নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি যুগে যুগে আসি,আসিয়াছি পুন মহাবিপ্লব হেতু

দিপ্২৪

দেশটাকে ভালবাসি। আর তাই নিজেকে বলতে চাই “আমি দূর্নীতি মুক্ত”। নিমন্ত্রণ আপনাকেও।

দিপ্২৪ › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ত

১১ ই জুন, ২০১৪ রাত ১১:৪১

বন্ধুত্তের আসলে কি?

বন্ধুত্ত্ব হচ্ছেঃ- কোনো শব্দ দ্বারা আসল বন্ধুত্ত্ব প্রকাশ করা যায় না এমন শব্দ।



বন্ধুত্তের প্রতিশব্দঃ

বন্ধু, দোস্ত, দোস্ত্, সখা, শৈ(মেয়েদের ক্ষেত্রে)ইত্যাদি



বন্ধুত্বের মান

বন্ধুত্বের যোগ্যতা যাচাইয়ে নিচের বিষয়গুলি আবশ্যকঃ

• পারস্পরিক বিশ্বাস।

• একে অপরের সঙ্গ উপভোগ করা।

• সহানুভূতি থাকা।

• পারস্পরিক চিন্তাভাবনা ও মূল্যবোধের গুরুত্ব দেওয়া, কম্প্রোমাইজ করার ক্ষমতা থাকা, মানসিক সমর্থন দেওয়া।

• অন্যের ভাল কীভাবে হবে এই বাসনা থাকা।

• কঠিন সত্যের স্বীকার করে হলেও নিজের সততার প্রমাণ দেওয়া।

• প্রয়োজনে সবার জন্য ইতিবাচক, গভীর কোন সিদ্ধান্তে পৌছাতে নিজেদের মধ্যে সমঝোতা করা।

• তুমি কি করতেছ এটা নিয়ে বন্ধুদের মধ্যে কোন সংশয় না থাকা।





বন্ধুত্বের মধ্যে থাকবে:

• ভাগাভাগি: সময় নিয়ে একসাথে কাজ এবং জীবনের অভিজ্ঞতা ভাগ।

• বিশ্বাস: বিশ্বাস যে আমাদের বন্ধু আমাদের পক্ষ থেকে এটা করছে।

• সম্মান এবং বোঝাপরা: বিশ্বাস যে আমাদের বন্ধু তাদের নিজস্ব মতামত অধিকার আছে।

• সহায়তা: আমাদের বন্ধু সাহায্য করা এবং প্রয়োজনে সাহায্য পাওয়া।

• বিশ্বাসপ্রবণ: আমাদের বন্ধুদের সাথে গোপনীয় বিষয় ভাগ করা।





বন্ধুত্ব প্রকারভেদ

• একসঙ্গে বড় হয়েছে।

• অনুরূপ পেশাতে কাজ করছে।

• সমবয়স্ক শিশুদের বাবা-মা।

• একই ব্যাপারে আগ্রহ আছে এমন ব্যক্তি।

• সাধারণত একই বয়স এবং একই লিঙ্গ।



নিজস্ব মতামত

“সব সময় সাহায্য করা বা সব বিপদে পাশে থাকা বা মতের মিলই বন্ধুত্বের একমাত্র মাপকাঠি নয়। মনের মিলটাই বন্ধুত্বের সব থেকে বড় কথা। দু পক্ষের মনের মিল না থাকলে তাকে নিজের বিশেষ একান্ত কথাগুলো বলে ভাল লাগে না। আর তাই যদি না লাগে – তবে তাকে কি বন্ধু বলতে মন চাইবে? আমার মনে হয় - বিনা দ্বিধাতে যার কাছে সাহায্য চাইতে পারি আর যে প্রয়োজনে বিনা দ্বিধাতে “না” বলতে পারে – সেই বন্ধু।”





সব শেষে বন্ধুত্ব সম্পর্কে কিছু বিখ্যাত উক্তি

“একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজারআত্মীয়ের সমান”- ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]

“আমার বন্ধুর জন্যে সবচেয়েবেশি যা করতে পারি তা হলেশুধু বন্ধু হয়ে থাকা।তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই।সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী,সে আর কোন পুরস্কারই চাইবে না।এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়?”- হেনরি ডেভিড থিওরো

“বন্ধুত্ব হল এক আত্মার দুইটি শরীর।”- এরিস্টটল

“বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে”- প্লেটো

“অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়েও ভালো”- হেলেন কিলার

“বন্ধত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে”- উইড্রো উইলসন

“কখনো কোন বন্ধুকে আঘাত করো না,এমনকি ঠাট্টাও করো না”- সিসেরো

“কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে”- রবার্ট লুই স্টিভেন্স



কৃতজ্ঞতায়ঃ-

উইকিপিডিয়া





















মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.