প্রথমে পিতৃলোকে মাংস শ্রাদ্ধ দেওয়া উচিত। স্নান করে সবাই আগে শুদ্ধ হয়ে এস ততক্ষণ আমি হরিণকে লক্ষ রাখছি। বুদ্ধিমান শেয়ালের কথা শুনে সকলে স্নান করতে গেল।

সবার মধ্যে শ্রেষ্ঠ ও বলিষ্ঠ সিংহ দ্রুত স্নান করে চলে এল। সিংহ এসে দেখে শেয়াল বিরস বদনে বসে আছে। সে শেয়ালকে বিরস বদনের কারণ জিজ্ঞেস করল এবং তাকে দ্রুত স্নান করে আসতে বলল।

শৃগাল সিংহকে বন্ধু সম্বোধন করে বলল, কি বলি বন্ধু ইদুঁরের কথা শুনে আমি বড়ই ব্যথা পেলাম। যখন তুমি স্নানে গেলে তখন সে তোমার নামে যে কুবচন করল তা বলতেও আমার লজ্জা হয়। ইদুঁর বলল সকলে সিংহকে বীর বলে অথচ আমি হরিণ মারলাম আর তাই সিংহ খাবে।

শুনে সিংহ দুঃখিত হল। অভিমান করে বলল –কি ছার ইদুঁর! তার এত সাহস! আমি কিছুতেই ঐ মাংস খাব না। নিজের বীর্য্যে হরিণ এখনই ধরে আমি খাব। যে এমন অন্যায় বাক্য বলতে পারে তার মুখও আমি আর দেখব না। নিজের অর্জিত বস্তু আমি নিজেই ভক্ষণ করব। এত বলে সিংহ ঘন বনে ঢুকে গেল।

এরপর স্নান করে বাঘ সেখানে উপস্থিত হল। আস্তে আস্তে শিয়াল তার কাছে গিয়ে বলল -প্রাণসখা শুন তোমার ভাগ্য ভাল এখনই তোমার সিংহের সাথে দেখা হল না। সে তোমার উপর খুব রেগে আছে, হয়ত তোমার নামে কেউ তাকে কিছু বলে থাকবে। এখনই সে তোমাকে ধরতে গেল। আমাকে বলে গেল যেন একথা আমি তোমায় না জানাই। কিন্তু আমার প্রিয় বন্ধু তোমায় না বলে আমি থাকতে পারলাম না, এবার তুমি কি করবে ভেবে দেখ।

শেয়ালের কথা শুনে বাঘ অবাক হল এবং ভাবল কি জানি কি ভাবে আমি সিংহের কি ক্ষতি করলাম যে সে আমায় ধরতে চায়। কি করবে কোথা যাবে সে ভেবে অস্থির হল। তবে এ স্থান অবশ্যই নিরাপদ নয়, এখনই হয়ত সিংহ ঘুরে চলে আসবে-এই ভেবে বাঘ দ্রুত ঘোর বনে প্রবেশ করে আত্মগোপন করল।

এসময় ইদুঁর সেখানে এল। তাকে দেখে শেয়াল কান্না জুড়ে দিল। কাঁদতে কাঁদতে ইদুঁরকে জড়িয়ে ধরে প্রলাপ করে বলল -বন্ধু নকুলের(বেজি) কি দুর্মতি হল সে নিজের পূর্ব প্রকৃতি এখনও ছাড়তে পারেনি। হঠাৎ তার সাপের সাথে দেখা হল। যুদ্ধে তার কাছে হেরে তাকেও বন্ধু করে নিল। স্নান করে এখানে দু’জনে উপস্থিত হল। বেজি সাপকেও মাংসের ভাগ দিতে হবে বলল। অথচ আমরা পাঁচজন মিলে হরিণ মারলাম। তাই আমি সাপকে ভাগ দিতে না চাইলে সে রেগে গেল এবং তোমাকে ধরে খেতে বলল। এখন বেজি ও সাপ তোমায় খুঁজতে গেছে। আমাকেও বলে গেছে তুমি এলে যেন তোমায় ধরি। এত শুনে ইদুঁরের প্রাণ উড়ে গেল। দ্রুত সে পালিয়ে অন্য স্থানে চলে গেল।

তখন বেজি সেখানে উপস্থিত হল। তাকে দেখে শেয়াল ক্রোধের সঙ্গে বলল -দেখ সিংহ, বাঘ আর ইদুঁরের সাথে আমার যুদ্ধ হল। তারা হেরে পালিয়েছে বনে। তোমার যদি শক্তি থাকে তা হলে আমার সাথে এসে যুদ্ধ কর, নয় প্রাণ নিয়ে পালাও। বেজি শেয়ালের চেয়ে ছোট ও দুর্বল। সহজেই সে ভয়ে পালিয়ে গেল।

এভাবে শেয়াল বুদ্ধি দিয়ে চারজনকে চারভাবে ঠকিয়ে নিজেই পুর মাংস খেল।



কণিক আরো বললে -রাজা ভাল করে শুনুন এভাবেই রাজা রাজ্যবান হন। বলিষ্ঠকে বুদ্ধিতে জিতে মারবে। লোভিকে ধন দিয়ে ছলনা করে মারবে। শত্রুকে কোন ভাবে পেলে অবশ্যই ছাড়বে না। বিশ্বাস জন্মিয়ে বিপক্ষকে মারবে। সব সময় মনে রাখবে শত্রু তোমার জীবনের বৈরী। তাকে যেকোন প্রকারে মারতে হবে। ছলে–বলে–কৌশলে শত্রুকে যমের বাড়ি পাঠাতেই হবে। বেদেও এমন বিচার আছে। সেখানেও বলে বিশ্বাস জন্মিয়ে শত্রুকে মারা যায়। ভার্গব(পরশুরাম)ও বলেন এতে পাপ নেই। শত্রুকে বিশ্বাস করে পালন করলে তার গর্ভেই তোমার বিনাশ হবে। এসব ভাল ভাবে বুঝে রাজা উপায় বার করুন। এখনই ব্যবস্থা না নিলে পরে দুঃখই পাবেন। এত বলে কণিক নিজের গৃহে ফিরে গেল।



