নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

আমি হতাশ ও দুঃখ ভারাক্রান্ত.............................।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ২:৫৪

যে দেশে অনেক স্কুলে জাতীয় সংগীত ই গাওয়া হয় না, কথায় কথায় বাংলাদেশ মহান বা বাংলাদেশ চিরজীবী হউক এই সব কথাবার্তা হয় না ,ইংলিশ মিডিয়াম স্কুল গুলোতে বাংলাদেশ সম্পর্কিত ভাল বই পড়ান হয় না ( তারা হল বাংলাদশের বিদেশী ), যে হারে বাংলাদেশী পন্য কে হেয় করা হয়, কথায় কথায় বিদেশী পন্যের সমাহার, বাংলাদেশের এর উজ্জ্বল ও গর্বিত ইতিহাস ও যেখানে তরুণ মনে দাগ কাটেনা আলোচনার বা জানার অভাবে ( এই জন্য তারা উজ্জীবিত ও হয় না ), সেই দেশ থেকে দেশপ্রেমিক বিপ্লবী বলেন আর সুনাগরিক বলেন এই রকম মানুষ ধীরে ধীরে কমে গিয়ে এক সময় শূন্যের কোঠায় পৌঁছে যাবে । আর এই দেশ তখন ভরে যাবে দুর্নীতি পরায়ন সাধারন জনগণে বা বাংলাদেশে বাস করা বিদেশ প্রেমিক রা যাদের কাছে এই দেশের আর কোন কিছুই মূল্যবান হয়ে ধরা দেবেনা । আর পাশের দেশ দেখেন, ভারত - যারা কথায় কথায় ভারত মহান, সাড়ে যাঁহা চে আচ্ছা হিনুস্তান হামারা , তাদের দেশের পন্য সেই দেশের মন্ত্রী এম্পি রা ভালোবেসে ব্যবহার করে জনগণকে দেশপ্রেমে উজ্জীবিত করার জন্য , নিজ দেশের স্বার্থের জন্য অন্য দেশের সাথে বন্ধুত্ব্ব করে কৌশলে যেমন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত অথচ ভারত অতিশয় লাভবান , সেই দেশেই তো সাচ্চা দেশপ্রেমিক জন্ম নেবে যুগের পর যুগ । আর আমরা ধীরে ধীরে দেশপ্রেমিক আর সুনাগরিকের অভাবে এই দেশের মানচিত্রকে ই হয়ত হারিয়ে ফেলব । যেটা হওয়া টা এই দেশের জন্য অস্বাভাবিক কিছুনা।আমি এই দেশকে নিয়ে এখন স্বপ্ন দেখতে ভয় পাই । আমরা খুবই দুর্ভাগা জাতি ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৩

সরদার হারুন বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৭

দুরন্ত-পথিক বলেছেন: ধন্যবাদ হারুন সাহেব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.