নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দুরন্ত ভাবে ছুটে চলা এক পথিকের গল্প।

ছুটে চলার শেষ নেই ।

দুরন্ত-পথিক

আমি দুরন্ত- পথিক

দুরন্ত-পথিক › বিস্তারিত পোস্টঃ

হারানো কবিতার খোঁজে-----------

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৫

আমি ক্লাস টু তে থাকাকালীন ক্লাস ফাইভের বইয়ের একটা কবিতা সখ করে আর খুব পছন্দ করে মুখস্ত করেছিলাম। আর সুযোগ পেলেই সেই কবিতা জোরে জোরে মনের আনন্দে পড়তে থাকতাম। কিন্তু বড় হওয়ার পর কোন ভাবেই সেই কবিতার প্রথম লাইন মনে আনতে পারছিনা। কিন্তু মাঝের কয়েক লাইন মনে আছে শুধু। নেটে সার্চ দিয়েও পাচ্ছিনা। কারন মাঝের লাইন দিয়ে তো কবিতা খুজলে আসবেনা। তাই কবিতা প্রেমীদের কাছে অনুরোধ- আমার লেখা মাঝের লাইন দুটি পড়ে যদি কারো কবিতার নাম ও কবির নাম মনে পড়ে তবে দয়া করে আমাকে একটু জানাবেন। আমার কবিতাটা খুবই প্রয়োজন, মানসিক শান্তির জন্য। কারন এত প্রিয় একটি কবিতা আমি মনে করতে পারছিনা এটা আমার জন্য অনেক দুঃখের।। কবিতার লাইন গুলি নিচে,
-------------------------------------------------------------------
অনেক করে ঘুরে ফিরে কিনে নিলাম লাঙ্গলটিরে,
তারেই নিয়ে একা একা কাটাই সারাবেলা,
সাত সকালে উঠেই করি জমি চাষের খেলা।।
এর পরের ও প্রথমের কোন লাইন ই মনে আসছেনা। অথচ মনে করার চেষ্টা করছি কয়েক বছর.।.।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:


সাহায্য করতে পারছি না; কোন সালে ২য় শ্রেণীতে ছিলেন?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১০

মহা সমন্বয় বলেছেন: নাহ্ মনে পড়ছে না। এটা কত সালের ঘটনা ? তাহলে উক্ত সালের বই খুঁজে বের করতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩২

দুরন্ত-পথিক বলেছেন: ১৮/১৯ বছর আগের ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.