নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেখা স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যোজন যোজন পার্থক্য।তারপর ও আমি স্বপ্ন দেখি !

দুরন্ত পলাশ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

দুরন্ত পলাশ › বিস্তারিত পোস্টঃ

নিরব প্রতিবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

আমি এই দেশের একজন সাধারন নাগরিক –

তাই দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করছি ।

আমি প্রতিবাদ করছি – ধর্ষিতা বোনের জন্য ।

আমি প্রতিবাদ করছি – লাঞ্ছিতা মায়ের জন্য ।

আমি প্রতিবাদ করছি – বিপন্ন মানবতার জন্য ।

স্বাধীনতার ৪২ টি বছর পেরিয়ে আজও কি আমরা –

প্রকৃত স্বাধীন ??

কেন আজও আমাদের জীবনের নিরাপত্তা নেই ?

কেন আজও আমাদের মানবতা বিপন্ন হয় বারবার ?

এই স্বাধীনতার জন্যই কি ৩০ লক্ষ ‘শহীদ‘জীবন দিয়েছিলেন ?

এই স্বাধীনতার জন্যই কি -

২ লক্ষ মা- বোন – হারিয়েছিল তাঁদের অমূল্য সম্পদ-‘সতীত্ব’।

কি পেয়েছি আমরা ??

ক্ষমতা দখলের প্রতিযোগিতার নগ্ন বলি আমরা।

আর কত প্রান ঝরে গেলে থামবে এই খেলা ?

আর কত মা সন্তান হারালে,

কত বোন ভাই হারালে- কত স্ত্রী তার প্রিয়তম স্বামি,

সন্তান তার বাবা হারালে বন্ধ হবে এই প্রতিযোগিতার লড়াই ?

আমি সকল লাঞ্ছিত- শোকার্ত দের হয়ে প্রতিবাদ করছি-

এই মানবতা রক্ষার জন্য ।

আমরা বাংলা মায়ের ১৬ কোটি সন্তান-

আমরা সম্প্রীতিতে সেরা হয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচতে চাই।

আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই !

আমরা আমাদের গর্বিত স্বাধীনতার মান-

বিশ্ব মানচিত্রে উজ্জ্বল ও স্বর্ণাক্ষরে লিখে রাখতে চাই ।

তাই আমার এই প্রতিবাদ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.