নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকিস পাখি

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২



অন্তরাত্নার প্রগাঢ় কোঠায় যে পাখি বেঁধেছিল নীড়

তার পদভারে মনকুঠুরি আমার, কি শান্ত সুনিবিড়।

হুট করেই সে মেলেছিল ডানা

জেনেও যেন হয়নি জানা,

কুহুকুহু রব, কলরিত সব, তবু দুনিয়া আমার একটা জায়গায় ভালোবাসায় স্থবির।

সে পাখি আমার হৃদয় অলিন্দে আর বাড়তে দেয়নি ভীড়।





আমিও তারে, খুব সযতনে, বাঁধনে বাঁধি দৃঢ় প্রত্যয়ে

কৃতজ্ঞতায় জপেছিলাম মনে, সাথে রবো তার প্রতি ক্ষণে ক্ষণে,

যে পাখি আমায় এত মায়া দিলো

কাঙালের গতি যার তরে হলো

কি করে তারে পর করিবো, যেথায় করেছি লক্ষ্যস্থীর।









একদিন পাখি কহিলো আমায়

মোর সাথে থাকা হয়ে গেছে দায়

অন্ধ নয়নে আমায় নাকি, দেখা যায়নি স্থির

ভুল করে সে এসেছে হেথায়, ভুল ছিল এই তীর!





কিছুই বলিতে পারি নাই সখি

অশ্রুতে যে ভেসে যায় আঁখি,

যে মুখ দেখে ভালোবাসা শিখি, হৃদয়পটে তৈলচিত্র আঁকি

সে মুখটা আজ ভেংচি কাটে, ধ্বংস করার ফন্দি আঁটে

মন যে আমার বড় অকুলান, বুক ফেটে চৌচির।





তবু প্রার্থনা অবিকৃত আজি

ভালো থাকিস তুই অনেক বেশী

মুক্ত আকাশে উড়ুক আমার আদরের গাংচিল

সুখ নিয়ে তুই উজ্জ্বলতর, আমি না হয় ব্যথায় হবো নীল...





মন্তব্য ৪ টি রেটিং +১/-১

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে...

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: শুভেচ্ছা ভাইজান

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।
ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.