নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

আসছে "বাপজানের বায়স্কোপ"

০৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৫৬







খ্যাতিমান নাট্যকার মাসুম রেজা'র কাহিনী ও সংলাপে আবহমান গ্রাম-বাংলার প্রাচীন ঐতিহ্য নিয়ে তরুণ নাট্যনির্মাতা ও চলচ্চিত্রনির্মাতা রিয়াজুল রিজু নির্মাণ করেছেন তার প্রথম চলচিত্র ‘বাপজানের বায়স্কোপ'।



সম্প্রতি এফডিসির ভিআইপি গ্যালারীতে চলচিত্রটির কলাকুশলী ও কারিগরি সদস্যবৃন্দদের জন্যে একটি টেকনিক্যাল প্রিভিউ এর আয়োজন করা হয়েছিলো। পূর্ব পরিচিতের সূত্র ধরে আমারো সুযোগ এসে যায় প্রথমবারের মত এফডিসি যাওয়া এবং কলাকুশলীদের সাথে বসে একসাথে টেকনিক্যাল প্রিভিউটি দেখার।



এতক্ষণে হয়ত বুঝতেই পারছেন চলচিত্রটির মূল উপজীব্য আমাদের গ্রাম-বাংলার সুপ্রাচীন ঐতিহ্য বায়োস্কোপ কে কেন্দ্র করে। চলচিত্রের পটভূমি যমুনা পাড়ের চর "চর ভাগিনা"। চরের মালিক জীবন সরকার আর প্রান্তিক চাষী হাসেন মোল্লা কে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনী। হাসেন মোল্লার পিতা চরে চরে বায়োস্কোপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। পিতার মৃত্যুর পর সেই বায়োস্কোপের বাক্সটি ঘরেই পড়ে থাকে। ছাপোষা কৃষক হাসেন মোল্লাকে তবুও ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় বাবার শেষ স্মৃতি, পোড়ায় মন। একসময় হাসেন মোল্লা ঠিক করে ফেলে সপ্তাহে একদিন করে হলেও সে বায়োস্কোপের খেলা দেখাবে। বায়োস্কোপ বাক্সটি ঝেড়ে মুছে পরিস্কার করে প্রস্তুত করে দূর চরে খেলা দেখাতে যাবার জন্যে। পুরনো ছবিগুলো নষ্ট সময়ের ব্যবধানে নষ্ট হয়ে যাওয়ায় হাসেন মোল্লা এক নতুন কাহীনি ছবিতে আঁকিয়ে নেয়, নতুন রীল বানায়। কিন্তু চরের মহাজন জীবন সরকারের আঁতে ঘা লাগে তাতে। সে ঘোষণা করে দেয় এই বায়স্কোপ চলবে না, এই খেলা দেখানো যাবে না! এরপর একটি চর, চরবাসী ছাপোষা মানুষজন ও চর মহাজন জীবন সরকারের মধ্যে সামাজিক ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনের মধ্যে দিয়ে চলচিত্রের কাহিনী এগিয়ে চলে।



চলচিত্রের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময়, হাফসা মৌটুসি, মাসুদ মহিউদ্দিন, তারেক বাবু, তৌফিক আহমেদ হিমু প্রমুখ।



নিজের প্রথম চলচিত্রেই নির্মাতা রিয়াজুল রিজু সস্তা জনপ্রিয়তার আশায় তথাকথিত কমার্শিয়াল মুভি না বানিয়ে অন্যধারায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে কাজ করার সৎ সাহস দেখিয়েছেন বলে তাকে সাধুবাদ জানাই। মাসুম রেজার গল্পে সুকৌশলে, সম্পুর্ণ অন্য চেহারায় আবির্ভূত হয়েছে আমাদের গর্বের মুক্তিযুদ্ধ। আবহমান বাংলার হারানো ঐতিহ্যের সাথে মুক্তিযুদ্ধের এ মেলবন্ধন ‘বাপজানের বায়স্কোপ' এর অন্যতম আকর্ষণ। চিত্রগ্রহণ ও সম্পাদনায় মেহেদী রনি বেশ মুন্সিয়ানার সাক্ষর রেখেছেন। চলচিত্রটিকে আরো হৃদয়গ্রাহী করতে এতে গান ব্যবহার করা হয়েছে, তবে কোন লিপ সিঙ্ক করা গান নেই। সব গানই কাহীনিকে এগিয়ে নিয়ে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে। চলচিত্রটির শিল্প নির্দেশনা দিয়েছেন আমিরুল ইসলাম। গানগুলোতে কন্ঠ দিয়েছেন এস আই টুটুল, চন্দনা মজুমদার, শিমুল খান, মাসুদ মহিউদ্দিন, ফকির জহির উদ্দিন প্রমুখ। ছবিটির শ্যুটিং হয়েছে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার লাঙ্গল মোড়া চর ও দৌলতদিয়ার যৌনপল্লীতে।



জীবন সরকারের সাথে বায়স্কোপ খেলা দেখানো হাসেন মোল্লার টানাপোড়েন কী নিয়ে, তা জানতে হলে যেতে হবে প্রেক্ষাগৃহে। তবে কারুকাজ ফিল্মস এর ব্যানারের বাংলাদেশে মুক্তি পাবার আগেই "বাপজানের বায়স্কোপ" অংশ নেবে বেশ কিছু আন্তর্জাতিক প্রদর্শনীতে।



মুভির কলাকুশলী ও কারিগরী সদস্যদের জন্যে রইলো শুভকামনা। সুস্থ্যধারার বাংলা চলচ্চিত্রের জয় হোক!





