নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের ফাঁসিতে সরকারের সকল অপকর্ম বিশুদ্ধ হয়ে গেল?

০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫

বি:দ্র:এটি একটি রাজনৈতিক বিশ্লেষণ মূলক পোষ্ট;দয়া করে অশালীন মন্তব্যকারীরা এই ব্লগ এ প্রবেশ করবেন না।গঠনমুলক যে কোন মন্তব্য কে স্বাগতম।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবী আমাদের সকলের প্রাণের দাবী।যাই হোক বিচার আর সুবিচার এক কথা নয়।আর সরকার একটা বিচার করছে,তবুও তো করছে।বলা হয়েছিল যে এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদিও এখানে কোন আন্তর্জাতিক মানের কোন আইনজীবী নিয়োগ করতে দেয়া হয়নি।তারপর বলা হল এটা দেশীয় আইনে হবে।যাই হোক বিচার তো হচ্ছে।

এখন কথা হল গত চারবছরে সরকারের সফলতার চেয়ে অসফলতার পাল্লা ভারী।কোন অন্ধ আওয়ামী সমর্থক ব্যাতিত এই কথা সকলেই স্বীকার করবেন।এখন কথা হল সরকারের একটা বিচারের জন্য কি আমরা সকল অপকরম তাদের ভুলে গেলাম? এটা এই জন্য বললাম-রাজাকারের বিচারের দায়ে এই সরকারের নির্বাচিত হতে না কি কোন অসুবিধাই হবেনা?প্রঞ্জাবান ব্লগার দের কাছে প্রশ্ন থাকল।

ঠিক আছে সরকার যত গুরুত্ব দিয়ে রাজাকারের বিচার করছে,অন্যান্য চলমান অপরাধের বিচার কিন্তু ততটা গুরুত্ব দিয়ে করছেনা,এমনকি সেগুলি কে তেমন একটা মেজর অপরাধ বলে গণ্য করা হচ্ছেনা।আমরা একটু দেখি যেগুলি আমাদের চোখে চরম অপরাধ কিন্তু সরকারের কাছে সহনশীল:

সরকারের শাসন আমলের শুরুতে-একটা বিশাল হত্যাযঞ্জ সংগঠিত হয় সেটা হল পিলখানা সেনা অফিসারদের হত্যা(যেটা ২য় বিশ্বযুদ্ধের প্রথম দিকে এবং আমাদের মহান মুক্তিযুদ্ধেও এত সেনা অফিসারদের হারাতে হয়নি)।সেটার তদন্ত সরকারও করেছিল,সেনাবাহিনীও করেছিল।প্রথমটার আংশিক রিপোর্ট পেলেও সেনাবাহিনীরটা আমরা পাইনি।আসলে সেটাতে যেটা ছিল সেটা হয়তো সরকারের জন্য মংগলজনক ছিলনা এটা বোঝাই যায়।এরকম আরো অনেক হত্যা,লুন্ঠন,চাঁদাবাজি,নারীনির্যাতন,আন্তর্জাতিক দূর্নীতী,দেশীয় দূর্নীতী,শেয়ার বাজার লুটপাট(যেটা আওয়ামী শাসনামলে নিয়মিত হয়ে থাকে),এত দেশ থাকা সও্বেও শুধু একটি প্রতিবেশি দেশের সাথে অতিরিক্ত দহরম-মহরম,বিভিন্ন না জানা ব্যাক্তিগত চুক্তি,তাদের অবৈধ চোখ রাঙ্গানী সহ্য করা,এরকম আরো বেহিসাবি কার্যকলাপ।সরকারের এইসকল অপকর্ম স্বঘোষিত কথিত সুশীল সমাজ যেমন-মুনতাসীর মামুন,নাসির উদ্দীন ইউসুফ,বিখ্যাত কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী-এই রকম আরো অনেক জ্ঞানী-গুণী ব্যাক্তিত্বরা চোখে দেখেননা।এনারা একটা বিশেষ সময়ে চোখে পরদা দিয়ে রাখেন আবার অন্য কোন সরকার ক্ষমতায় আসলে তখন এই পরদা খোলেন সোৎসাহে।ভাল তবু অন্য কারও দোষ তো চোখে পড়ে,এটাই বা কম কিসে।সরকারের এত ব্যার্থতা সও্বেও আমার প্রিয় লেখক জাফর ইকবাল কোন সমালোচনামুলক কলাম লেখেন নি।কেননা তাতে হয়তো সরকারের বিরাগভাজন হতে হবে তাই।

এখন আসি অন্যরকম কথায়।সিরিয়ায় সরকারের বিরুদ্ধে প্রথম কয়েকদিনেও ২৮ তারিখের মতো মানুষ মারা যায়নি,তাহলে আমাদের দেশে এইরকম পরিস্থিতি না হওয়া সও্বেও এইরকম হত্যা কেন হল?

