নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

সামু চাইতেছে তাদের ব্লগার কমাইতে, তার প্রমাণ নিম্নরুপ

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

প্রায় ১মাসের ও বেশি হয়ে গেল সামুতে প্রবেশ করা যাচ্ছেনা ঠিক্মত।অনেক নিয়মিত ব্লগার রয়েছেন যাদের সামুতে না ঢুকতে না পারলে তাদের ভাত হজম হয়না।কিন্তু সামু কর্তৃপক্ষ এইব্লগারদের ভালবাসা দেখেও না দেখার ভান করতেছে।অনেকে সামুতে প্রায় নিয়মিত ২৫-৩০ বার ট্রাই করেও ৭-১০ দিন পরেও ইন করতে পারেনি।আর আমি সামুতে লগিন করতে পেরেছি প্রায় ১৫ দিন পর।একটা সময় মনে হত যে সামুতে মনে হয় আর লগিন করতে পারবনা।কিন্তু যখন লগিন করলাম দেখি সামুতে ব্লগার এর হার ভয়াবহ রকমের।আমি সামুর একজন নিয়মিত পাঠক।আগে রাত ৮ টার পর লগিন করলে দেখতাম যে সামুতে ব্লগার রয়েছে প্রায় ৪০০ জন।এটা ছিল নিয়মিত ব্যাপার।কিন্তু এখন দেখি সামুর ব্লগার এর সংখ্যা ১৫০ এর মধ্যে নেমে এসেছে।এর মূলত একটাই কারণ যে অনেকেই এখনো পর্যন্ত লগিন করতে পারছেনা।অনেক ব্লগারদের কাছ থেকে প্রায় একই অভিযোগ শোনা গেছে যে সামু কর্তৃপক্ষকে বার বার ইমেইল করার পর ও তারা কোন ইমেইল এর জবাব দেন নি।তার মানে হল যা বোঝার বুঝে নেন।

এমনিতেই সামুর ওপর অনেকেই নাখশ।কারণ তারা মাঝে মাঝে এমন ব্লগারদের ব্লক করে যে আসলে সেটার কোন যৌক্তিকতা থাকেনা।আবার দেখা যায় যে সামুতে এমন অনেক ব্লগার আছেন যারা নিয়মিত ফ্লাডিং করেন তারা থাকেন বহাল তবিয়তে।তাদেরকে কখনও ব্লক করতে দেখিনি।যাই হোক একটা সময় আসবে যখন সামুর ও বিকল্প হবে কিন্তু সামু তখন অনেক ফেমাস ব্লগার দের হারাবে।এখনি দেখি অনেক ব্লগার অন্যান্য ব্লগে লেখালেখি করছেন।আমার মনে হয় সামুর জনপ্রিয়তা রক্ষার জন্য সামু কর্তৃপক্ষকে অবিলম্বে কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে করে ভিজিটর এবং ব্লগার রা সহজেই সামুতে লগইন করতে পারে।এটা আমার সামু কর্তৃপক্ষের কাছে অনুরোধ।আশা করি বিষয়টা আমলে নেবেন।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

কালীদাস বলেছেন: খিক খিক, সামহ্যোয়ারইন যদি ব্লগার কমাইতে চাইত, ব্লগের কোয়ালিটি গত তিন বছরে এত ফল করত না, অন্য ব্লগে সুইচ করত না, ফারাবী অথবা আসিফ মহিউদ্দিন কেউই এরেস্ট হইত না।

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০০

মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: সামু অনেকদিন নতুন ব্লগার নিচ্ছে না

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:১৪

দুরন্ত-পথিক বলেছেন: ঠিক বলেছেন যে সামু অনেকদিন নতুন ব্লগার নিচ্ছেনা।

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১২

বাংলাদেশী দালাল বলেছেন:
সহমত

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:৩৩

দুরন্ত-পথিক বলেছেন: সহমত পোষন করার জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে জুন, ২০১৩ রাত ১:১১

ইরাজ আহমেদ বলেছেন: একি সমস্যা আমার ক্ষেত্রেও প্রায়ই ঘটে। মাঝে মাঝে মনে হয় আগে আইডি ছিল না, এসে ব্লগ পড়ে যেতাম শুধু এই ভাল ছিল।

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

দুরন্ত-পথিক বলেছেন: আজকে অন্তত ৬-৭বার চেস্টা করে সামুতে লগইন করছি।জিনিসটা ক্রমেই বিরক্তিকর হয়ে উঠছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.