নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

বি এন পি কে ও এই তরুন মেধাবীদের কাছে ওয়াদা করতে হবে যে ওনারা ও ক্ষমতায় এসে কো প্রকার কোটা প্রথায় দলীয় ক্যাডারদের নিয়োগ দিতে পারবেনা।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

এই তরুণ রা আজ জেগেছে।এই সোনার বাংলাদেশ গড়ার জন্য সব মেধাবীদের নিয়োগ দিতে হবে সরকারী সকল বড় বড় দায়িত্ব পূর্ণ শাখা গুলোতে ।আর আমাদের শ্রদ্ধেয় মুক্তিযোদ্ধা দের জন্য সরকার তাদের জন্য অন্য কিছু করবে তাতে আমাদের কোন আপত্তি নেই।কিন্তু স্পর্শ কাতর এই সকল দায়িত্ব পূর্ণ কাজের জন্য একমাত্র মেধাবীদের নিয়োগ দেয়াটা খুবই জরুরি।তাই সকলের প্রতি আবেদন এই যে এই কোটা প্রথা বাতিলের আন্দোলনে আমাদের সাথে শরীক হয়ে এই আন্দোলনকে সফল করতে সাহায্য করুন।তাতে আমাদের দেশের ই লাভ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৭

দেখতাছি বলেছেন: গন জাগরণ মঞ্চের মত না হয়ে যায় শেষ পর্যন্ত ।

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

দুরন্ত-পথিক বলেছেন: এই জন্য ই তো এখানে সবার ই অংশগ্রহণ জরুরী যেন কোন সরকার ই আর কোটা প্রথায় নিয়োগ দেয়ার সাহস না পায়।আসুন সবাই মিলে প্রতীবাদ করি।

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:১১

দেখতাছি বলেছেন: মেধাবীদের তো চাওয়া উচিত ভাইভাতে নাম্বার ৫% এর বেশি রাখা যাবে না ।

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: আন্দোলন শুরু যখন করেছি সফল হবই ইনশাহ আল্লাহ!!!

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৮

দুরন্ত-পথিক বলেছেন: ইনশাল্লাহ ভাই, সফল হব আমরা।

৪| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৩:১২

সুখী বাঙ্গালী বলেছেন: সফল হতেই হবে ।

৫| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪১

দুরন্ত-পথিক বলেছেন: হ্যা,ভাই আমাদের সফল হতেই হবে।আর আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আপনাকে ধন্যবাদ।

৬| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

অপরাজিতা হিমু বলেছেন:
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে
মোদের আবারো যুদ্ধে যেতে হবে............


এই যুদ্ধ অধিকার আদায়ের
কোটা প্রথার অভিশাপ থেকে মুক্তির যুদ্ধ

কোটা প্রথা নিপাত যাক................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................
নিপাত যাক...................

৭| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম

৮| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫২

দুরন্ত-পথিক বলেছেন: হ্যা,কোটা প্রথা নিপাত যাক।

৯| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:২৩

জুল ভার্ন বলেছেন: সর্বত্র মেধা ও যোগ্যতার মূল্যায়ণ চাই। কোটা প্রথা নিপাত যাক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.