১-হতে পারে আওয়ামী সমর্থক ছাড়া বাকি সকল মানুষ নাগরিক এর পর্যায়ে পরেন না

২-নয়তো বাকি সবাই গরু-ছাগল।আর আওয়ামীবৃন্দ হল আসল মানুষ।

বাংলাদেশে মোট ভোটারের প্রায় ৭০-৯০ লাখ ভোটার জামাত কে সমর্থন করে।যদি কাল-পরশু এরা সকলেই রাস্তা্য় নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করে,তাহলে সরকার কি এই ৭০ -৮০ লাখ মানুষকে মেরে ফেলার অনুমতি দেবে পুলিশকে?অস্বাভাবিক কিছুনা।কারন এই সরকারের একসময় পছন্দের সংগী ছিল এই জাশি দল(৯৬)[প্রমাণ অনেক আছে] আর এখন ওনারা জংগী।এই সরকারের কাছে সবিই সম্ভব।

১৯৪৭ সালে যখন ভারত-পাকিস্তান স্বাধীন হয়,তখন-ই পাকিস্তান একটি মুসলীম দেশ বলে গণ্য হয়।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ও একটি সংখ্যাগরিষ্ঠ মুসলীম দেশ।এটাতে কোন দ্বিমত আশা করছিনা।তাহলে এই দেশে ধর্মভিত্বিক রাজনৈতৈক সংগঠন থাকবেই।বাম দলের সমর্থক এর চেয়ে বাম দল-ই মনে হয় বেশি এই দেশে।তাহলে ওনারা এই সাহস কোথায় পেলেন ধর্মভিত্বক রাজনীতী বন্ধ করার মতামত দেয়ার?অপর দিকে বিশিস্ট কথিত ব্লগার -ইমরান এইচ সরকার কি সরকারের কোন ছায়া সরাকারের ভুমিকা পালন করছে?উওর অবশ্যই করছে।কেননা সরকারের যা দাবি-দাওয়া,সরকার দৃশ্যমান শক্তি দিয়ে আন্দোলনকারীদের দিয়ে বলাচ্ছে।ওখানে আমরা সরকারের বিভিন্ন পৃষ্ঠপোষকদের দেখতে পাচ্ছি।তাহলে আন্দোলন এখন নিরপেক্ষ কারো নয় বরং সরকারের।এই ব্যাপারে ব্লগার রা কি বলেন?

আমরা কোন হানাহানি চাইনা,শান্তিপুর্ণ ভাবে সবকিছুর সমাধান চাই।এই বিষয়ে বাংলাদেশের সকল সচেতন জনগণের আক্ষরিক ভাবে অংশগ্রহন কামনা করছি কোন রুপক অর্থে নয়।আশা করি সারা দিবেন।



মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫২

রিওমারে বলেছেন: সরকারের এইসকল অপকর্ম স্বঘোষিত কথিত সুশীল সমাজ যেমন-মুনতাসীর মামুন,নাসির উদ্দীন ইউসুফ,বিখ্যাত কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী

এই গুলা আওয়ামী পা চাটাকুত্তা।।

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫২

দিশার বলেছেন: ভাই ৫ জন শীর্ষ যুদ্ধ অপরাধীর নাম বলেন, তারপর আপনার প্রশ্নের উত্তর দেই

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:০১

দুরন্ত-পথিক বলেছেন: মখা,সাজেদা,কামরুল,বেয়াই,ফারুক,আরো অনেকে।

৩| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২১

খইকাঁটা বলেছেন: দিশার বলেছেন: ভাই ৫ জন শীর্ষ যুদ্ধ অপরাধীর নাম বলেন, তারপর আপনার প্রশ্নের উত্তর দেই

দিশার সাহেব উত্তর দিতাম যদি সাহস দেন, কিন্তু মানবেন তো?

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:২৬

দুরন্ত-পথিক বলেছেন: হ্যা ভাই,শালীন ভাষায় দিয়ে দেন উওর টা।

৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৪

সোহেল চট্টগ্রাম বলেছেন: ........আমি কাল হালকা আওয়ামীবিরোধী লেখা লিখেছিলাম,এই সামু আমায় ব্লক করল .।।।
আপনার লেখাটা ব্লক করে নাই.।অনেক লাকী

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৬

দুরন্ত-পথিক বলেছেন: সামুকেও তো চলতে হবে সময়ের সাথে তাল মিলিয়ে,না হলে তো সামুকে ও ব্যানড করে দেবে।

৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

একাকী আমি বলেছেন: কোনো কথা নাই


জয় বাংলা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.