নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বীপ দ্বীপান্তর

দ্বীপ দ্বীপান্তর

সময়ের ফেরিওয়ালা, সুন্দর পৃথিবীর প্রত্যাশী

দ্বীপ দ্বীপান্তর › বিস্তারিত পোস্টঃ

একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু...

১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:১৭

ভূপেন হাজারিকা। একটি নাম। একটি প্রতিষ্ঠান। একটি অঙ্গন। একটি জগত। এভাবে পরিচয় দিলে হয়তো খুব বেশি বলা হবে না। তার গাওয়া গানের সূত্র ধরেই আজকের লিখনী।

রাজধানীর হাতিরঝিলের পরিবেশ শীতের এই সকালে যারা দেখেছেন তাদের বুঝতে সহজ হবে। কারণ, এখানে দেখা মেলে শীতের আবহ। কুয়াশাচ্ছন্ন এক অংশের নাম এটি। মনে হয় পদ্মা-মেঘনার মতো বিশাল এক নদী। সঙ্গে হিম হিম হাওয়া বয়ে আনে শীত। অনুমান করা যায় গ্রামে শীতের তীব্রতা কেমন...

শীত-কুয়াশা কাউকে আনন্দ দেয় আবার কাউকে দেয় দুঃসহ ভোগান্তি। প্রান্তিক জনগোষ্ঠী আর গায়ের মানুষদের জন্য এ সময়টা কষ্টকর হলেও ঠিক এর বিপরীত দৃশ্য দেখা মেলে এলিট আর শহুরে পরিবেশে। তাদের কাছে শীত আর গরম বলে কিছু নেই। থাকা হয় এসি নিয়ন্ত্রিত আবহাওয়ায়। ফলে শীত-গ্রীষ্মের কোনো ছোয়া লাগেনা একটি শ্রেণীর।

কিন্তু যাদের থাকতে হয় ছোট্ট কুটিরে তাও ফুটপাতে, তাদের কাছে এ শীত কতটা আশির্বাদ? নিশ্চয়ই আশির্বাদ নয় বরং তাদের কাছে এটি এক দুঃসহ যন্ত্রণা। যাদের নেই একটুকরো গরম কাপড়। কুটিরের চাল বেয়ে শরীরে পড়ে কুয়াশার ফোটা! আর প্রান্তিক জনগোষ্ঠীরও শীতের সময়টা একই রকম কাটে।

তাই সময় এসেছে সীদ্ধান্ত নেয়ার। এ জনগোষ্ঠীর কাছে এগিয়ে যাওয়ার। অন্তত শীত নিবারণের জন্য হলেও একটি শীতের কাপড় দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার। যাতে শীতের কষ্ট থেকে মুক্তির সুযোগ পায় তারা।

তাই ভূপেন হাজারিকা’র গানটি মনে পড়ে গেলো- মানুষ মানুষের জন্যে/ জীবন জীবনের জন্যে/ একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু...।

-পেতে পরে নিশ্চয়ই পেতে পারে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২২

রুদ্র জাহেদ বলেছেন: আমাদের সকলেরই এই সময়ে এগিয়ে আসা উচিত...

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

ভারসাম্য বলেছেন: গানটি কিন্তু মান্না দে'র নয়, ভূপেন হাজারীকার গাওয়া।

লেখায় +++

২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: ধন্যবাদ। শুধরে দেয়ার জন্য।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৪

জ্ঞানহীন মহাপুরুষ বলেছেন: এসব মানুষের সাহায্যার্থে শীতবস্ত্র নিয়ে সকলেরই এগিয়ে আসা উচিত।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯

মানবী বলেছেন: ভূপেন হাজারিকার অসাধারণ গান "মানুষ মানুষের জন্য"

হতদরিদ্র জনগোষ্ঠীর কাছে শীত বস্ত্র পৌঁছানোর উদ্যোগ অনেকেই আরো আগে থেকে শুরু করেছে তবে কখনই এমন আরেকটি উদ্যোগের জন্য খুব দেরী মনে হয়না।
আপনার উদ্যোগটির সাফল্য কামনা করছি। মানবিক পোস্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.