নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বীপ দ্বীপান্তর

দ্বীপ দ্বীপান্তর

সময়ের ফেরিওয়ালা, সুন্দর পৃথিবীর প্রত্যাশী

দ্বীপ দ্বীপান্তর › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারে অাছি, আলো ফিরবে কবে?

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৮


খুঁজছি ফেসবুক। খানিকটা সময় পর তথ্য এলো ফেসবুক নাকি আন এভেইলেবল! তখন চিন্তা করলাম, তাহলে অন্য কোনো সাইটের কী অবস্থা দেখি...। দেশি-বিদেশি সব সাইটইতো ঠিক। তখন পত্রিকার নিউজের দিকে খেয়াল করলাম। নিউজ পেলাম সরকার নাকি বন্ধ করেছে ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম।

যাই হোক পেলাম না। অনেকটা অন্ধকারেই আছি ফেসবুক ছাড়া। তো কবে আবার আসবে ফেসবুক আমাদের মাঝে কেউ কি জানেন? দ্রুতই যেন আসে। আবার যেন আমরা মিলিত হতে পারি একে অপরের সঙ্গে।

তবে আহ্বান থাকবে, এসব বন্ধ যেন বেশিক্ষণ রাখা না হয়। কারণ, এগুলো মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০

রাফসান সৌরভ বলেছেন: মাথা ব্যাথা হ‌লে মাথা কে‌টে ফেল‌তে হ‌বে!

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:১৩

রিমন রনবীর বলেছেন: প্রতিমাসে অন্তত চার থেকে পাচদিন ফেসবুক বন্ধ করে রাখা উচিত। এমনিতেই অকর্মন্য জাতি তার উপর ফেসবুকের নেশায় এমনই নেশাগ্রস্থ্য হয়ে গেছে ভাবলে অবাক লাগে। ইন্টারনেট এক মিনিটও বন্ধ করে রাখলে এরকম আহাজারি মানা যায় কিন্তু একটা নির্দিষ্ট ওয়েবসাইট বন্ধে করে দেয়ায় জাতি এমনই পাগলপ্রায়, দেখলে হাসি পায় :D

২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৪০

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: ফেসবুক যে শুধু ‘নেশা’ তা নয়। কারণ এটি এখন আর শুধু যোগাযোগ মাধ্যমই নয় বরং ব্যবসা-বাণিজ্যের অন্যতম একটি মাধ্যম। সমস্যা হচ্ছে বিধায় এ হায় হুতাশ। এর বেশি কিছু নয়।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১

বিষন্ন পথিক বলেছেন: অলিম্পিক ব্যাটারী কেনেন

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

খোলা মনের কথা বলেছেন: বিনাশ মলম ব্যবহার করতে পারেন। কোম্পানীর প্রচারের জন্য মাত্র ১০ টাকা। আর এক ফাইলে যথেষ্ট :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.