নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

জন্মেছি, তাই!

১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫২





প্রায়শই মনে হয় আমরা সবাই ভীড়ের মাঝে হাটি, কিন্তু কজন সেই ভীড়ের অংশ হতে পারি? দুচোখ মেলে তাকিয়ে থাকি ঠিকই কিন্তু আসলে আমরা কী দেখি?

বেয়েখালে পিপড়ের বাড়ি তছনছ করে দেই, গাংচিলের চোখে হারিয়ে ফেলা আশৈশব ক্ষোভ আমাদের চোখে পড়েনা। দলছুট ওই ঘাসফুল টাকে ভোরের শিশির কোন অদ্ভুত আবেগে আগলে রাখে, তা কি আমরা জানি? দৃষ্টির ওপারেও কি সমুদ্রে নীল জল থাকে? আনমনে ছবি আঁকতে বসলে আমরা কি তখনো সাদা রঙ আকাশই আঁকি? কেউ কি কখনো আমাদের বলেছে, মেঘের কষ্টগুলোই ঠিক রংধনু হয়ে ফিরে আসে? বিকেল গুলো আসলে রোদের অভিমানে ভরা সকালবেলা? কেউ বলেনি। কেউ বলে দেয় না।

দেয়না বলেই আমাদের জীবন খুজে নিতে হয়। কেউ কেউ জীবন খুজে পায় বিষন্ন হ্যাংআউটে, সেলফিস্টিকের আলোর ঝলকানিতে, তামাকের ফ্রেভার মাখা বিষ-ঠোঁটে, মাঝরাতের ঘুমজমাট রঁদেভু তে! কেউ কেউ পায় রোদের আড়ে, ধানশালিকের মাঠে, কাঠগোলাপের দলে, ঝুম বৃষ্টিতে কদম ঝড়ে পড়া পুকুরপাড়ে। কেউ পায় স্রোতে, কেউ পায় ক্রোধে! কেউ নিজেকে আগলে রাখে পরম যত্নে, কেউ নিজেকে সঁপে দেয় ভীষণ অরণ্যে। কেউ স্থীর, কেউ বেগে ধায়, কেউ ভুল, কেউ ভুলে রয়।

সুখময় পরিণতি নেই জেনেও প্রেয়সীর কোলে মাথা রেখে স্বপ্ন বুনতে হয়, আগলে রাখতে হয় বাহুডোরে। অনেক অনেক স্বপ্নের বসতি গড়তে হয় ওই জারুল গাছের নিচে, নির্ঘুম রাতগুলো কেটে যায় পরস্পর অনিমেষ আবেগে! শেষবিকেলের বৃষ্টি জলে মাথা ভিজিয়ে পাগলের মত দৌড়োতে হয়। আকাশ ভর্তি তারা দেখে অবাক হয়ে তাকিয়ে না থাকা বারণ! মাছরাঙ্গার ডানায় রোদে ঝিকিয়ে ওঠা জলবিন্দু দেখে শিউরে ঊঠতে হয়। ভোরবিরেতে বেড়িয়ে পড়তে হয় সূর্যোদয় দেখতে। জ্বলের ভেতর পা ডুবিয়ে শ্যাওলাদের স্পর্শ নিতে হয়। সব কিছুর শেষ আসে ঘুম। হর্ষ-বিষাদ-ক্রোধ-রোগ... এবং ঘুম। আমাদের ঘুমোতে হয়।

মানুষ হয়ে জন্মেছি, তাই।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ রাত ৯:০১

আরণ্যক রাখাল বলেছেন: পড়তে ভালো লাগল!

১১ ই জুলাই, ২০১৫ রাত ১:৩১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪৮

হাসান মাহবুব বলেছেন: তোমার মুক্তগদ্যগুলো খুব ভালো লাগে। এটা একটু বেশিই ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১২:২১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :) ঈদ ক্যামন কাটলো?

৩| ১২ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
নিয়তিজ্ঞাত মানুষ হয়ে জন্মে তো মুগ্ধতার অন্তর্চক্ষু বহমান থাকে জন্মজন্মান্তরে ৷

কারো কারো ৷ স্নিগ্ধ পাঠ ৷

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: নিয়তিজ্ঞাত মানুষ হয়ে জন্মে তো মুগ্ধতার অন্তর্চক্ষু বহমান থাকে জন্মজন্মান্তরে ৷

যথার্থ বলেছেন! :)
শুভকামনা রইলো।

৪| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

সুমন কর বলেছেন: মানুষ হয়ে জন্মেছি, তাই.............অনেক কিছু সহ্য করতে হয়, শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়!!

ভালো লাগল।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫| ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৯

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার।

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৫১

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: :) ধন্যবাদ! ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.