নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেখা স্বপ্ন আর বাস্তবতার মধ্যে যোজন যোজন পার্থক্য।তারপর ও আমি স্বপ্ন দেখি !

দুরন্ত পলাশ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

দুরন্ত পলাশ › বিস্তারিত পোস্টঃ

পরিচয়

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৪

আমরা হিন্দু নই ,মুসলিম নই,খৃষ্টান বা বুদ্ধিস্ট ও নই।

আমরা বাঙালী ,

এটাই কি আমাদের বড় পরিচয় নয় ?

তবে কেন সবাই আমাদের - সংখ্যালঘু বলে?

এদেশের জন্য -আমাদের কত আপন জন ,

দিয়েছেন প্রানের জলাঞ্জলি ।

সেই ব্রিটিশ থেকে পাকিস্তান -।

৭১ এ পাক হানাদার ও তাদের

এদেশীয় দোসর রা মিলে -

অগণিত হিন্দু বাড়ি জ্বালিয়ে -

করেছে লুটপাট ।

কতজন প্রিয় স্বদেশ ছেড়ে ,

চোখের নদী পাড়ি দিয়ে-

ছেড়ে গেছে মাতৃভূমি !

আজও কি তার ব্যাতিক্রম ঘটেছে ?

না,আজ ও আমরা সকল প্রতিহিংসার বলি -।

যে কোন পার্টির পরাজয়ে ,

আমাদের কেউ করে দোষী তাই-

নির্বিচারে অত্যাচারিত হই আমরা ।

সকল সাম্প্রদায়িকতার বলি হই আমরা ।

কারন আমরা ‘সংখ্যালঘু ‘।

কোন হিন্দু যদি - প্রতিবাদী হয়,

যদি কোন মিছিলে যায় তারা-

তখনই মুহুর্মুহু ধ্বনি -প্রতিধ্বনিত হয়-

‘শালা মালুর বাচ্চাদের ইন্ডিয়া পাঠা ।

আমাদের মৌলিক অধিকার কি নেই প্রতিবাদের?

আমরা এই দেশ টাকে মায়ের মতই ভালোবাসি ।

জন্মভুমি আমাদের কাছে স্বর্গের চেয়েও গরীয়সী ।

আমরা কোন ধর্মের পরিচয়ে নয়-

বাঙালী বাংলাদেশীর পরিচয়ে গর্বিত হতে চাই । আমরা বাঙালী এটাই আমাদের বড় পরিচয় ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছো পলাশ । আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালী । আমাদের মাঝে যারা বিভেদ আনতে চায় তারা ধর্মান্ধ ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫

দুরন্ত পলাশ বলেছেন: ধন্যবাদ মানুন ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.