নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

আধুনিক মেয়েদের বস্ত্র রুচি.....।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৬

মেয়েরা এখন অনেক আধুনিক। ফ্যাশনে বলা যায় একশতে একশ নম্বর পাওয়ার যোগ্য। কিন্তু তাদের বাসায় আয়না থাকা সত্ত্বেও মনে হয় অনেকেই তারা বস্ত্র পরিধান করার পর তারা নিজেদের আয়নায় দেখেনা। আর যদি দেখতই তবে পোশাক আশাকে কিছুটা যাকে যেমন টা মানায় সেই পথ অনুসরন করত। কিন্তু ফ্যাশনেবল হতে গিয়ে যাচ্ছেতাই পরিধান করে অযথা মানুষের কখনও হাসির বা কখনও বিরক্তির উদ্রেক করছে যা তারা জানেনা। কিন্তু তাদের এই পোশাক সম্বন্ধে সচেতনতা যদি কেউ করতে চান তবে তখন গণতন্ত্র বিরোধী কাজ হবে ।কেননা একটি গণতান্ত্রিক দেশে যে যেমন খুশী তেমন সাজবে, তাতে কার কি বলার আছে? সেখানে তাদেরকে দেখতে পরি/ভুত/পেত্নি বা অশোভন যতই লাগুক না কেন কিছুই বলা যাবেনা। কিন্তু এভাবে চলতে থাকলে ফ্যাশন শব্দটাও তখন রুচিশীল কিছুর পরিচয় না দিয়ে বরং আজে-বাজে পোশাক আশাক নামক শব্দের অর্থে দাঁড়াবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৩

চলন বিল বলেছেন: মেয়েদের এসব বস্ত্রহিনতা দেখে আমার মাথায় নানা রকম কুচিন্তা আসে, কিন্তু সুযোগ পাই না

১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০

দুরন্ত-পথিক বলেছেন: ওরে ভাই, আমি বস্ত্রহীনতার কথা তো লিখিনি,লিখেছি সব উদ্ভট বস্ত্র পরিধানের কথা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.