নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

সামু এখনও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে কোন স্টকি পোষ্ট রাখেনাই, কারন কি ?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

আমাদের সুন্দর বন আমাদের অহংকার । এটি বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন। অথচ সামু এত কিছু করে ,কত জনের সাহায্যের আবেদনের জন্য স্টিকি পোষ্ট রাখে আর সুন্দর বন ধ্বংস হলে হলে হাজার হাজার মানুষ কর্মহীন পড়বে সেটা সামু কর্তৃপক্ষ দেখছেনা। তাহলে তারা একের বাঁচাতে বিশ্বাসী আর অনেকের ক্ষতিতে খুশী ? সুন্দর বন কে উজার করে বিদ্যুৎ কেন্দ্র হলে তাতে পরিবেশ আর সাথে আমাদের কর্মজীবী মানুষ দের চরম ক্ষতি হবে ।যেটা কেউই এর ক্ষতিপুরন দিতে পারবেনা। আবার পৃথিবীর বুকে আমাদের যে এই রকম একটা বন আছে সেটার মর্যাদা তো হারাবেই ।সামুতে অনেক জ্ঞানী গুণী ব্লগার রা ব্লগিং করনে। আমি চাই এত বড় ধ্বংসাত্বক এক্তা পদক্ষেপের বিরুদ্ধে সব ব্লগার রা সহ অন্যান্য যারা পাঠক এখানে তারাও ফেসবুকে তাদের মতামত এর বিরুদ্ধে তুলে ধরুক । যখন কর্তৃপক্ষ দেখবে এত এত অনলাইন এক্টিভিস্ট রা এই রামপালের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে , তখন হয়তো তারা এই পদক্ষেপ নিতে আর চাইবেনা। আর মানবেনা কেন আমাদের কথা- এই ব্লগার দের কথা আওয়াজের কারনে আজ যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত হয়েছে তাহলে এত বড় ইস্যুতে সরকার এই অনলাইন এক্টিভিস্ট দের মতামতের গুরুত্ব কেন দেবেনা ?

তাহলে কি সরকারের যে যে কাজে সমর্থন দরকার সেই সেই কাজের এক্টিভিস্ট দের মতামতের গুরুত্ব দেয়া হবে , আর তাদের বিরুদ্ধে যেটা যাবে আর দেশের পক্ষে যেটা থাকবে সেটা তে এই ব্লগার দের মতামত এর কোন গুরুত্ব নাই। কি দেশে বসবাস করি , যে দেশে সুন্দর বনের গুরুত্ব নাই সরকারের কাছে, আর সামু র কাছেও তাই ।

সামু যে সুবিধাভোগী ব্লগিং করছে সেটার প্রমান এই রামপালের বিরুদ্ধে কোন পোষ্ট কে স্টিকি না করা । আমরা চাই, সামু দেশের স্বার্থে কাজ করুক, তাতে করে সামুর কোন ক্ষতি হবেনা । কিন্তু এইরকম পক্ষপাতিত্ব কাজ করলে তাতে সামুর বদনাম তো হবেই তাতে করে এই ব্লগ কে আর কেউ সামাজিক উপকার এর জন্য কিছু আর মনে করবেনা। যে জিনিস দেশের মানুষের স্বার্থে কাজ করবেনা সেই সামাজিক সাইট থাকা না থাকা একই কথা ।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

নিয়েল হিমু বলেছেন: কারন সুন্দর বনের যে ক্ষতির আশা অতিরঞ্জিত ভাবে করা হচ্ছে আসলে তা ভুয়া । একটা দেশের উন্যয়নের জন্য সবার আগে দরকার বিদ্যুত্‍......... ঘুমে ধরতেছে ঘুমামু :-< go to hell উফছ ছরি go to লং মার্চ ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৫

দুরন্ত-পথিক বলেছেন: হুম এই জন্যই আপনারাই বলেন যে টিপাইমুখ বাধ হলে আমাদের কত লাভ হবে, তাই রামপাল হলেও আমাদের তো অনেক লাভ, এই রকম সুন্দর বনের দরকার টা কি তাই না ? যত্তসব ।সুন্দর বন সম্পর্কে আসলে @নিয়েল হিমু র কতটুকু ধারনা আছে সেটা এখন সন্দেহের বিষয় ।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

নিয়েল হিমু বলেছেন: /:) /:) /:) /:) /:) :-< :-< :-< :-< :-< |-) |-) |-) |-)

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১

শিপু ভাই বলেছেন:
রামপাল বিদ্যুতকেন্দ্রের পক্ষে একটা স্টিকি পোস্ট চাই। অবিলম্বে!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১

দুরন্ত-পথিক বলেছেন: শিপু ভাই, আপনাকে ধন্যবাদ এর পক্ষে থাকার জন্য, কিন্তু সামুর তো বোধোদয় হচ্ছেনা ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৪

