নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডাচম্যানের খেরোখাতা

দি ফ্লাইং ডাচম্যান

© দি ফ্লাইং ডাচম্যান এই ব্লগের সব লেখার সর্বসত্ত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যাতিত কোন লেখার সম্পুর্ণ অথবা অংশ বিশেষ পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন অথবা সম্পাদনা করে কোথাও প্রকাশ করা যাবে না।ফেবুঃ দি ফ্লাইং ডাচম্যান

দি ফ্লাইং ডাচম্যান › বিস্তারিত পোস্টঃ

থেরামিন - ১০০ বছরে পা রাখা "অস্পৃশ্য" বাদ্যযন্ত্র!

২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪



ধরুন, একটা বাদ্যযন্ত্র যার কোন তার নেই, পর্দা বা কোন "কি" বা বাটনও নেই। বাদ্যযন্ত্রটির সামনে আপনি বিশেষ ভঙ্গিতে হাত নাড়ছেন আর সেটা থেকে বিচ্ছুরিত হচ্ছে সুর! ভাবছেন মজা করছি? মোটেই না। এরকম একটি বাদ্যযন্ত্র সত্যিই আছে, আর ২০২০ সালে তা আবিস্কারের ১০০ বছর পূর্ণ হতে চলেছে! এই অদ্ভুত যন্ত্রটির নাম থেরামিন, যা বাজানোর জন্যে আপনাকে এটি স্পর্শ পর্যন্ত করতে হবেনা।

শুরুর কথা
থেরামিনের আবিস্কারক রুশ বিজ্ঞানী লেভ সের্গেইভিচ তেরেমেন। প্রথমে এর নাম ছিল তেরেমেনভক্স, পরে ইথারফোন নাম দেয়া হলেও এখন আমরা তেরেমেন'র নামানুসারে একে থেরামিন বলেই জানি। রুশ বিপ্লবের শুরুর দিকে জন্ম থেরামিনের। রুশ সিভিল ওয়ারে যুদ্ধক্ষেত্রে শত্রুদের খুঁজে বের করার নতুন নতুন কায়দা নিয়ে কাজ করছিলো সোভিয়েত সরকার। সেরকম একটি প্রযুক্তি ছিলো প্রক্সিমিটি সেন্সর, যার ব্যবহার এখন আমাদের স্মার্টফোন গুলোতেই আমরা দেখতে পাই। এই প্রক্সিমিটি সেন্সর নিয়ে গবেষণা করতে গিয়েই তেরেমেন আবিস্কার করে ফেলেন একটি বাদ্যযন্ত্র, ১৯২০ সালের অক্টোবর মাসে, আর এটাই থেরামিন। এর সুর দারুণভাবে পছন্দ করেছিলেন বিপ্লবের নায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন। থেরামিন নিয়ে তেরেমেন ইউরোপে বেশ বড়সড় একটা ট্যুর দেন। সংগীত পিপাসুদের কে তিনি নিজেই থেরামিন বাজিয়ে শোনাতেন এসব শো গুলোতে। ১৯২৮ সালে তেরেমেন আমেরিকায় চলে আসেন ও থেরামিনের প্যাটেন্ট করান নিজের নামে।


লেভ তেরেমেন থেরামিন বাজিয়ে শোনাচ্ছেন

কিভাবে কাজ করে থেরামিন?



