নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা যারা ইন্টারনেটের নিয়মিত নাগরিক তাদের জন্য এই প্রচেষ্টা ই-নাগরিক। http://www.enagorik.com/

ভার্চুয়াল জগতের একজন নাগরিক, যার অস্তিত্ব বাস্তব জগতে নেই বললেই চলে।

ই- নাগরিক

আমরা যারা ইন্টারনেটের নিমিত নাগরিক তাদের জন্য এই প্রচেষ্টা ই-নাগরিক।

ই- নাগরিক › বিস্তারিত পোস্টঃ

যমুনা ফিউচার পার্কের রাইড যেন এক মরণ ফাঁদ!!!

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩২



গত ৭/১০/১৪ তারিখে যমুনা ফিউচার পার্কের ৩৬০ শাফল রাইডটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়। রাইডে আরোহীদের উদ্ধার করতে কর্তৃপক্ষের প্রায় ১ ঘন্টা সময় লেগে যায়। এই হচ্ছে অবস্থা। যে কোন সময় এসব রাইডে দূর্ঘটনা ঘটতে পারে কিন্তু পার্কের লোকজনের দূর্ঘটনা মোকাবেলা করার কোন প্রস্তুতি নাই।

Video Courtesy: MojaLoss & Sultanul Nahian Hasnat

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৯

টুম্পা মনি বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) এই পার্ক ফিউচারের জন্য। বর্তমানের জন্য না।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৭

ই- নাগরিক বলেছেন: পার্কের নাম ফিউচার কিন্তু রাইডগুলি সব আদীম কালের। :|

২| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: সর্বনাশ !!!!

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫০

ই- নাগরিক বলেছেন: কি আর করা মনিটরিং করার কেউ নাই... :(

৩| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৮

এমএম মিন্টু বলেছেন: সে ভয়ে পার্কের সামনে বাসা থাকা সর্তেও পার্কে ডুকি না ।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৫০

ই- নাগরিক বলেছেন: আপনি সচেতন মানুষ। :)

৪| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:১৮

শুভ্র গাঙচিল বলেছেন: এভাবে মানুষের জীবন নিয়ে খেলার অধিকার তাদের নাই। খেলতে গিয়ে নিজেই যেন খেলার সামগ্রী। বড়ই হতাশাজনক। X(

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩

ই- নাগরিক বলেছেন: নিরাপত্তার বিষয়টা কতটা অবহেলিত তা উদ্ধার করার দৃশ্যটা দেখলেই বুঝা যায়। এদের বিরুদ্ধে জনস্বার্থে একটা মামলা ঠুকে দেয়া উচিৎ।

৫| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৩

শার্লক_ বলেছেন: এই দেশে জনস্বার্থে মামলা করে কিছু হইছে? অন্য কোন দেশ হইলে এই ঘটনার পর পার্কটা খা খা করতো, কিন্তু দেখেন এখনো উপচে পড়া ভীড়। আর এরকম ঘটনা এটাই প্রথম না, আগেও ঘটছে।

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৬

ই- নাগরিক বলেছেন: আসলে সব কিছুই আমাদের সহনীয় হয়ে যাচ্ছে।

৬| ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৪

নতুন বলেছেন: নিরাপত্তা সবার আগে... এই ধারনা এখনো আমাদের দেশে আসেনাই...

আর আমরাও জনগন নিজের জীবনের মুল্য দেইনা... সময় বাচাতে মজা করতে সব সময় ঝুকি নেই...

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৮

ই- নাগরিক বলেছেন: ঠিক বলেছেন। নিরাপত্তার বিষয়টা যেমন কর্তৃপক্ষও নজর দেয়না তেমনি সাধারন ভোক্তারাও নিরাপত্তার বিষয় বিবেচনায় নেয়না।

৭| ০৯ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:০২

নিশি মানব বলেছেন: এই পার্কটা করা হয়েছে তাড়াহুড়ো করে। নিজের নাম ফুটানোর জন্যে।
তাই সৌন্দর্যের দিকে খেয়াল রাখা হয়েছে। নিরাপত্তার দিকেনা।

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৪৯

ই- নাগরিক বলেছেন: অহহহহ.... তাহলেতো এমন দূর্ঘটনা সামনে আরো ঘটবে!!

৮| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

নাহিদ তামিম বলেছেন: দোষ আমাদের ও কম না, ঐগুলা দেখলেই মনে হয় পিরামিড আমলের, কি দরকার ওঠা???

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫০

ই- নাগরিক বলেছেন: :-* :-* :-*

৯| ০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:২২

সুপ্রিয়ফাইয়াজ বলেছেন: ওরি বাবা!!!!

০৯ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

ই- নাগরিক বলেছেন: সতর্কতা অবলম্বন করুন।

১০| ০৯ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯

এম এম করিম বলেছেন: এসব দেখার কি কেউ আছে? নেই।

ধন্যবাদ সমস্যাটা তুলে ধরার জন্য।

০৯ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৪৪

ই- নাগরিক বলেছেন: আসলেই দেখার কেউ নেই। :(

১১| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

এম ই জাভেদ বলেছেন: বলেন কি !!! কখনকার ঘটনা ? ওই দিন সন্ধ্যা ৭ টায় তো আমি ওখানেই ছিলাম, টের পাইনি তো। আমি অবশ্য টপ ফ্লোরে ফুড কোর্ট এলাকায় ছিলাম।

০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

ই- নাগরিক বলেছেন: ভাই আমি সেখানে উপস্থিত ছিলাম না। ফেবুতে পেলাম তাই ভাবলাম ব্লগ এবং ইউটিউবে দেই অনেকেই দেখে সতর্ক হতে পারবে।

১২| ০৯ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার কাছে রাইডগুলিকে অবহেলিত ম্যানাজমেন্ট মনে হয়।

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৩

ই- নাগরিক বলেছেন: আপনার ধারনা অনেকাংশে সত্য।

১৩| ১০ ই অক্টোবর, ২০১৪ ভোর ৬:৩৫

ব্ল্যাক পাইরেট বলেছেন: আরো কত কি দেখাইবো এরা, একজন কয় দড়ি নিয়া আয় তো আরেকজন কোমড় ধইরা টানে, এত বড় একটা এন্টারটেইনমেন্ট পার্কের সেফটি ম্যানেজম্যান্টের এই হালত দেখে একটা কথাই মনে হয় কেউ আমারে মারার আগে মাইরালা X( X((

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১০

ই- নাগরিক বলেছেন: মরার আগে মরতে চান যমুনা ফিউচার পার্কে চলে যান। :)

১৪| ১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:০৯

চঞ্চল মাহমুদ বলেছেন: বাবুইল্লার ফিউচার পার্কের ধারের কাছে আমি নাই।

১৩ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:১১

ই- নাগরিক বলেছেন: আচ্ছা ঠিক আছে।

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:৫৭

আরিফুর রহমান বাবুল বলেছেন: এটা কোন ব্যাপার না। বাংলাদেশবলে কথা।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০৬

ই- নাগরিক বলেছেন: আপনার মত অনেকেই এভাবে অনিয়মকেই মেনে নিচ্ছে প্রতিনিয়ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.