নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

আমরা এখন শোষক সৃষ্ট খাঁচার মধ্যে বন্দী..।.।.।.।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:০৭

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়

দাসত্ব শৃঙ্খল বল , কে পরিবে পায় হে কে পরিবে পায়

কবিতাটি রঙ্গলাল লিখেছেন ।আমরা এখন একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে পড়েছি । তার প্রমান আমরা সবাই জানি যেমন বিভিন্ন নতুন নতুন আইন তৈরি করা ও সেটার অপপ্রয়োগ ঘটানো । যা আমরা ইতোমধ্যে বিভিন্ন ভাবে দেখে ফেলেছি । অর্থাৎ - আমরা কোন কথা বলতে পারবনা, আমরা কারো সমালোচনা করতে পারবোনা , নিজ দেশ কে কেউ কেউ বা কোন কোন উচ্চ পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তি রা রসাতলে নিয়ে যাবে তার কোন রকম প্রতীবাদ করতে পারবোনা । তাহলে আমরা কি করব - চোখে পর্দা দেব, মুখে কুলূপ এঁটে বসে থাকব , কানে তালা লাগিয়ে ঘুরব , আর সব শোষণ মেনে নিয়ে কোন মতে বেঁচে থেকে এক সময় মরে যাব । এটা হয় একমাত্র খাঁচায় বন্দী কোন পশুপাখির ক্ষেত্রে কারন তাদের সব পাখা থাকা সত্ত্বেও তারা উড়তে পারবেনা আর কোন ভাবে ওড়ার চেষ্টা করলেও তার পাখা কে ভেঙে দেয়া হবে বা কেটে ফেলা হবে । আমাদের ও পাখা ভেঙে দেয়া হচ্ছে বিভিন্ন আইন তৈরি করে । মোট কথা আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই খাঁচার বন্দী পশু পাখির মত করে বাঁচতে হবে ,ব্যাস এটাই ফাইনাল। আসুন আমরা সবাই সম্মতি জানাই এই সকল আইন কানুন কে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.