থেরামিনের গড়নটা বেশ অদ্ভত। একটি পেঁচানো আনুভূমিক এবং আরেকটি উলম্ব এন্টেনা নিয়ে তৈরী হয় এর মূল অংশ। ভেতরে থাকে সার্কিক্ট্রি। আনুভূমিক ইউ লুপ আকৃতির এন্টেনাটি কাজ করে ভলিউম ট্রিগার হিসেবে, হাত উপরে নিচে নামানোর মাধ্যমে ধ্বনির তীব্রতা নিয়ন্ত্রণ করা যায়। উলম্ব এন্টেনাটি কাজ করে পিচ কন্ট্রোলার হিসেবে। এই দুই এন্টেনার মাঝে বিশেষ কায়দায় হাত নাড়িয়ে বিভিন্ন মাত্রার সুর তৈরী করতে হয়, যন্ত্রটিকে স্পর্শ করা ছাড়াই। থেরামিন কিভাবে সুর তৈরী করে এর পেছনের ফিজিক্স সম্পর্কে বিস্তারিত বলছি না। সেটা জানতে এই ছোট ভিডিওটি দেখে নিতে পারেন-



মিউজিকে থেরামিন
থেরামিন কে প্রথম ইলেক্ট্রো মিউজিক ঘরানার ইন্সট্রুমেন্ট বলা যায়। ফাজি মিউজিক আর ক্রিঞ্জি টিউনের আইডিয়াও হয়ত থেরামিনের মাধ্যমেই এসেছে। থেরামিন যখন বাদ্যযন্ত্র হিসেবে মোটামুটি পরিচিত তখনো ইলেক্ট্রিক গিটার কিংবা সিন্থ এর প্রচলন হয়নি মিউজিক সিনে। তাই অর্গানের ন্যাচারাল অ্যাকুয়েস্টিক সাউন্ডের তুলনায় নতুন মাত্রার সুর সৃষ্টিকারী "জাদুর বাক্স" খুব সহজেই সংগীতের জগতে নিজের স্থান করে নিয়েছিলো।

যদিও প্রথম বানিজ্যিক ভাবে তৈরী করা তেরেমিনভক্স (তখনকার নাম) ৫০০টি ইউনিটের আশেপাশে বিক্রি হয়, কিন্তু আমেরিকায় থেরামিন অনেকের নজর কাড়তে সক্ষম হয়েছিল। ক্ল্যাসিকাল মিজিশিয়ান ক্লারা রকমোর আমেরিকার অনেক শহরে ট্যুর করেন থেরামিন নিয়ে। এসব শো গুলোতে মাঝে মাঝে যোগ দিতেন পল রবসন।


ক্লারা রকমোর বাজাচ্ছেন "দ্য সোয়ান"

কনসার্ট মিউজিকের জন্যে থেরামিনের মিউজিক লিখেছেন ক্রিস্টিয়ান উলফ, পার্সি গ্রেঞ্জার, জোসেফ শিলিঞ্জার, মরিটজ এগার্টের মত সংগীতকাররা। পার্সি গ্রেঞ্জার ৪ অথবা ৬ টি থেরামিনের সাহায্যে এন্সেম্বল ও রচনা করতেন।

রক মিউজিকে প্রথম থেরামিন ব্যবহার করে "লোথার অ্যান্ড দ্য হ্যান্ড পিপল" নামের একটি ব্যান্ড, ১৯৬৫ তে। লেড যেপেলিনের জিমি পেইজ "Whole Lotta Love" এবং "No Quarter" গান কনসার্টে পারফর্ম করার সময়ে থেরামিন ব্যাবহার করতেন। রোলিং স্টোনস ১৯৬৭ সালে "Between the Buttons" আর "Their Satanic Majesties Request" অ্যালবাম দুটিতে থেরামিন ব্যাবহার করেছিলো।

১৯৩১ সালে নির্মিত "ওদনা" মুভিটির মিউজিক কম্পোজার দিমিত্রি শস্তাকোভিচ তার অর্কেস্ট্রাল মিউজিকে থেরামিন ব্যাবহার করেন। এটাই ফিল্মে থেরামিনের প্রথম ব্যবহার। রিনরিনে স্পুকি সাউন্ডের কারণে অনেকগুলো ফিল্মেই থেরামিন ব্যবহৃত হয়েছে আগে পরে। Spellbound, The Red House, The Lost Weekend, The Spiral Staircase, Rocketship X-M, The Day the Earth Stood Still, The Thing (From Another World), Castle In the Air সহ বেশ কিছু মুভিতে থেরামিন ব্যাবহৃত হয়েছিল। আমাদের সমসাময়িক সময়ে ক্রিশ্চিয়ান বেল অভিনীত "দ্য মেশিনিস্ট" বা "ফার্স্ট ম্যান (২০১৮)" মুভিতেও থেরামিন ব্যবহৃত হয়েছে মিউজিক স্কোরে।

বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় থেরামিনিস্টদের একজন হলেন জার্মান মিউজিশিয়ান ক্যারোলাইনা আইক। তিনি থেরামিন নিয়ে কনসার্ট করেন, লাইভ সেশন করেন, শেখান ও নিজের গানে ব্যাবহার করেন মেইন ইন্সট্রুমেন্ট হিসেবে। থেরামিন নিয়ে টেডএক্স টকেও হোস্ট হয়েছেন ক্যারোলাইনা।


ক্যারোলাইনা আইকের একটি মিউজিক স্কোর

কনসার্ট ফর দ্য এক্সট্রাটেরিস্ট্রিয়ালস
মস্কো থেরামিন সেন্টার ২০০১ সালে একটা মজার কাজ করে বসল। তারা পৃথিবীর বাইরের বুদ্ধিমান প্রাণীদের জন্যে রেকর্ড করে পাঠালো থেরামিনে বাজানো ৭ টি ভিন্ন ভিন্ন মেলোডি। ইয়েভপ্যাটোরিয়া ডিপ স্পেস কমিউনিকেশন্স কমপ্লেক্স থেকে ইন্টারস্টেলার রেডিও সিগন্যাল হিসেবে সেই রেকর্ড গুলো ৩ দিন সময় ধরে ৬ বার করে বাজানো হয়েছিলো। কে জানে সেই ইন্টারস্টেলার রেডিওতে এলিয়েনরাও থেরামিন শুনেছে কিনা!

ইতি থেরামিন
থেরামিনের সুরে একধরনের করুণ আর্তনাদ আছে। কিছুক্ষণের জন্যে হলেও আপনাকে মোহাবিষ্ট করে ফেলতে পারে এর সুর। কিছুটা কি ইচ্ছে করছে নিজেই এই অদ্ভুত যন্ত্রটি বাজিয়ে দেখতে? আমার জানামতে কোন বাংলাদেশি থেরামিনিস্ট নেই। প্রথম হবার সুযোগটা কাজে লাগাতে পারেন চাইলে। কারণ একটা প্রফেশনাল থেরামিনের মালিক হতে গেলে আপনাকে ১০০ ডলারের আশেপাশে খরচ করতে হবে। অন্য বাদ্যযন্ত্রের তুলনায় অংকটা খুব একটা বেশি না কিন্তু!


তথ্যসূত্রঃ উইকি এবং thereminworld.com





------
কোথা থেকে এলো সিরিজের আগের পোস্টঃ প্যারেন্টাল অ্যাডভাইজরিঃ এক্সপ্লিসিট কনটেন্ট

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!
পুরোই অজানা একটা বিষয় জানালেন!

অনেক অনেক ধণ্যবাদ!

সত্যি বিস্ময়কর আবিষ্কার!

++++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গত বছরের শেষের দিকে থেরামিনের সাথে পরিচয় ইউটিউবের মাধ্যমে! এর আগ পর্যন্ত অজানা ছিলো আমার কাছেও। বিস্ময়কর এক আবিস্কার, যথার্থ বলেছেন!

ধন্যবাদ বিদ্রোহী ভৃগু! শুভকামনা জানবেন!

২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই। আছেন ক্যামন?

