নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুগে যুগে আসি,আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু

দিপ্২৪

দেশটাকে ভালবাসি। আর তাই নিজেকে বলতে চাই “আমি দূর্নীতি মুক্ত”। নিমন্ত্রণ আপনাকেও।

দিপ্২৪ › বিস্তারিত পোস্টঃ

আসুন মনপুরা দ্বীপের রূপ সুধা পান করে আসি।

১২ ই মে, ২০১৪ রাত ১০:১৫

ভোলা জেলার ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ এটি।প্রাকৃতির এই সুন্দর সৃষ্টিকে দেখতে হলে আপনাকে ঢাকা সদর ঘাট থেকে লঞ্চে করে পৌচতে হবে। বিকাল ৫ টায় ফারহান-৪ ও পানামা নামক (যে কোন একটি)লঞ্চ মনপুরা হয়ে হাতিয়ার উদ্দেশ্যে রওনা করে যা মনপুরা থেকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে দুপুর ২ টায় । থাকার জন্য সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি আছে বেসরকারি ব্যবস্থাও। মৎস ব্যবসায়ীদের কল্যাণে ( যা ঢাকায় ফেরার সময় দেখতে পাবেন) দাম একটু বেশি হলেও খেতে পারবেন সামুদ্রিক মাছ। কিছুটা দূর্গম হলেও এর প্রকৃত রূপ ছরিয়ে আছে মনপুরার উত্তর ও দক্ষিন সাকুচিয়া নামক দুটি ইউনিয়নে মূল ভূখন্ডের বাইরের (কাছেই নৈাকায় যেতে হয়) চর গুলোতে।

বি; দ্র;- নদী পথে ভ্রমনে অভ্যাস না থাকলে শীত এর সময় ভ্রমন নিরাপদ ও আনন্দদায়ক।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: মনপুরা খুব সুন্দর দ্বীপ
অপরূপ লাগে
দেখার শেষ নাই
আরও দেখার সাধ জাগে ।।

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৪

দিপ্২৪ বলেছেন: গিয়েছিলেন নাকি?

২| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৩৩

মাওলানা সাহেব. বলেছেন: কি অপূর্ব আমাদের দেশ।

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৩

দিপ্২৪ বলেছেন: চমৎকা অনুভূতি।

৩| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৪১

ক্যাতর আলী বলেছেন: সিনেমা কি এখানে হইছিল?

১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৫

দিপ্২৪ বলেছেন: না ভাই।

৪| ১২ ই মে, ২০১৪ রাত ১০:৪৬

একজন ঘূণপোকা বলেছেন:
আশ্চর্য সুন্দর এই মনপুরা, আমার দেশ।

ভোলা জেলার ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ এটি।প্রাকৃতির এই সুন্দর সৃষ্টিকে দেখতে হলে আপনাকে ঢাকা সদর ঘাট থেকে লঞ্চে করে পৌচতে হবে।

--- কোথায় পৌছতে হবে???

১২ ই মে, ২০১৪ রাত ১১:০৯

দিপ্২৪ বলেছেন: কোথায় আবার? মনপুরায়!

৫| ১২ ই মে, ২০১৪ রাত ১১:১০

গাজী আলআমিন বলেছেন: ভালো লাগলো

৬| ১২ ই মে, ২০১৪ রাত ১১:১৪

দিপ্২৪ বলেছেন: ধন্যযোগ।

৭| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:০৯

বাংলাদেশী দালাল বলেছেন: রাত থাকার ব্যাবষ্হা কি?

১৩ ই মে, ২০১৪ রাত ৯:১২

দিপ্২৪ বলেছেন: সরকারি ডাক বাংলো, সি এম পি এর বাংলো, প্রেস ক্লাব বডিং ও হাজির হাট বাজারে আরো কিছু বডিং রয়েছে।

৮| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ময়না বলেছেন: kothin place, ami chilam 6 months.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.