খাটাস বলেছেন: শিপু ভাই বলেছেন:
রামপাল বিদ্যুতকেন্দ্রের পক্ষে একটা স্টিকি পোস্ট চাই। অবিলম্বে!!!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৩

দুরন্ত-পথিক বলেছেন: আপনাকে ধন্যবাদ খাটাস ভাই পক্ষে থাকার জন্য । সামু কে বাধ্য করুন রামপালের বিরুদ্ধে সোচ্চার হতে ।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৫

খাটাস বলেছেন: আগের কপি পেস্ট কমেন্ট টা ভুলে দিছি। ডিলিট করে দেন।
রাম পাল নিয়ে একটা স্টিকি পোস্ট চাই। অবিলম্বে!!!

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

শিপু ভাই বলেছেন:

হাহাহাহহাহাহাহ খাটাস ভাই ধরা!!! :চ

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

খাটাস বলেছেন: শিপু ভাই আপনাকে ব্লগে অনেক সচেতন ব্লগার হিসেবেই জানি, এবং আমার প্রিয় একজন ব্লগার আপনি। তাই আপনার কমেন্ট দেখে ভাবছিলাম, মেজরিটির চিন্তার মত হয়ত আপনি ও রাম পাল নিয়ে স্টিকি পোস্ট এর কথা বলেছেন। আমি নিজে ও কিন্তু পক্ষে বা বিপক্ষে বলি নি। আমি রামপালের বিপক্ষের যুক্তি শুনেছি। এখন পর্যন্ত রামপাল বিরোধী মনোভাব ই আছে। তবে সেটা নিয়ে এক রোখা চিন্তা করে রাখি নি। পক্ষের যুক্তি হিসেবে হাসান ভাই এর পোস্ট এ আপনার একটা লিঙ্ক দেখেছি, ওইটা পড়ব, সাথে আরও ঘেঁটে নিজে সিদ্ধান্ত নেব রাম পালের পক্ষে নাকি বিপক্ষে।

যাই হোক, কথা সত্য প্রিয় ব্লগারের কমেন্ট কপি পেস্ট করতে যেয়ে খাটাস ধরা। :#> :D

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা চাই, সামু দেশের স্বার্থে কাজ করুক, তাতে করে সামুর কোন ক্ষতি হবেনা । কিন্তু এইরকম পক্ষপাতিত্ব কাজ করলে তাতে সামুর বদনাম তো হবেই তাতে করে এই ব্লগ কে আর কেউ সামাজিক উপকার এর জন্য কিছু আর মনে করবেনা।


শিপু ভাই বলেছেন:
রামপাল বিদ্যুতকেন্দ্রের পক্ষে একটা স্টিকি পোস্ট চাই। অবিলম্বে!!!

+++++++++++++++++++++++

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: @শীপু ভাই .. উপায় নাইতো কি আর করা!!!

সামুর ঘাড়ে কয়টা মাথা!!!

সরকারের বিরুদ্ধে যাবে!!!

তায় আবার অনেকেই দেখি রামপালের পক্ষে বিশঅল বিশাল যক্তি তক্কোর বহর নিয়ে আছে...

সুন্দরবনের পক্ষে না সই- বিদ্যুত কেন্দ্রের পক্ষেই ষ্ঠীকি হোক ;)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

দুরন্ত-পথিক বলেছেন: ভাইয়া, দেশের স্বার্থে আমরা দল - মত নির্বিশেষে যদি এক হতে না পারি তাহলে এই দল করার দরকার টা কি ? আর সব দল তো দেশের স্বার্থ রক্ষার অঙ্গীকারেই গঠিত হয় না কি ? তাই ,এখন কোন মজা করা বা কাউকে কোন ভাবে হার্ট না করে এক সাথে এর বিরুদ্ধে রুখে দাড়াই । আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০

জানা বলেছেন:

কোনভাবে হয়তো আপনাদের মনে নেই কিংবা চোখ এড়িয়ে গেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে লেখা একটি পোস্ট বেশ কিছুদিন স্টিকি ছিল এবং এ নিয়ে ব্লগাররা আলোচনায়ও অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, এই মুহূর্তে বিষয়টি নিয়ে চলমান লংমার্চ, জাতিয় সচেতনতা এবং অন্যান্য দরকারী তথ্য সমৃদ্ধ ভাল পোস্ট আসলে স্টিকি করার জন্য আমরা নজর রাখছি।

জাতিয় স্বার্থ সংক্রান্ত যেকোন বিষয়েই এই সামহোয়্যার ইন ব্লগ সবসময়ই সোচ্চার। উদাহরণ দেবার দরকার নেই বোধ করি। যেকোন বিষয়েই হোক মুক্তমত প্রকাশ ও আলোচনা-সমালোচনার উদ্দেশ্যে আমরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ই সবার নজরে রাখার চেষ্টা করি। এ ক্ষেত্র কোন দল, গোষ্ঠি বা রাজনৈতিক প্রভাবের কোন সুযোগ নেই।