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এ বিষয়ে আগে জানতাম না ! ধন্যবাদ অজানাকে জানানোর জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্বপ্নবাজ সৌরভ! আমি নিজেও খুব সাম্প্রতিক সময়ে জেনেছি! ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম! :)

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই বাদ্যযন্ত্রটির নামও শুনিনি কোনদিন। আপনার সৌজন্যে শুধু নাম নয়, বাদ্যযন্ত্রটির সম্পর্কে অনেক কিছু জানা হল। আপনাকে ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ! বাংলায় থেরামিন নিয়ে তেমন কোন লেখা পাইনি! তাই নিজেই লিখে ফেললাম!

শুভেচ্ছা জানবেন!

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সম্পূর্ণ নতুন একটি বিষয়ে জানলাম। +++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৪

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অসংখ্য ধন্যবাদ! থেরামিন আমার কাছেও বেশ নতুন!

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৫

জাহিদ অনিক বলেছেন:
ম্যাগনেটিক ফিল্ডের এহেনো বহুল ব্যবহার সত্যিই বিস্ময়। যিনি বাদক তার স্কিল ও প্রাকটিস ভাবতেই বলে উঠতে ইচ্ছে করছে হ্যাটস অফ !

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৯

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এক্সাক্টলি! জিনিসটা প্রথম যখন দেখি তখন পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ মজার লেগেছিল। বাজানোর কায়দাটাও মজার। আপনাকে নোটস এর পজিশন মনে রাখতে হবে যেগুলো আসলে হাওয়ার উপর।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১২

শায়মা বলেছেন: কি আশ্চর্য্য আমি মুগ্ধ হয়ে গেলাম!!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: আসলেই! অদ্ভুত একটা বাদ্যযন্ত্র আর তার সুরটাও অদ্ভুত!
বইয়ের জন্যে শুভকামনা রইল আপু! B-)

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৯

আখেনাটেন বলেছেন: ১০০ বছর আগে এই বিস্ময়কর যন্ত্র আবিষ্কার!! অসাধারণ।

এরই নতুন ভার্শন কি ইন্টেল এ আর রহমানকে দিয়ে বাজিয়েছিল। ইউটিউবে এ ধরণের একটি প্রোগ্রাম দেখেছিলাম।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৩৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এই কনসার্ট টা তো মজার! থেরামিনের না এখানে অন্য কিছুর কেরামতি মনে হচ্ছে। বিস্তারিত একটু ঘেটে জানতে হবে!

তেরেমেন কিন্তু থেরামিনের মত আরো কয়েকটা বাদ্যযন্ত্র বানিয়েছিলেন তখনকার হেটারোডাইনিং ভ্যাকুয়াম টিউব টেকনোলজি ব্যবহার করে। তার মধ্যে আছে থেরামিন কীবোর্ড, ইলেকট্রিক হারমোনিয়াম, থেরামিন চেলো এসব। থেরামিন এগুলোর মাদার মেশিন বলা যায়।


ইলেকট্রিক হারমোনিয়াম

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

শায়মা বলেছেন: এই পোস্ট প্রিয়তে নিয়ে গেলাম ভাইয়া .....

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: থ্যাঙ্কুশ আপু! !:#P

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি কোথায় ? নতুন লেখা পাচ্ছি না ।

০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫০

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: হ্যাল্লো স্বপ্নবাজ! ক্যামন আছেন? মাঝে কিছুদিন সামু বন্ধ ছিলো, ধরে পাকড়ে আসা হতনা ব্লগপাড়ায়। আবারো ফিরে এলাম। নতুন লেখাও পাবেন সামনে। আমার লেখাকে মনে স্থান দেয়ার জন্যে আপনার প্রতি রইলো কৃতজ্ঞতা!

ব্লগ দিবসে আসছেন নাকি?

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৪

রূপম রিজওয়ান বলেছেন: দারুণ তো! কৌতুহলোদ্দীপক বটে। সময় নিয়ে পরে ভিডিও গুলো দেখতে হবে। আপাতত লিংক নিয়ে রাখলাম। আপনাকে অনেক ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.