নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবে প্রেম করে যেজন, সেজন সেবিছে ঈশ্বর

দীপান্বিতা

দীপান্বিতা › বিস্তারিত পোস্টঃ

কথাচ্ছলে মহাভারত - ১৩০

০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৮

[পূর্বকথা - পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করে পিতাকে রাজা হরিশচন্দ্রের মত ইন্দ্রের স্বর্গে স্থান করে দিতে চায় ......অর্জুন সে কারণে দ্বিগ্বিজয় যাত্রা করেন]



ভীমের দিগ্বিজয়ঃ

বৃকোদর ভীম প্রচুর সৈন্য নিয়ে পূর্বদিকে এগোতে লাগলেন।
এভাবে তিনি পাঞ্চাল নগরে পৌঁছালেন। পাঞ্চালরাজ দ্রুপদ আনন্দিত মনে যুধিষ্ঠিরের জন্য বহু সম্পদ দান করলেন।

এরপর ভীমসেন বিদেহ, গণ্ডকী জয় করলেন।

তারপর দশার্ণ প্রদেশে গেলে সুধর্মা রাজা এসে ভীমের পূজা করলেন। তার উপর প্রীত হয়ে ভীম তাকে তার সেনাবাহিনীর সেনাপতি করলেন।

অশ্বমেধেশ্বর রোচমানকে যুদ্ধে পরাস্ত করা হল।
এই রোচমানকে পরাস্ত করে ভীম দ্রুত পূর্বের দেশগুলি জয় করতে লাগলেন।

পুলিন্দের রাজা সুমিত্রকে জয় করে চেদিরাজ্যে পান্ডববাহিনী প্রবেশ করল। যুধিষ্ঠির ভীমকে যাত্রাকালে বলেছিলেন শিশুপালের সাথে প্রীতি রাখতে। তাই বৃকোদর ভীম শান্তভাবে বার্তা পাঠালেন। সংবাদ পেয়ে শিশুপাল নিজেই দ্রুত উপস্থিত হল। ভীমকে আলিঙ্গন করে সকলের কুশল সংবাদ নিয়ে রাজপ্রাসাদে আদর করে রাখল। তেরদিন সেখানে আদর আপ্যায়নে শিশুপাল ভীমকে খুশি করল এবং সানন্দে বহু রাজকর প্রদান করল।

এরপর ভীম উত্তর কোশলে এলেন। অযোধ্যার রাজা দীর্ঘযজ্ঞ ভীমের সাথে সাঙ্ঘাতিক যুদ্ধ করে পরাজিত হয়ে বহু ধন দিল। সেখান থেকে কোশল রাজ্যে এসে বৃহদ্বল রাজাকে কুন্তীপুত্র হারালেন।

মল্লদেশে দূত পাঠাতেই প্রচুর কর আদায় হল।
ভল্লাট দেশের চারদিকে শুক্তিমান গিরি, সে দেশও জয় করা গেল।
সুবাহু নামে কাশীরাজকে পরাজিত করে, সুপার্শ্বের রাজা ক্রথকেও ভীম হারালেন। এই রাজাদের থেকেও প্রচুর রত্ন আদায় হল।

এরপর মৎস্য দেশের রাজাকে জয় করে উত্তরে নিষাদ নগরে ভীম প্রবেশ করলেন। সেখানে শর্মক, বর্মক মহাবীরকে ভীম হারালেন।

মিথিলাপতি জনক বশ্যতা মেনে নিলেন।
অবহেলায় এই সব রাজাদের হারিয়ে ভীম মহাবলী গিরিব্রজে প্রবেশ করলেন। গিরিব্রজে জরাসন্ধের পুত্র সহদেব বহু ধন দিয়ে বৃকোদরের স্তব-পূজা করল।

পুন্ড্রের রাজা বাসুদেবকে হারিয়ে ও কৌশিকী নদীকূলের রাজাদের পরাস্ত করে বহু রত্ন পাওয়া গেল।

