নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বীপ দ্বীপান্তর

দ্বীপ দ্বীপান্তর

সময়ের ফেরিওয়ালা, সুন্দর পৃথিবীর প্রত্যাশী

দ্বীপ দ্বীপান্তর › বিস্তারিত পোস্টঃ

বন্ধ ফেসবুক: সরকারের নিষেধাজ্ঞা মানছেনা ৯৯ ভাগ পত্রিকা ও অনলাইন গণমাধ্যম

০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৮

ফেসবুক। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগের এক অপরিহার্য অংশ। এ কথার পক্ষে-বিপক্ষে অনেক যুক্তি থাকতে পারে ব্যক্তিভেদে। কিন্তু এটা নিঃসন্দেহে বলার অপেক্ষা রাখেনা যে, এ মাধ্যমটি ছাড়া বিশেষ করে বাংলাদেশের মানুষের তথ্য-প্রযুক্তিকেন্দ্রিক জীবনযাত্রা এক প্রকার বেহাল। এর প্রমাণ পেলাম আজ। দেশের প্রথম সারির সব পত্রিকা ও অনলাইন তাদের ফেসবুক পাতায় নিয়মিত খবর পোস্ট করছে। যেখানে সরকার বলছে ফেসবুক চালানো যাবে না। সেখানে এ আইটি মানতে পারছে না পত্রিকা ও অনলাইনগুলো। কারণ এটি যে তাদের ভিজিটর পাওয়ার অন্যতম উপায়। রুটি রুজির প্রশ্ন। ভিডিটর না এলে যে তাদের ইনকাম শূন্যের কোঠায় চলেন অসে।

যে গণমাধ্যম বর্তমানে সরকারের গূণকীর্তনে ব্যস্ত সব সময়। তারাই ফেসবুক বন্ধের প্রশ্নে একমত হতে পারছেনা সরকারের নীতির সঙ্গে। আর ব্যক্তিপর্যায়ের কথাতো বাদই দিলাম।

সুতরাং এটা নিশ্চিত যে, সরকারের এ সিদ্ধান্তটি নিতান্তই একটি জোর জবরদস্তিমূলক। দেশের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন নেই এ সিদ্ধান্তের সঙ্গে। আর তাই ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম খুলে দেয়াই সরকারের ইমেজের জন্য ভালো হবে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুতরাং এটা নিশ্চিত যে, সরকারের এ সিদ্ধান্তটি নিতান্তই একটি জোর জবরদস্তিমূলক। দেশের নাগরিকদের ইচ্ছার প্রতিফলন নেই এ সিদ্ধান্তের সঙ্গে। আর তাই ফেসবুকসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম খুলে দেয়াই সরকারের ইমেজের জন্য ভালো হবে।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: হুম

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৮

েমাঃ মিন বলেছেন: তাতে কি ? যুদ্ধাপরাধের বিচার তো হচ্ছে !!

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: ফাঁসির আমেজতো আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মন থেকেও চলে গেছে। তবে ফেসবুকে তালা কেন?

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

মমবাতি বলেছেন: :|

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: হুম

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

আরণ্যক রাখাল বলেছেন: ফেসবুক বন্ধ করে সরকার গাধার মত কাজ করেছে| তারা যে গাধা এটা এখানেই প্রমাণিত

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৯

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: গাধা-ঘোরা বলতে চাইনা। তবে ঠিক হচ্ছে বলে মনে হয় না। কারণ, এখনতো দেশ স্বাভাবিক; খুলে দিলেইতো হয়।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৭

কেউ নেই বলে নয় বলেছেন: সরকারের মুখপাত্র একাত্তর টিভির কয়টারে ফেসবুক চালানোর অপরাধে গরাদের ভেতরে নেয়া হোক, বাকীগুলা অটো অফ হইয়া যাবে ;)

০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩০

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: বিটিভির স্যাটেলাইট ভার্সন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.