নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

তপ্ত শাহবাগ; দৃপ্ত শপথ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০



কোটি প্রান, উচ্চকিত কন্ঠ, অভিন্ন দাবী

আমি সাক্ষী হয়েছি সেই দুর্নিবার জনস্রোতের

সাক্ষী হয়েছি মরচে পড়া অনুভুতির পুনর্জাগরনের

আগামী প্রজন্মের জন্য তুলে রাখা এক দুর্দান্ত সত্যের

শাহবাগ, তুমি আমার প্রতিচ্ছবি অদেখা একাত্তরের।





কচি কচি হাত উর্ধে তোলা

নবীনে প্রবীনে সমান দোলা

কন্ঠের জোর, হোক যতদূরে ভোর

শাহবাগ আজ মূর্ত হয়েছে বলিষ্ঠ প্রতিবাদে।





তুই আমি চল

মিলে পিপিলিকা দল

ছিন্ন করি সে জঘন্য শীর

টান মেরে তুলি বিবেকের তীর

উত্তাল সুরে রচনা করি বিজয় সঙ্গীতের।





আজ অকৃপণ মন ঐক্যের তরে

দেখো, স্ফুলিঙ্গ কিভাবে আগুন গড়ে

প্রতিবাদী মন জন্ম দিয়েছে শাহবাগ কাব্যের

“জয় বাংলা” যখন আমার শ্লোগান

মুষ্ঠিতে ছোটে দৃপ্ত সাহস

তৃপ্ত হয়ে মিটাই ক্ষুধা প্রতিবাদী সত্তার।



চার দশক পর, ঠিক পুরাতন ঝড়

অপরাধের সীমা ঠিক জাগিয়েছে সুপ্ত আগ্নেয়গিরি

আমার মা আর পবিত্র মাটি

নর্দমার কীট, তুই সে অনুভতির বিশ্বাসঘাতকতাকারী

দেশদ্রোহী তুই কলেমা পড়

শাহবাগে রাজপথে নিলাম, তোর মৃত্যুর ঠিকাদারি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: Click This Link

Click This Link

আমরা থামব না, থামব না
প্রয়োজনে খুরবো পাতাল, যাবো আসমান
তবু থামব না, থামব না
বিচার হবে, হবে রাজাকারদের ফাসিঁ

কোনো কথায় কর্ণপাত করবো না
রাজাকারদের ফাসিঁ না হওয়া পর্যন্ত
রাজপথ ছাড়ব না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সফলতার দুরত্ব যতই হোক আমরা আছি অবিচল

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
দুর্দান্ত।

দাবী একটাই, সব রাজাকারদের ফাঁসী চাই।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.