অন্ধরাজা ধৃতরাষ্ট্র গভীর চিন্তায় মগ্ন হলেন।



ভারতের পূণ্যকথা শুনলে পবিত্র হবে। কাশীরাম দাস সেই অদ্ভূত কাহিনীই বর্ণনা করেছেন।

....................................

উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে

......................................

আগের পর্ব:



কথাচ্ছলে মহাভারত - ৫৮

Click This Link

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:২৩

ডি মুন বলেছেন: আপনার 'কথাচ্ছলে মহাভারত' একদম শুরু থেকে পড়া শুরু করবো বলে ভাবছি।

এমন পোস্টের জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন।

ভালো থাকুন নিরন্তর।

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ডি মুন!

২| ০১ লা জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

জুন বলেছেন: খুব ভালোলাগছে আপনার এই সিরিজটি। ছোটবেলায় পড়া মহাভারত বুড়ো বেলায় আবার পড়ে নিচ্ছি ।

দিপান্বীতা আপনাকে অনুসরন করে আমিও মহাভারতের এক কাহিনি লিখেছি। আশাকরি ভুল হলে উল্লেখ করবেন :)


Click This Link

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০২

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, জুন! ...খুব ভাল লাগছে, এক্ষুনি গিয়ে দেখছি...

৩| ০১ লা জুলাই, ২০১৪ বিকাল ৩:১৩

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লাগলো । কুরু পান্ডবের যুদ্ধের প্রেক্ষাপট রচনা চলছে ।

১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, মামুন রশিদ!

৪| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু!

৫| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১০:১২

রাতুল_শাহ বলেছেন: Post arektu boro koren apu, na hole mase 3 bar post debar chesta koren.

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫২

দীপান্বিতা বলেছেন: আগের চেয়ে পোস্ট অপেক্ষাকৃত বড় হয়েছে, না! :)

আরো চেষ্টা করবো...ধন্যবাদ, রাতুল_শাহ!

৬| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


আপু ৫৯ টা পর্ব হয়েছে। যদি কষ্ট না হয় তাহলে প্রথম ৫০ টা পর্ব নিয়ে একটা পোস্ট দিলে অনেকের জন্য সুবিধা হতো। যারা এই সিরিজ মিস করেছে তারা একসাথে সবগুলো পর্ব পেয়ে যেত।

শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫০

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, কান্ডারি অথর্ব! ......প্রথম ৫০ টা পর্ব নিয়ে একটা পোস্ট এম মশিউর দিয়েছেন......
Click This Link

এম মশিউরকে আরেকবার ধন্যবাদ ......

৭| ০২ রা জুলাই, ২০১৪ সকাল ১১:৪৯

ঢাকাবাসী বলেছেন: ভাল লিখেছেন।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ঢাকাবাসী!

৮| ০৩ রা জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

অদ্বিতীয়া আমি বলেছেন: কণিকের কথাটা খুবই ঠিক । এই ভাবে ঠকিয়ে রাজারা রাজ্যবান হন । ভালো লাগা +++

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৫

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, অদ্বিতীয়া আমি!...আসলে রাজনীতি খুবই জটিল ......দেশের উন্নতির মত মহৎ কাজ, বিরাট কাজ ...কিন্তু তা বেশিটাই হীন হয়েছে যুগে যুগে...

৯| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪৭

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কণিক যথার্থই বলেছেন। এখনো তো একই অবস্থা চলছে।

১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৮

দীপান্বিতা বলেছেন: সেই! যেটা খুব আদর্শের হতে পারতো, সেটা শুরু থেকেই স্বার্থের কাজে ব্যবহৃত হয়েছে......ধন্যবাদ, আশরাফুল ইসলাম দূর্জয়!

১০| ১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২৬

রাতুল_শাহ বলেছেন: পরের পর্বটা একটু বড় মনে হলো, কিন্তু পর্বটা সমাপ্ত করেন নি

৩১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:৫৩

দীপান্বিতা বলেছেন: পরের পর্ব এসে গেছে :)

১১| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:৩৮

আরজু মুন জারিন বলেছেন: চমৎকার লিখেছেন দীপান্বিতা।অনেক ভাল লাগা শুভেচ্ছা।ভাল থাকবেন।

ঈদ মোবারক।যদিও ঈদ শেষ হয়ে গেছে বোন।দূঃখিত একটু দেরী হয়ে গেল।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৬

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আরজু মুন জারিন! ......দেরী বলে কিছু নেই বন্ধুত্বে...আপনাকেও অনেক শুভেচ্ছা... :)

১২| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:৫৩

আরজু মুন জারিন বলেছেন: ৬১ নং পর্ব লিখে ফেলেছেন বাহ।এ তো অনেক পরিশ্রমের কাজ করেছেন।আপনার কর্মে অনেক সাধুবাদ জানাই।সব পর্ব পড়া হয়নি ।আশা করি পড়ে নিব পরে ।
অনেক শুভকামনা আপনার জন্য।

১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ, আরজু মুন জারিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.