টিজার ১ঃ





টিজার ২ঃ





টিজার ৩ঃ





বিহাইন্ড দ্য সিনঃ



মন্তব্য ২৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:১১

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন:

নাইস রিভিউ :) আপনি এখনো ব্লগে লিখেন দেখে ভালো লাগল ।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: রিভিউ না প্রিভিউ ;)

অনেকদিন ছিলামনা তো। এক বছর মত প্রায়। আবার আসলাম। দেখি কতদিন থাকি! আপনারাও তো তেমন লেখেন না এখন!

২| ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: মিস্টেক :(

আমি বি সি এস/ চেম্বার / ওয়ার্ড ( এফ সি পি এস ট্রেনিং) / জব এই গুলো নিয়ে এতো ব্যস্ত ছিলাম যে ব্লগে সময় দেওয়া অলমোস্ট অসম্ভব ছিলো।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এখন কী একটু ব্যস্ততা কমেছে? আবার নিয়মিত হোন এই কামনা করি! পরিচিত কাউকেই দেখিনা দুতিন জন বাদে! ব্লগটা অচেনা লাগে!

৩| ০৯ ই মার্চ, ২০১৫ ভোর ৪:০৫

অবিবাহিত ছেলে বলেছেন: এধরনের ছবিগুলো কেমন যেন নাটক নাটক লাগে । দেখি এটা কেমন হয় ।

০৯ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এটা লাগবেনা আশা করছি! :)

৪| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৩৭

আরজু পনি বলেছেন:

বাপজানের বায়োস্কোপের জন্যে অনেক শুভকামনা রইল।

সুযোগ পেলে দেখার ইচ্ছে রাখি।

পোস্ট দিয়ে জানিয়ে ভালো করেছেন। ধন্যবাদ আপনাকে ।

শুভকামনা রইল।

০৯ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু :) অবশ্যপি দেখবেন আশা করি।

৫| ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৯

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ট্রেইলার ভালো লাগলো কিন্তু সমস্যা হলো যতো গর্জে ততো বর্ষে না!!

১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:১১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কেউ তো গর্জাচ্ছে বলে মনে হলো না :)

৬| ০৯ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৩

শায়মা বলেছেন: মনে হচ্ছে অনেক সুন্দর একটা ম্যুভি। :)

১০ ই মার্চ, ২০১৫ রাত ১২:২০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: শায়মাপু ক্যামন আছেন :)

মুভি তো অবশ্যই সুন্দর লেগেছে আমার কাছে। আপনাদেরো লাগবে আশা করি!

৭| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

সুমন কর বলেছেন: জানাবার জন্য ধন্যবাদ।

১০ ই মার্চ, ২০১৫ ভোর ৪:৩০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও। মুভিটি দেখবেন আশা করি :)

৮| ১০ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হুম । কয়েকজন ছাড়া আমিও কাউকে চিনিনা।

১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: কী আর করা :)

৯| ১২ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৮

নস্টালজিক বলেছেন: অনেক দিন বাদে!

রিভিয় দেখলাম। মুভিটা দেখবো আশা রাখছি। নামটা কিন্তু পছন্দ হয় নাই।


শুভেচ্ছা ডাচম্যান। হ্যাপি ফ্লায়িং।

১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আসলেই ভাইয়া, অনেকদিন বাদে!

নামটা আমারো পছন্দ হয়নি কিন্তু মুভিটা ভালো লেগেছে!

ভালো থাকুন সবসময়।

১০| ১২ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২০

মহামহোপাধ্যায় বলেছেন: রিভিউ দারুণ লাগলো। টিজার গুলোও চমৎকার। দেখার অপেক্ষায় রইলাম :)



শেয়ার করবার জন্য অনেক ধন্যবাদ :)

১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৫৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :) ভালো আছেন আশা করি!

১১| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: আছি ভাই সব মিলিয়ে ভালোই :)


আপনার খবর কি ?? আপনাদের ব্লগে নিয়মিত দেখলে বেশ ভালো লাগে :)

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমিও ভালোই আছি! :)

নিয়মিত হবার ইচ্ছে আছে। মাঝে তো অনেকদিন ছিলামই না।

ভালো থাকুন সবসময় :)

১২| ০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৪:১২

কাজী নায়ীম বলেছেন: লেখাটা পড়ে ছবি টা দেখার ইচ্ছে জাগলো। সুস্থ্যধারার বাংলা চলচ্চিত্রের জয় হোক এই কামনা করি...

০৪ ঠা জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ :) অবশ্যই দেখবেন। শুভকামনা!

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

কালীদাস বলেছেন: নামটা ইন্টারেস্টিং ;)

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আরে এইটা কে! :) :) আছেন ক্যামন?
মুভিটা আজকে সেন্সর ছাড়পত্র পেল!

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০

কালীদাস বলেছেন: আছি একরকম, পুরান দিনগুলা মিস করি ব্লগে আসলে। আপনেও তো দেখি মেলাদিন গানের রিভিউ লেখেন না :|

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গানের রিভিঊ মনে হয় বছর পার হয়ে গেছে লিখিনা! :( শিগগিরই একটা লিখবো। জনের নতুন ব্যান্ড ইন্ডালো। ওদের নতুন অ্যালবাম এসেছে!

আপনারা কেউ নাই ব্লগ অচেনা লাগে এখন! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.