নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্বীপ দ্বীপান্তর

দ্বীপ দ্বীপান্তর

সময়ের ফেরিওয়ালা, সুন্দর পৃথিবীর প্রত্যাশী

দ্বীপ দ্বীপান্তর › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নাকি যৌনক্ষুধা: বিরল এক অভিজ্ঞতা

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩০

খালু অসুস্থ। উত্তরার একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্টে। টানা ৬ দিন নিবিঢ় পর্যবেক্ষণে থাকলেও নিযুক্ত চিকিৎসক উন্নতির কোনো আভাস দিতে পারছেন না। তবুও সুস্থ হবেন, এ আশায় বুকে নিয়ে অবিরাম চেষ্টা করে যাওয়া।

স্বজনের বাঁচা-মরার সন্ধিক্ষণে যখন মন ভার, তখন চলছিল ফাগুনের আগুন ঝড়া বসন্ত। পরদিনই প্রাশ্চাত্য থেকে আমদানি করা হাইব্রিড ফ্যাস্টিবল ভ্যালেন্টাইনস ডে।

উত্তরা থেকে দুপুরে উঠলাম পাবলিক বাসে। বাসের নাম রাইদা। গন্তব্য রামপুরা। সিট পেলাম না, সিটিং হিসেবে চলা ওই গাড়িতে দাঁড়ানোর নিয়ম না থাকলেও জরুরি মুহূর্ত থাকায় দাঁড়িয়েই পথ পাড়ি দেয়ার চেষ্টা।

গাড়ির আগাগোরা ভরপুর। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। হঠাৎ চোখ পড়লো দুই সিট সামনের একটি সিটে। যেখানে বসা টিনেজ যুগল। বয়স খুব বেশি হলে ১৫-১৮ এর কাছাকাছি। একটু অন্যরকম তাদের আবেগের বহিঃপ্রকাশ।

উত্তরা পেরোতেই একটি সিট খালি হলো, বসলাম। ঘটনা ক্রমে তাদের পেছনেই। সুতরাং বুঝতেই পারছেন সবই পরিস্কারভাবে দেখা যাওয়ার কথা। তাই।

দেখলাম, ১৪ ফেব্রুয়ারির যে দিনটিকে আমরা ভালোবাসা দিবস হিসেবে আমদানি করেছি, মানছি, পালন করছি, ধারণ করছি তার সম্পূর্ণ রূপ।

সংক্ষেপ করলে এমন হয়- ছেলেটি মেয়েটিকে ভেতরের সিটে বসিয়ে বাসের যাত্রীদের সমনেই যা করার সবই করলো। তাও একটু একটু নয়, পুরো সময় জুড়েই তারা নিজেদের বিলিয়ে দিয়েছে একে অপরের মাঝে। এরবেশি বলার প্রয়োজন আছে বলে মনে হয় না।

তবে, একটি বিষয় খুবই চিন্তায় এসেছে। দেখলাম, বিভিন্ন স্টেশনে যাত্রী নামছে-উঠছে। নতুন যারা উঠছেন তারা সবাই ওই তরুণ যুগলের ক্ষুধাময় যৌনতার বহিঃপ্রকাশ দেখেছেন, অবাক খানিকটা হয়েছেন বটে, কিন্তু কেউ কিছু বললেন না। আমিও না।

কারণ, কেন বলবেন? বলার রাস্তা আছে কি? যে দেশে অবৈধতাই বৈধতা, বিজাতীয় সংস্কৃতিই সংস্কৃতি, উৎসবের নামে তরুণ-তরুণীদের মাতাল হওয়ায় দুলিয়ে তোলে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায়, অনৈতিকতাই আপডেট থাকার নিদর্শন, চারিত্রিক অবক্ষয় যেন কোনো অপরাধ নয় বরং প্রগতি!

যাই হোক, বিনা বাধায় তারা রামপুরা ব্রিজে নামলো। ছেলেটির গলায় ছিল ব্রিটিশ কাউন্সিল লেখা ফিতা। সে দেখলাম হেলপারকে ১০ টাকা বকশিস দিয়ে গেলো বাস থেকে নেমে।

এটি একটি পাবলিক বাসের চিত্র। এর বিপরীতে অন্দরমহলের দৃশ্য নিশ্চয় সহজেই অনুমেয়।

তাই নিজেকে প্রশ্ন করলাম, ভালোবাসা নাকি যৌনক্ষুধা!

