নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা যারা ইন্টারনেটের নিয়মিত নাগরিক তাদের জন্য এই প্রচেষ্টা ই-নাগরিক। http://www.enagorik.com/

ভার্চুয়াল জগতের একজন নাগরিক, যার অস্তিত্ব বাস্তব জগতে নেই বললেই চলে।

ই- নাগরিক

আমরা যারা ইন্টারনেটের নিমিত নাগরিক তাদের জন্য এই প্রচেষ্টা ই-নাগরিক।

ই- নাগরিক › বিস্তারিত পোস্টঃ

আমাদের দেশের বিনোদন জগতের তারকাদের সোস্যাল মিডিয়া এক্টিভিটি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫০

আমরা এমন একটা সময় বাস করছি যেখানে ইচ্ছে করলেই আপনার প্রিয় তারকার প্রায় সব খবরই আপনি জানতে পারবেন। যদি সে এবং তার বন্ধু মহল সেটি অনলাইনে শেয়ার করে। বর্তমান প্রজন্মের প্রায় তারকাদেরই আপনি ফেইসবুকে খুজে পাবেন। এখন আবার আরেক পদ্ধতি চলে এসেছে "ভেরিফাইড পেইজ"। আপনি নিশ্চিত থাকতে পারেন ভেরিফাইড পেইজ থেকে তারকাদের অগোচরে কোন কিছু প্রকাশ পায় না। অনলাইন তারকাদের এক্টিভিটি ফলো করলে তাদের মেধা সম্পর্ক ধারনা পাওয়া যায়। অনেক তারকাকেই আমি ফলো করি। তাদের মধ্যে কেউ কেউ শুধু ছবি পোস্ট করে। কেউ কেউ শুধু হায় বন্ধুরা হ্যালো বন্ধুরা পোস্ট করে। কেউ কেউ আবার জালাময়ী পোস্ট দিয়ে থাকে। যারা তারকা তারা তাদের নির্দিষ্ট একটি কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করে তারকা হয়েছেন। তাদের চিন্তা ভাবনা অথবা তার রাজনৈতিক মতাদর্শ দেখে তাকে মানুষ ভালবাসেনি তার নির্দিষ্ট ক্ষেত্রে নির্দিষ্ট প্রতিভা দেখে মানুষ তাকে ভালবাসে। একজন গায়কের ভক্ত তৈরী হয় তার গানকে ভালবেসে সেখানে বিভিন্ন মতাদর্শের ভক্ত থাকতে পারে। কিন্তু সেই গায়ক যখন তার রাজনৈতীক মতামত পাবলীকলি শেয়ার করে তখন তার বুঝা উচিত এতে করে তার ভক্তদের মধ্যে অসস্থি তৈরী হয়। আপনি এমন একজন ব্যাক্তি অথবা দল নিয়ে নিতীবাচক কিছু বলবেন সেখানে আপনার ভক্তদের মাঝে এমন অনেক ভক্ত আছে যাদের কাছে সেই ব্যাক্তি অথবা দল অনেক প্রিয়। এইসব ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ে ভক্তদের করা কটু মন্তব্য সহ্য করার মানসিকতা তৈরী করে তারপর আপনি আপনার রাজনৈতীক মতাদর্শ প্রকাশ করুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

ই- নাগরিক বলেছেন: মন্তব্যের ঘরটা ফাকা দেখতে ভাল লাগছে না তাই মন্তব্য করছি।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৫

ই- নাগরিক বলেছেন: কারো পোস্টেই মন্তব্য করতে পারছি না। তাই নিজের পোস্টে নিজেই মন্তব্য করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.