নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

রাজাকার বিরোধী আন্দলনের সময় খানা – পিনা,লাইভ টীভি ক্যমেরা ,নিরাপত্তা সব ফ্রি,আর জাতীয় উন্নয়নের জন্য কোটা প্রথা বাতিলের আন্দোলনে র বিরুদ্ধে পুলিশের লাঠিপেটা আর টিয়ার শেল উপহার !

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

আমরা দেখেছি রাজাকার দের ফাসির দাবিতে যখন আন্দোলন হয় তখন সরকার ও তাদের সমর্থক রা স্বতঃস্ফূর্ত ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আন্দোলন কে সফল করার চেষ্টা করেছেন।আর আজকে যখন সারা বাংলাদেশের মেধাবী তরুণ সমাজ কোটা বাতিল এর জন্য আন্দোলন করছে তখন সরকার পুলিশ লেলিয়ে দিল এই মেধাবীদের ওপর হামলা করার জন্য?আর মজার বিষয় হল সরকার পক্ষ থেকে এখনও কেউ কোন কিছু বলছেনা আমাদের পক্ষে।কেন বলছেনা?

ওনারা কি আমাদের কোন কথা দিলে তাদের নিজস্ব ক্যাডার দের নিয়োগ দিতে পারবেনা?উত্তর টা আসলেই হ্যা।কারন আমরা দেখি প্রতি বছর না কি –কি অভিনব কায়দায় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ধারী দের সংখ্যা বাড়ছে ।এর এটা বাড়াতে মদদ দেয় বিভিন্ন রাজনীতিবিদরা ।আর আসল মুক্তিযোদ্ধা দের কোন খবরই নাই।

সরকার আজকের এই কোটা সমস্যা সমাধানে যদি কোন পদক্ষেপ না নেয় আর আমাদের ওপর যে ই রকম বৈমাত্রেয় সুলভ আচরণ করছে কোটা দের নিয়োগ দেয়ার জন্য,এর জন্য সরকার কে হয়তো অনেক কঠিন মুল্য দিতে হতে পারে। তাই সরকারে প্রতি বিশেষ আবেদন এই মেধাবীদের দিক টা বিবেচনা করে আর একটা সফল রাষ্ট্র গড়ে তুলতে এই কোটা প্রথা বাতিল করুন আর আমাদের শান্তি পূর্ণ আন্দোলন করতে সাহায্য করুন।পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের আর বিক্ষুব্ধ করবেন না।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮

হাসান কালবৈশাখী বলেছেন:
দেশে ৫০% মহিলা, এরা মহিলা কোটাও বন্ধ চাচ্ছে!
মহিলা বিদ্দ্যেষি আন্দলোন কোনদিনই সফল হতে পারে না

মেধাবী দাবিদারদের বলছি -
আপনারা এত কম বেতনে সরকারী চাকুরি করতে চাচ্ছেন কেন?
আপনাদের জন্য রয়েছে ৩ গুন বেশী বেতনে বিশাল খাত প্রাইভেট সেক্টর!
কম বেতনে সরকারি চাকুরি করে দেশকে বিশেষ 'সেবা' দিতে চাচ্ছেন?

মুক্তিযোদ্ধা কোটাও বাদ দিতে চাছেন?

মুক্তিযোদ্ধারা ঘরবাড়ী ফেলে বিনা বেতনে জীবন বাজি রেখে যুদ্ধ না করলে আমাদের জন্য চাকরীর কোটা থাকত মাত্র ১০%
বাকী ৯০% থাকত উর্দূভাষীদের জন্য।

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: ভাই, আমি এতো কিছু বুঝি না
আমার কথা কোটা বাতিল করতেই হবে.।
নইলে আমার মতো মেধাবিরা কি করবে?
মুক্তিযোদ্ধা হিসেবে তাদের সম্মান অবশ্যই করতে হবে, তাই বলে আমাদের অবহেলা করে?
মুক্তিযোদ্ধাদের ঢাকায় একটা করে ফ্লাট দিক, মাস মাস ৫০০০ টাকা দিক, আমার আপত্তি নাই, কিন্তু তাই বলে দেশের মেধাবিদের মেধার অবমূল্যায়ন করে কেন তাদের এই সম্মান?????????????????????????????????????????

সরকার যা খুশি করুক, কিন্তু আমাদের মতো সাধারন ছাত্রদের মেধার উপরে কেন এই হস্তক্ষেপ?
তাদের যদি জজ্ঞতা থাকে তবে তারা কম্পিটিশন করুক না কেন আমাদের সাথে???????????????????????????????
এমনিতেও ভার্সিটি তে যখন ভর্তি হই তখনও কিন্তু এই কোটা এর জন্য তাদের কিছু সিট ছেড়ে দিছিলাম।
তাদের তো একবার করে চান্স দিছিলাম, তবে এখন আবার কেন???????????????????
সো, আমার কথা, কোটা বন্ধ করতেই হবে।

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

ভালোরনি বলেছেন: ভাই, যখনই কোনো মুভমেন্টে দেখবেন পুলিশের আঘাত মনে করবেন সেইটা আন্দোলন। আর যেইখানে পুলিশের প্রোটেকশন সেইটা হইলো মন্চনাটক।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

দুরন্ত-পথিক বলেছেন: হ্যাঁ ভাইয়া,প্রিথবীর সব আন্দোলন ই পুলিশ এর লাঠিপেটা আর নির্যাতন সয়ে সফল করতে হয়েছে ।তাই এইটাও সফল হবে,তবে একটু ধৈর্য ধরতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.