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৯

আবু ছােলহ বলেছেন:



কি হে সম্মানিত পাঠকবৃন্দ, চুপি চুপি পড়ে যাচ্ছেন, কোন কথাবার্তা নেই কেন?

নাকি এগুলো নিয়ে কথা বলা মানা?

আধূনিক, মুক্তমনা, উদ্ভট আরও আরও কি কি নামের যেসব পাবলিক বেজায় রকম এইসব দিবস ফিবস ভক্ত তারা কোথায় হারিয়ে গেলেন?

এই দিবসের সোল এজেন্টরা কোথায়? 'এ আর ১৫' -কি সজাগ আছেন?

তথাকথিত আধূনিকতার ছদ্মবেশি ঠিকাদার সুশীল নামের পশ্চিমাদের জুতা ঝাড়ু বরদার ধর্মহীন কিছু সংখ্যক উদ্ভট মস্তিষ্কের উল্লুকের অতি উৎসাহে সংস্কৃতির নামে এ জাতির ঘাড়েও চেপে বসতে শুরু করছে পাশ্চাত্যের অজ্ঞ মূর্খদের বস্তা পচা বাসী নোংড়া আবর্জনা।

এইসব আবর্জনা দিবস ডাস্টবীনে নিক্ষেপ করাই যুক্তিযুক্ত।


ফালতু দিবসের বাস্তব অশালীন চিত্র তুলে ধরায় ধন্যবাদ লেখককে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৫

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: সময়ের চাহিদাটা এমনই হয়তো, এজন্যই অনেকেই নাক ছিটিয়ে চলে গেছে, বলেনি কিছু। অথবা ফালতু আলাপ মনে হতে পারে।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি ভিডিও রেকর্ড করে য়ূটিউবে ছেড়ে দিতেন তারপর ফেসবুকে সেই লিঙ্ক শেয়ার করে উপরে ক্যাপশন দিতেন; “পাবলিক বাসে তরুণ-তরুণীরা এ কি করল” দেখুন ভিডিও সহ।

দেশটা লুই্চ্ছাদের অধিকারে চলে গেছে।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৬

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: হাসালেন ভাই।

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

নতুন বলেছেন: ভাবতে ভালোই লাগছে... বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাইতেছে... :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৮

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: ভাবছি, অনাগত নিজ সন্তান কেমন বাংলাদেশ পাবে!

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল অভিভাবকদের দোষও তো কম নয়।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২৯

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: অনেক অভিভাবক আছেন যারা নিজেরাই ধার করা সংস্কৃতি চর্চায় হাবুডুবু খায়। সন্তানরাওতো তাই...

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮

অগ্নি সারথি বলেছেন: উত্তরা পেরোতেই একটি সিট খালি হলো, বসলাম। ঘটনা ক্রমে তাদের পেছনেই। সুতরাং বুঝতেই পারছেন সবই পরিস্কারভাবে দেখা যাওয়ার কথা। তাই। - B:-) B:-) B:-)

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৫

বাংলার জামিনদার বলেছেন: ঐ একই জিনিষ রে ভাই। ষ্টাইল চেন্জ হইছে। আগে পার্কে নিরিবিলিতে বসলেও তখনকার মানুষ একই কথা বলতো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫০

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: অপরাধ বোধ উঠে যাচ্ছে।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৮

একজন গাঙ্গচিল বলেছেন: এর মধ্যে ভালোবাসা পাইলেন কোথায়?

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫১

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: খালি হাড্ডি নাকি কুত্তায়ও চাটে না!