বঙ্গদেশে সমুদ্রসেনকে জয় করে কুন্তীসুত ভীম চন্দ্রসেন রাজাকেও পরাজিত করলেন।

আরো যারা সমুদ্রতীরবাসী রাজা, তাদের হারিয়ে দিগন্ত পর্যন্ত ভীমসেন বশ্যতা নিলেন।

এরপর তিনি বহু ধনরত্ন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরতে লাগলেন।
অগুরু চন্দন, ভোট(ভুটালের) কম্বল, বহু বসন, লক্ষ লক্ষ মাতঙ্গ(হাতি), বাজী(ঘোড়া), কনক, রজত, মুক্তা, মাণিক্য, প্রবাল, তার সাথে নানা জাতের পাল পাল পশু। ভীম সব কিছু গিয়ে ধর্মপুত্র যুধিষ্ঠিরকে নিবেদন করলেন।
প্রণাম করে যোড়করে সকল অভিযানের কথা বলতে লাগলেন। আনন্দিত হয়ে ধর্মপুত্র ভীমকে আলিঙ্গন করলেন।

রাজকোষে সকল ধন সমর্পণ করে বৃকোদর নিজ বাসস্থানে গেলেন।

ভীমের এই দিগ্বিজয় বিরচিলেন কাশীরাম দাস।
......................................
উৎসর্গ: সকল ব্লগার বন্ধুকে
.....................................
আগের পর্ব:

কথাচ্ছলে মহাভারত - ১২৯ Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৫১

দীপান্বিতা বলেছেন: বন্ধুরা কিছুদিন ব্লগে আসতে পারবো না হয়তো, তবু ব্লগের কথা মনে পরবে-----সবাই খুব ভাল থাকবেন----আশা করি দ্রুত ফিরে আসবো :)

২| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৫

আহমেদ জী এস বলেছেন: দীপান্বিতা ,



সাথেই আছি । পড়ছি আপনার লেখা ।
তাড়াতাড়ি ফিরে আসুন । ততোক্ষন ভালো থাকুন ।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, আহমেদ জী এস!

৩| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:০৩

কালনী নদী বলেছেন: মহাভারত থেকে গল্প পড়ে অনেক ভালো লাগলো বোন!

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, কালনী নদী!

৪| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:১৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ফিরে আসুন এই অপেক্ষায় রইলাম।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০১

দীপান্বিতা বলেছেন: এসেগেছি

৫| ০৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

ঢাকাবাসী বলেছেন: ফিরে আসার অপেক্ষায় রইলুম।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০১

দীপান্বিতা বলেছেন: এসেগেছি

৬| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:১৮

রাতুল_শাহ বলেছেন: দ্রুত ফিরে আসুন।

৩০ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০০

দীপান্বিতা বলেছেন: এসেগেছি

৭| ২০ শে জুন, ২০১৬ সকাল ৯:৪০

বিজন রয় বলেছেন: নতুন করে পড়ছি।
++++

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৯

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, বিজন রয়!

৮| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

Nayan Singha বলেছেন: কিছুদিন তো এখন ২ তাসের বেশি হয়ে গেসে!
আপনি যে ব্লগে লিখেন ভুলে গেসেন নাকি!
প্রত্যেকদিন চেক করি বাট সেই এক পোস্ট!
আসবেন কবে!

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৮

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, Nayan Singha

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৮

Nayan Singha বলেছেন: বোন আপনি কী ব্লগের কথা ভুলে গেছেন!

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৫৭

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, Nayan Singha! --- এসেগেছি :)

১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪

Joy Majumder বলেছেন: আমি আপনার কথাচ্ছলে মহাভারত - ১৩০ টি ব্লগ পরেছি। আমি সম্পূর্ণ কথাচ্ছলে মহাভারত পড়িতে খুবী আগ্রহী দয়া করে বাকি পোস্ট গুলি করেন। My Email : [email protected]..

৩০ শে অক্টোবর, ২০১৬ সকাল ১১:৪৮

দীপান্বিতা বলেছেন: ধন্যবাদ, Joy Majumder! ..... এখনও লেখা শেষ হয়নি ... হলে জানাবো

১১| ০৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

Joy Majumder বলেছেন: আপনি সেই অন্ধকাররূপ থেকে আলোকিত সূর্য এর ন্যায়। আপনার পোষ্ট টা পেয়ে আমি অনেক আনন্দিত। আমি কি আপনার সাথে যোগাযোগ করতে পারি..Facebook,Email,phone,..any.. plz reply my sms...my email address... [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.