নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

কখন - কীভাবে - এখানে - কে জানে?

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৯





সবকিছুর সম্ভবত একটা নিজস্ব বয়স থাকে! সেই বয়সের ভেতর একটা ইচ্ছে থাকে। সেই ইচ্ছের ভেতরে আমাদের মানসিক বা সাত্ত্বিক আকৃতি। সেটা কখনো চোখের মত, কখনো বা পেজা তুলোর মত দেখতে। কখনো বা হয়ত আকাশ! কে জানে! কেউ কী দেখেছে? একটা ব্রিজের মত, কিংবা একটা পরস্পর জুড়ে থাকা গাছের শাখার মত। একটা ভেঙ্গে গেলে বাকীটুকুও কোন না কোন ভাবে নষ্ট হয় যায়।



খুব সম্ভবত এই ইন্টাররিলেশন গুলো আমাদের এই বাস্তব জগতের নয়। অন্য কোন জগতে, অন্য কোন সময়ের সাথে আমাদের সম্পর্ক হয়তো বাঁধা হয়ে থাকে নিপুণ দক্ষতায়! সেগুলোর প্রত্যেকটায় যদি একটা করে ভিন্ন ভিন্ন সময়ের আমি থাকি, আমরা থাকি, তবে?



আমার খুব জানতে ইচ্ছে করে, টিনএজ আমিটা কী এখনো গীটার নিয়ে বসে? ফিঙ্গারিং আর স্কেলিং লেসন ফাঁকি দিয়ে শুধু স্ট্রামিং নিয়ে পড়ে থাকে? ডাচম্যান কী এখনো শব্দ খোজে ঘোর চোখে, ভোর দেখে আলগোছে? ব্ল্যাকের গান নিয়ে পড়ে থাকে দিন রাত? দুহাতে লিরিক লিখে যায় একদিন সুর করবে বলে?



আমার খুব জানতে ইচ্ছে করে, সেসবের কোন একটা জগতে হঠাত করে হারিয়ে ফেলা খুব প্রিয় মানুষ বা জিনিসগুলোকে কী আবার ফিরে পাওয়া যেতে পারে?

হয়ত কখনো জানা হবে না!

অথবা হয়ত আমি জানিই। মনে পড়ছে না।



আমাদের দৃষ্টিসীমার সবগুলো রঙ আসলে একই রকম। তাই রোদের উল্টোপাশে ঝুলে থাকা শুণ্যতা এইসব প্রাণহীন অমূলদ সন্ধ্যের পথে ঝাপসা আবছায়া তৈরী করে। বৃষ্টি কণায় মিশে থাকে স্মৃতির ধুসর বৈকালিক উন্নাসিকতা। হিম জড়ানো অক্ষরে লেখা হয় সাত্ত্বিক দিনলিপি। অনাদরে জমে থাকা জলে মৃত্যুর নীল কথকতা জাঁকিয়ে বসে, ঘাসের সবুজ প্রান্তরে বেড়ে ওঠে দৈনতার বৈপরীত্ব। বাতাসে ছড়িয়ে পড়ে কার্তিক- মৃদু ঘ্রাণ ভাসে। এক একটা নীলচে আলোর নিচে সাত্ত্বিক দিনলিপিগুলোই পরিণত হয় ১০-১২ লাইনের বিক্ষত শব্দশরীরে,আশ্রয় খুজতে থাকে অবিমিশ্র ইথারের সুরে....



ওখানে ডাচম্যান কী করে জানিনা। এখানে ডাচম্যান নিজেকে মিস করে খুব। প্রতিনিয়ত খুজে ফেরে! আর খুজে ফেরে ইমন ভাইকে। আর সুর। আর শব্দের কর্কশ শিহরণ!



সুতো কেটে যাওয়া ঘুড়ি কি ফিরে পাওয়া যায়? হয়ত!

অথবা, হয়ত না!





(ড্রাফট)

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৭

মনিরা সুলতানা বলেছেন: সুতো কেটে যাওয়া ঘুড়ি কি ফিরে পাওয়া যায়??
++++++

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১:১৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সেটাই তো প্রশ্ন :)

ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১:২৮

মনিরা সুলতানা বলেছেন: অন্য কারো টা পেলেও নিজের ঘুড়ি খুঁজে পাওয়া যায় না..

১৫ ই মার্চ, ২০১৫ রাত ২:২৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হয়ত :)

৩| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:৫৬

নস্টালজিক বলেছেন: ডাচম্যান, যত্ন করে একটা সুররিয়াল বিষাদ এঁকেছ।


মুগ্ধতা।


শুভেচ্ছা নিরন্তর।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঠিক বলেছেন রানাদা! বিষাদ!

অনেক ধন্যবাদ :) ভালো থাকুন সবসময়!

৪| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২১

হাসান মাহবুব বলেছেন: মন খারাপ নাকি ইমরান?

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নাহ ভাইয়া! ভালোই আছি!

শুধু নিজেকে অন্য মানুষ মনে হয় মাঝে মাঝে, এই আরকি

শিরোনামটা ইন্ডালোর আপকামিং অ্যালবাম এর নাম। :)

৫| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৩৪

শতদ্রু একটি নদী... বলেছেন: নাইস। ভাল্লাগছে। খারাপও লাগছে।

১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১০:৪৫

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ :)

৬| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মিশ্র প্রতিক্রিয়া। :)

১৬ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আমারো :)

৭| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:১২

এম এম করিম বলেছেন: লেখাটা ভালো হইছে।

শুভকামনা।

১৬ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৩

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনার জন্যেও শুভকামনা। ভালো থাকুন সদাসর্বদা!

৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:০৫

উদাসী স্বপ্ন বলেছেন: হুমম

২৯ শে জুন, ২০১৫ সকাল ৮:০৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :)

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৫

নক্ষত্র নাবিক বলেছেন: প্রিয় ব্ল্যাক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.