আবারও বলছি, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত- এটাই জনমত এবং এটাই গণতন্ত্র চর্চার মূলমন্ত্র। এই পোস্টের মন্তব্যগুলো পড়লে জাতিয় স্বার্থ সচেতনতার চেয়ে এক ধরণের বিভক্তির বিষয়টিই বেশী করে নজরে পড়ে। বিভাজনে "আমাদের" আসলেই কি কখনও কোন মঙ্গল আসবে? "আমরা" আমাদের বিবেককে, বিবেচনা বোধকে নিশ্চয়ই অপচয়/অপব্যবহার করতে পারিনা।

জনসচেতনতামূলক, তথ্যসমৃদ্ধ, আলোচনা-সমালোচনা এবং সুস্থ্য বিতর্কের উপযোগী পোস্ট যে সবাই লিখবেন তাতো নয় তবে, অনেকেই লেখেন এবং এমন কোন পোস্ট আপনার নজরে এলে আমাদের জানান, আমরা সেটি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবো। পাশাপাশি আমাদেরও নজর থাকছে।

ধন্যবাদ।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

শিপু ভাই বলেছেন: Ekta issue te vinno mot thakay ekhon nischoi oprio hoye jai nai?!!? Hahahaha
jeta asolei desher jonno, manusher jonno mongolmoy setai kora uchit. Ami gora na. But ekhn porjonto Rampal e ami kono somossa dekhi na. Etukui. :-)
@KHATAS VAI

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

জানা বলেছেন:

দেখে নিন:

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮ - র এই পোস্টটি বেশ কিছুদিন স্টিকি ছিল :

Click This Link

আমরা নিশ্চয়ই কোনদিন ভুলে যাবোনা সেই সময় সাভারের সেই মর্মান্তিক ঘটনাটাও সবার নজরে রাখার মত ছিল অত্যন্ত জরুরী ছিল। এরপর আরও অনেক বিষয়ই ছিল এবং রয়েছে যা সবার নজরে আনতে সামহোয়্যার ইন কখনও পিছপা হয়নি/হয়না। তাই অকারণে সবকিছুতেই রাজনৈতিক সৌরভ (!!!) খোঁজার কোন কারণ নেই।

ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩

দুরন্ত-পথিক বলেছেন: আমার মত এই অধম ব্লগার এর ব্লগে এসে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে । আর ২য় ত এই মুহূর্তে রামপালের বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে স্টিকি পোষ্ট অনেক জরুরী , কারন খুব শীঘ্রই এটাকে স্থায়ী রুপ দেয়ার চূড়ান্ত চেষ্টা করা হচ্ছে । তাই এখনি সময় -সব জনমতকে যাচাই করে এর পক্ষে বা বিপক্ষে কাজ করা । আর আমি খুবই খুশী এই জন্য যে কোন একসময় এই বিষয়ে স্টিকি পোষ্ট ছিল হয়তো নজ্র এড়িয়ে গেছে । জানা আপুর কাছে একটা রিকোয়েস্ট যে - পুনরায় এই সবুজ ধ্বংসাত্বক একটি পদক্ষেপ এর বিরুদ্ধে স্টিকি পোষ্ট এর জন্য সামুতে ব্লগার দের একটা ভোটের আয়োজন করতে পারনে। আর এখন আপনারা নিশ্চয় লক্ষ করে থাকবেন - দেশের খ্যাতনামা বুদ্ধিজীবী ও দেশপ্রেমিক রা কোন রকম সুবিধা র কথা চিন্তা না করেই এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে । তাই সামু তে আরেক টা স্টিকি পোষ্ট রাখলে খুব বেশি একটা ক্ষতি হবেনা বলে মনে করি । এটা একটা এখন সমসাময়িক চাহিদা বলে আমি মনে করি । এখন সামু কর্তৃপক্ষের বিবেচনা এটা ।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮

মেহেদী হাসান মানিক বলেছেন: স্টকি বানান ঠিক করেন আগে পরে কমুনে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩

দুরন্ত-পথিক বলেছেন: এমনি হলে ক তে কলিকাতা বুঝনে, আর এখন বুঝে নিতে পারেন না ।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

মেহেদী হাসান মানিক বলেছেন: আসলে রামপাল নিয়ে আমি দ্বিধাগ্রস্ত B:-) B:-) B:-) অনেককেই বলতে দেখেছি রামপাল প্রকল্প নাকি সুন্দরবণের জন্য ক্ষতিকারক নয়। আবার প্রধান বণ রক্ষন সহ অনেকে বলছে এতে সুন্দর বণের উপর অনেক ক্ষতিকারক প্রভাব পরবে।
বড়ই আপসুস এখন শুরু হয়েছে এটা নিয়ে রাজনৈতিক যুদ্ধ।
আমি এই প্রকল্প বন্ধ করাকেই সমর্থন করি।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

