নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

কেউ কি জানেন,কিউবি তে এত মেগাবাইট কাটছে কেন অল্প সময় নেট ইউজ করলেও?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৮

আমি কিউবি প্রিপেইড এর গ্রাহক। এর নেট স্পীড ভাল দেখে আমি এটাই ইউজ করতে বেশি পছন্দ করি । কিন্তু ইদানীং একটা সমস্যা দেখছি সেটা হল অল্প কিছুক্ষন নেট ইউজ করার পর ও অনেক বেশি মেগাবাইট হাওয়া হয়ে যাচ্ছে । আগে প্রতিদিন ই ২-৩ ঘন্টা নেট ইউজ করলেও যেমন আমি নিয়মিত অনলাইন নিউজ, ব্লগ, ফেসবুক এই সব এর মধ্যেই সীমাবদ্ধ মাঝে মাঝে অন্যান্য সাইট ইউটিউব, মুভি ডাউনলোড ইত্যাদি করলেও মাস শেষে প্রায় ৪০০-৫০০ মেগাবাইট এর মত পরে থাকত । আমি ৪০০ টাকার একটা কার্ড কিনি যা একমাস ভালোই নেট চালাতে পারি । আমি ৫০০ কেপিবিেস করে নিয়েছি । কিন্তু গত মাসে প্রায় ২০০০ মেগাবাইট মাস শেষ হওয়ার ৭দিন আগেই শেষ হয়ে যায় যা আমার কাছে অবিশ্বাস্য ঠেকেছে, আবার ২দিন আগেই আরেকটা কার্ড রিচারজ করলাম যেখানে ১৯৫০ মেগাবাইট ছিল। কিন্তু আজকে দেখি মুহূর্তের মধ্যেই ১২০০ আছে , এখন এই ব্লগ লেখার পর মনে হয় সেটা ১০০০ এর নিচেও দেখতে পারি । কেন এরকম হচ্ছে? কেউ কি জানেন? জানালে উপকৃত হব । কিউবি কি তাদের তাদের বিজনেস পলিসি চেঞ্জ করেছে মেগাবাইট ইউজ এর ওপর ? যেখানে ফ্রি তে জিপি নেটে ফেসবুক চালানোর সুযোগ আসছে সারারাত !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫৭

বুবলা বলেছেন: প্রথমেই বলব কম্পিউটারে ভাইরাস আছে কিনা নিশ্চিত করুন। কোন সফটওয়ার, অ্যাপ্লিকেশান আপনার অজান্তে আপডেট হচ্ছে কিনা দেখুন, আপনার ও এস এর হিডেন আপডেট খোলা আছে কিনা দেখুন, টেম্প ফাইল কুকি ক্লীন করুন

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

দুরন্ত-পথিক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। মাত্রই জানলাম যে কিউবির স্পীড বাড়ান হয়েছে তাই সকলের ই এই অবস্থা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.