নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

আমারও একটা গল্প ছিল

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫



আমারও একটা গল্প ছিল

ছিল রংধনুতে রাঙানো দিন

ছিল কচি সবুজ ঘাসে বিছানো আগামীর আল্পনা

হাত ধরে পথচলার অনন্ত সময়

তুমি-আমি মিলে টোনাটুনির সংসার



আমারও একটা সময় ছিল

ছিল তোমার অপেক্ষায় দাড়িয়ে থাকা প্রহর

ছিল মৃদু ঝগড়ায় মন খারাপের ক্ষণ

চিমটি কেটে ক্ষেপিয়ে দেয়া ভালোবাসার মুখ

দুজনে মিলে কাঁপিয়ে দেয়া সুখ



আমারও একটা স্বপ্ন ছিল

ছিল শানবাঁধানো পুকুরের পাশে সাজানো জীবন

ছিল অরন্যে হারিয়ে যাওয়া উদ্দাম মন

পাশাপাশি বসে থাকা, তার পাশে তুলে রাখা

তোমার-আমার দুর্দান্ত বন্ধন



বিস্মৃত সময়গুলো

রক্তচক্ষু তোলে আমার দিকে

তবু করুনা লোভে ছুটে যাওয়া আর্তি

দূরের তোমাতেই কি শক্ত অধিকার

অদৃষ্টের পানেই আমার সপ্রভিত উচ্চারণ

ঐ সময়গুলো আমার ছিল, একান্তই আমার ছিল

যেন আমারই থাকে অনুক্ষণ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

পটল বলেছেন:

গল্প কাব্য সুন্দর!

+

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: শুভেচ্ছা, শুভেচ্ছা

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

হিমু বলছি বলেছেন: বাহ, ভাইজানের লেথা দারুন সুন্দর।
আমি নতুন এলাম আপনাদের পাড়ায়, বইমেলা ছেড়ে ব্লগের পাতায়। আমার ঘরে একটু পায়ের ধুলা দিয়ে যাইয়েন।

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ, ঘুরে আসবো অবশ্যই

৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

শূন্য পথিক বলেছেন: +

০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ২:১৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.