নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বীপ দ্বীপান্তর

দ্বীপ দ্বীপান্তর

সময়ের ফেরিওয়ালা, সুন্দর পৃথিবীর প্রত্যাশী

দ্বীপ দ্বীপান্তর › বিস্তারিত পোস্টঃ

স্ত্রী যদি স্বামীর বন্ধুর খেদমত শুরু করে?

২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫

মাজারের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দীর্ঘ দিনের। উপমহাদেশের মানুষের মধ্যেই এ প্রবণতা সিংহভাগ যা বিভিন্ন আলোচনা থেকে প্রমাণিত। যার ধারাবাহিকতায় শত বছর আগে থেকেই বাংলাদেশের আনাচে কানাচে গড়ে উঠেছে মাজার। যেগুলোতে এখন নিয়মিত ব্যবসা চলছে। কন্তু মানুষ বেচারা একটি বারও চিন্তা করছে না যে, তার কষ্টে অর্জিত টাকার একটি গুরুত্বপূর্ণ অংশ ওই মাজারে দেয়ার মাধ্যমে তার কী লাভ? কারণ, ‍যার মাজারে এই টাকা-পয়সা দেয়া হচ্ছে তিনি তো মৃত। এ টাকা দিয়ে উনি কোনো কাজ করতে সক্ষম? ওনার কী ক্ষমতা?

অামাদের দেশে মাজার নিয়ে আরও কিছু বিষয়কে চরম গুরুত্ব দেয়া হয়-
১। নিঃসন্তান দম্পতি সন্তান চাইলে সন্তান পাবেন
২। মাজারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়
৩। নির্বাচন শুরুর আগে প্রার্থী মাজার জিয়ারত করে প্রচারণা শরু করা।
৪। টাকা দিলে ব্যবসা ভালো হয়।
৫। হেলপার-ডাইভাররা মনে করেন, টাকা দিলে দুর্ঘটনা হবে না। বাঁচিয়ে দেবেন মাজারের বাবা।
তবে এসব ধারণা সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই রয়েছে। কিন্তু ইসলাম কী বলে এ ব্যাপারে তা কী জানেন তারা? এর ফলাফল কী? বিস্তারিত ব্যাখ্যা নিজ কানে শুনুন লিংক থেকে-

বিষয়টি জানা ও মানা সবার জানাই জরুরি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.