নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি হাবিব।বয়স ২২।বয়স যত বাড়ছে স্বপ্ন পূরণ না হওয়ার লিস্ট তত বাড়ছে :

এজজিলারেটেড উইন্ড

আমি হাবিব।বয়স ২২।বয়স যত বাড়ছে স্বপ্ন পূরণ না হওয়ার লিস্ট তত বাড়ছে

এজজিলারেটেড উইন্ড › বিস্তারিত পোস্টঃ

আমেরিকাতে টয়লেট সাড়ার পর কি করব?

২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:০৫

আমেরিকা যাওয়ার ভিসা পেয়েছি।

এতদিন শুনে এসেছি পায়খানা করার পর আমেরিকায় বদনা ব্যবহার না করে টিস্যু ইউজ করা হয়।

আমার প্রশ্নঃ
১/আমেরিকাতে মার্কেটে বদনা কিনতে পাওয়া যায়? তাহলে খুব ভালো।
২/ধরে নিলাম বদনা পাব না।সেক্ষেত্রে বাঙ্গালির উপযোগী কোন ব্যবস্থা আছে?সেটা কি?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কী যে বলেন? হ্যান্ড শাওয়ার আছে না। তবে কমোডের ভেতর হাত নেয়া যাবে না :p

২| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫০

এজজিলারেটেড উইন্ড বলেছেন: কমোডে হাত কেন নেব?হ্যান্ড শাওয়ার কি ওদের ইংলিশ কমোটের সাথে থাকে যেমনটা বাংলাদেশে পাওয়া যায়?ভাই প্লিজ জবাবটা দেবেন কিছু মনে করবেন না।

৩| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ৯:৫৬

প্রবাসী ভাবুক বলেছেন: বদনা কিনতে পাবেন আশা করি৷ চেষ্টা করলে পাওয়া যাবে না এমনটা নয়৷কারণ ইউরোপীয়রাও বদনা ব্যবহার করে না৷ কিন্তু বাংলাদেশী বাসাগুলোতে ঠিকই বদনা দেখেছি৷ তবে একান্ত না পেলে পানির বোতল তো আছেই৷

৪| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বদনা না হয় পেলেন। কিন্তু পরিস্কার করার পর পানি তো সেই বাথরুমেই পড়বে। ঐ একই হিসাব। বদনা কমোডে ঢুকানো যাবে না X(

৫| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫২

প্লাবন২০০৩ বলেছেন: ভাই, বদনার কথা তো বললেন, কিন্তু আরেকটা সমস্যা যে আছে- বদনা তো আপনি হাতে নিয়ে সবজায়গায় যেতে পারবেন না, আর সবসময় বাসাতেই টয়লেট করতে হবে তাও না। সুতরাং সমস্যা টা রয়েই যাচ্ছে।
আল্লাহ্‌র নাম নিয়ে চলে যান, কোন সমস্যা হবে না।

৬| ২৮ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৯

মোহাম্মদ জামিল বলেছেন: ভাই..হাহা চমৎকার পোষ্ট-- ভাই আমি ১ মাস আগে এই সমস্যায় ছিলাম। এখন নাই... প্রয়োজন মানুষকে প্রতিকুল অবস্থায় ঠিকে থাকা শিখায়..আপনি ও শিখে যাবেন আশা করি।

৭| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৯

কবির আহমেদ মাধব বলেছেন: হ্যান্ড শাওয়ার ইউজ করবেন। যাহা ইউজ করা বদনা থেকেও আরামদায়ক সুবিধাজনক B-)

৮| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩২

যোগী বলেছেন:
ওয়াসলেটের ব্যাবস্থা থাকার কথা। দোকানের টয়লেটগুলাতে দেখে নিবেন ওয়াসলেট আছে কিনা।

৯| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৩৪

যোগী বলেছেন: ভালো কথা ফুল গাছে পানি দেয়ার ছোট ছোট পট পাওয়া যাবে সেগুলা কিনে নিবেন।

১০| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১০:৪৬

কেএসরথি বলেছেন: প্রথম প্রথম অনেক কিছুই গায়ে লাগবে। তবে ধীরে ধীরে সব কিছুই গায়ে সয়ে যায়।
হ্যান্ড-শাওয়ার কোথাও পাবেন না। কারো বাসায় পেলে পেতে পারেন, যদি সে নিজের গরজে বাথরুমে লাগিয়ে থাকে।
বাইরে কোথাও পাবেন না। সেক্ষেত্রে অনেক অনেক টিস্যু পেপার একমাত্র সম্বল।

=p~

১১| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩১

ঢাকাবাসী বলেছেন: পুশ শ্‌বোয়ার ইয়ুজ করবেন, সমস্যা কি। পশ্চিম তো পরের কথা এদেশের প্রায় সব বাসাতেই এখন পুশ শাওয়ার ব্যাবহার করে!

১২| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:
প্রয়োজনই সব সমস্যার সমাধান দিবে ।
অথবা bidet থাকলে সেটা কাজে লাগাতে পারেন...

১৩| ২৯ শে জুলাই, ২০১৫ রাত ১১:৪৬

প্রামানিক বলেছেন: বিপদের কথা।

১৪| ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১২:০৪

আরণ্যক রাখাল বলেছেন: চরম বিনুদন| আপনার আমেরিকা গিয়ে কাজ নেই, দেশেই থাকুন| ত্যাগ জিনিসটাই তো প্রকৃত সুখ নাকি? ওটাই যদি ঠিকমত করতে না পারেন তো হুদাই কেন পরবাসে যাওয়া?

১৫| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪

আমি শঙ্খচিল বলেছেন: প্রবাস এ যাচ্ছেন, জাতায়তকালে বা প্রথম প্রথম অনেক কিছুই থাকবে যা আপনার জন্য সুবিধাজনক হবে না, কিন্তু সময়ের সাথে সবকিছুই নিজের মত করে মানিয়ে নিতে পারবেন । আমেরিকার ভিসা পাওয়াতে আপনাকে স্বাগতম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.