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫০

ভয়েস অব মাহাবুব বলেছেন: ভাবছি কবে জানি ন্যাশনাল ন্যুড ডে পালন করা শুরু হয়। Click This Link

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৪

টারজান০০০০৭ বলেছেন: লাভ এবং সেক্স এক নয় বটে , তবে সম্পর্কযুক্তত অবশ্যই। বিশ্বাস না হইলে ১৪ ফেব্রুয়ারিতে কন্ডোম বিক্রির হার দেখতে পারেন। যাহারা ভালুবাসা দিবসের পক্ষে কইতাছেন তাহারা বোধহয় ভুলিয়া যাইতাছেন এখনকার সংস্কৃতিতে ভালোবেসে ভালোবাসার মানুষকে জানার জন্য পোলাপাইন বিছানাকেই বেশি গুরুত্ব দিতাছে।বিছানাকেই যেহেতু বেশি গুরুত্ব দেওয়া হইতেছে , বাল্য বিবাহই এর একমাত্র সমাধান মনে করি। বিয়া কইরা যত খুশি ভালোবাসা দিবস পালন করুক ধর্ম , সমাজ সবাই খুশি। না হইলে মুসলিম দেশগুলোতেও কুমার কুমারী পোলাপাইন হারিকেন দিয়া খুঁজতে হইবো। অবশ্য বমিখোরগুলোর কোনো কিছুতেই আপত্তি নাই !

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫২

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: আর বাড়িয়ে বললে কিন্তু ১৪ শিকে যেতে হতে পারে!

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

খোলা মনের কথা বলেছেন: এগুলো বলতে হয় না!!!!
শুধু চোখ বুঝে নিজের গন্তব্য চলে যাবেন।

আর আপনি মশায় সেকালে!!!! এগুলো বর্তমান যুগের র্স্মাটনেস!!! এগুলো না হলে ভালবাসা দিবসের ষোলকলাপূর্ন হবে কি করে???

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৩

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: তাই করবো ভাবছি। কারণ, কিছু বলতে গেলে উল্টো গণধোলাইয়ের শঙ্কা থেকে যায়। কারণ, আমরা চলছি হিতের বিপরীতে। লঙ্গের চেয়ে যে উলঙ্গের দাম বেশি!

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০১

নাগরিক কবি বলেছেন: আমরা এগিয়ে যাচ্ছি। তবে অতিদ্রুত। এটা ভয়ানক।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৪

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: সহমত

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪১

মাহিরাহি বলেছেন: আগুন ছড়াচ্ছে, আমরা ছড়তে দিচ্ছি, এক সময় আমাদেরকেও পোড়াবে।

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

Md Ali Reza Raju বলেছেন: কি বলবো!!
.
রাস্তা ঘাটে এরকম বেহায়া পশুদের প্রায়ই দেখি।
.
একদিক থেকে বলা যায় এসবের ৭০% দোষ ই মা-বাবার।

ইসলামের আদর্শতা থাকলে এরকম সম্ভব না।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৫

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: অনেকটা পশুর মতোই।

১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

নেয়ামুল নাহিদ বলেছেন: এইরকম অভিজ্ঞতা আমারো আছে, আমি আমার-ই এক শিক্ষিত বন্ধুকে ব্যাপারটা শেয়ার করেছিলাম - সে আমাকে ব্যাকডেটেড বলে একরকম ছোটই করলো। আমার সত্যি এই ব্যাপারগুলোতে দুঃখ হয় :(

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৬

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: আমাকেউ হয়তো একটা বড় অংশ পাঠক এমনই ভাবছে।

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

সোহানী বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনি ভিডিও রেকর্ড করে য়ূটিউবে ছেড়ে দিতেন তারপর ফেসবুকে সেই লিঙ্ক শেয়ার করে উপরে ক্যাপশন দিতেন; “পাবলিক বাসে তরুণ-তরুণীরা এ কি করল” দেখুন ভিডিও সহ।

সহমত।
দেশ যখন তাকাবেনা তখন আম পাবলিককেই ব্যবস্থা নিতে হবে।

১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯

হামিদুর রাহমান খান বলেছেন: হেলপারকে ১০ টাকা বকশিস দিয়ে গেলো বাস থেকে নেমে। এই হলো অবস্থা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৭

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: কাজ পূর্ণ, পূর্ণ কৃতজ্ঞতা বৈ কি

১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৫

সে নাসিম বলেছেন: হয়তো ভালোবাসা খুব বেশী সহজলভ্য হয়ে গেছে নয়ত ভালোবাসার উদ্দেশ্য শরীর পর্যন্তই থমকে গেছে,,,,,

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৯

দ্বীপ দ্বীপান্তর বলেছেন: ভালোবাসা কোনোকালেই শরীর বিমুখ ছিল কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.