নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেলাওয়ার জাহান। সাধারন পাবলিকের একজন। ভাব বা ভেটকিবাজি পছন্দ করি না।

দেলাওয়ার জাহান

পড়ি। লিখতে চাই। মরতে চাই না।

দেলাওয়ার জাহান › বিস্তারিত পোস্টঃ

আবুল মালের যুগ (চলতি ছড়া)

০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬




শুনছি নতুন করে
ব্যাংকে প্রতি লাখ টাকাতে
হাজার টাকা কর-
মরার গালে চড়!

ব্যাংক লোপাটের যুগ
হাজার কোটি বিদেশ পাচার
কেউ দেখেনি চোর-
খুব লেগেছে তোর?

কী যে বলেন স্যার!
আমি কি আর বাংলাদেশে
করেছি কারবার?
সুইস ব্যাংকে সব করেছি পার!

তুই কিউটি বিউটি আমার
তোকেই আমার চাই
নতুন একটা ব্যাংক খুলি চল
ভয়ের কিছু নাই!

চাল কিনেছি ডাল কিনেছি
মাল কিনেছে দেশে
মালের কথায় হাসছো কেন
কিন্তু যাবে ফেঁসে!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৭

উম্মে সায়মা বলেছেন: মালের কথায় হাসতে মানা B:#

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০২

দেলাওয়ার জাহান বলেছেন: সতর্কবাণী নিজ দায়িত্বে টপকাবেন !!!

২| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

মাঝিবাড়ি বলেছেন: মেরা মাল!

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৩

দেলাওয়ার জাহান বলেছেন: আপনার মাল!!!
ব্যাপক তো!!

৩| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

শাহারিয়ার ইমন বলেছেন: চাল কিনেছি ডাল কিনেছি
মাল কিনেছে দেশে
মালের কথায় হাসছো কেন
কিন্তু যাবে ফেঁসে!
B-) B:-/

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৪

দেলাওয়ার জাহান বলেছেন: :) ;)

ভালো থাকা হয় যেন

৪| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন: বাতিল মালের বাতিল চিন্তা

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৫

দেলাওয়ার জাহান বলেছেন: বাতিল মাল!! এমনি বাতিল যে ভাঙরিওয়ালাও নেয় না।।

৫| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

নাগরিক কবি বলেছেন: =p~

০২ রা জুন, ২০১৭ রাত ৮:০৬

দেলাওয়ার জাহান বলেছেন: =p~

৬| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৩৯

দেলাওয়ার জাহান বলেছেন: ধন্যবাদ
ভালো লাগলো। আপনিও ভালো থাকুন।

৭| ০২ রা জুন, ২০১৭ রাত ৮:২৬

ধ্রুবক আলো বলেছেন: কী যে বলেন স্যার!
আমি কি আর বাংলাদেশে
করেছি কারবার?
সুইস ব্যাংকে সব করেছি পার!


এভাবেই দেশটা ধ্বংস করে দিচ্ছে এই বড় চোরেরা। মানুষ নামের অমানুষ এগুলো।

০২ রা জুন, ২০১৭ রাত ৮:৪১

দেলাওয়ার জাহান বলেছেন: হ্যা ভাই দেশটা এভাবেই হেরা খেয়ে দিলো!!!

X((

৮| ০৩ রা জুন, ২০১৭ সকাল ৯:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কিচ্ছু বলার নাই। ফালতু মাল নিয়ে কথা বলা উচিত নয়।

০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৬

দেলাওয়ার জাহান বলেছেন: :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.