খেয়া ঘাট বলেছেন: জানা বলেছেন:

কোনভাবে হয়তো আপনাদের মনে নেই কিংবা চোখ এড়িয়ে গেছে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে লেখা একটি পোস্ট বেশ কিছুদিন স্টিকি ছিল এবং এ নিয়ে ব্লগাররা আলোচনায়ও অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, এই মুহূর্তে বিষয়টি নিয়ে চলমান লংমার্চ, জাতিয় সচেতনতা এবং অন্যান্য দরকারী তথ্য সমৃদ্ধ ভাল পোস্ট আসলে স্টিকি করার জন্য আমরা নজর রাখছি।

জাতিয় স্বার্থ সংক্রান্ত যেকোন বিষয়েই এই সামহোয়্যার ইন ব্লগ সবসময়ই সোচ্চার। উদাহরণ দেবার দরকার নেই বোধ করি। যেকোন বিষয়েই হোক মুক্তমত প্রকাশ ও আলোচনা-সমালোচনার উদ্দেশ্যে আমরা যে কোনও গুরুত্বপূর্ণ বিষয়ই সবার নজরে রাখার চেষ্টা করি। এ ক্ষেত্র কোন দল, গোষ্ঠি বা রাজনৈতিক প্রভাবের কোন সুযোগ নেই।

আবারও বলছি, ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত- এটাই জনমত এবং এটাই গণতন্ত্র চর্চার মূলমন্ত্র। এই পোস্টের মন্তব্যগুলো পড়লে জাতিয় স্বার্থ সচেতনতার চেয়ে এক ধরণের বিভক্তির বিষয়টিই বেশী করে নজরে পড়ে। বিভাজনে "আমাদের" আসলেই কি কখনও কোন মঙ্গল আসবে? "আমরা" আমাদের বিবেককে, বিবেচনা বোধকে নিশ্চয়ই অপচয়/অপব্যবহার করতে পারিনা।

জনসচেতনতামূলক, তথ্যসমৃদ্ধ, আলোচনা-সমালোচনা এবং সুস্থ্য বিতর্কের উপযোগী পোস্ট যে সবাই লিখবেন তাতো নয় তবে, অনেকেই লেখেন এবং এমন কোন পোস্ট আপনার নজরে এলে আমাদের জানান, আমরা সেটি অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবো। পাশাপাশি আমাদেরও নজর থাকছে।

ধন্যবাদ।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩০

খেয়া ঘাট বলেছেন: লেখক বলেছেন: এমনি হলে ক তে কলিকাতা বুঝনে, আর এখন বুঝে নিতে পারেন না । - হাহাশে। হাহাশে। হাহাশে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৪

দুরন্ত-পথিক বলেছেন: হাসতেই থাকেন । পোষ্টে কাজ না হলে কি হবে আপনাকে হাসাতে তো পেরেছি ,এই বা কম কিসে । ধন্যবাদ ভাইয়া ।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: রামপাল নিয়ে যত পোষ্ট....

@মডু.. সংক্ষেপে এখানে কিছূ লিংক দিলাম, আপনাদের যাতে কষ্ট না হয় ;)

এখান থেকে যেটি তথ্যভিত্তিক সেটিকে পুনরায় ষ্টীকি করা যায় কিনা ---বেছে নিন

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: রানা প্লাজা ট্রাজেডির সময় একটা পোষ্ট ছিলো , তবে সেটা মনে হয় রানা প্লাজা সংক্রান্ত একটা পোষ্টের কারনে স্টিকি হতে সড়ানো হইছিলো । তবে রামপাল সংক্রান্ত অনেক পোষ্ট আসছে সেখান হতে ভালো তথ্যবহুল একটা পোষ্ট আবারও স্টিকি করলে মনে হয় ভালো হয় । কারন আলোচনার জন্য এটা এখন একটা বড় ইস্যু ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২২

দুরন্ত-পথিক বলেছেন: ধন্যবাদ পাইলট ভাই, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করার জন্য । এখন সবাইকে একসাথে দেশের স্বার্থে কাজ করতে হবে ।

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০

খাটাস বলেছেন: শিপু ভাই আমি ও গোঁড়া না। তবে রামপাল নিয়ে এখন ও কোন সিদ্ধান্তে আসতে পারছি না। আমি হুজুগে তাল দেই না।
আর যেটা দেশের জন্য মঙ্গলজনক, আমি সব সময় ই তার পক্ষে।

আর বেক্তিত্ত আমার কাছে ভাল লাগা না লাগার নির্ণায়ক, কোন মতবাদ নয় শিপু ভাই। :D
ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.