নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

যে কথা আজও বলা হয়নি

২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৩৩



ইদানিং চড়ুইটা ঘরে ফিরছে না আর

খড়কুটোর শৈল্পিকতা;

প্রেয়সীর মাদকতা;

কি এক ভ্রান্তিতে ভুলেছে আলয়।

সঙ্গিনী রেখেছে চোখ, যে পথে ফিরেছে চড়ুই শত সহস্রবার।



এইতো কিছু বছর আগে, সূর্য্য যখন অস্তপাটে

সান্ধ্যতে করেছিল আনন্দবিহার

মাঠ ঘাট সব খুঁজে; যাই পেত খেটে খুটে

সঙ্গিনীকে সাথে নিয়ে করতো ডিনার!

কখনও দুজনে মিলে; উড়ে যেত চলন বিলে

কতবার ঘাসফুল দিয়েছে উপহার!



এইতো সেদিন কালপ্রহরে,

মটরদানার দেনমোহরে থেকে যাবার অঙ্গীকার

তবুও চড়ুই কেন ফেরে না

কোন অভিমান সিঁধ কেটেছে

সঙ্গিনীকে রাখতে একা বুক কাঁপে না আর?



যে কথা কেউ জানেনি সেদিন, সন্ধ্যাবেলার পরে

মেঘ করেছিল আঁধার ভীষণ, আকাশ কেঁপেছিল ঝড়ে।

ছোট্ট চড়ুই চায় ইতিউতি

কিছুটা খাবার পাওয়া যায় যদি

ঝলসানো আলো, প্রবল বাতাসে ফেরা হয়নি তার।



দুদিন হলো কাতরায় চড়ুই, শরীরে জখম ভীষন তর

প্রিয়তমা তার অপেক্ষায় বুঝি

আমায় না পেয়ে খুঁজি, ভেবে নিলো কি স্বার্থপর!

জিভের তলায় তেষ্টা ভীষণ

এক ফোঁটা জল? নাহ, সেটা নয়!

যেটা সে ভাবতো আদিখ্যেতা, না বলেও তো হয় মমতা

আজ তারই ভীষণ তেষ্টা পেল “ভালোবাসি” বলিবার!





নিস্তেজ চড়ুই অস্ফুটে হাসি

বলে চলেছে ভালোবাসি, ভালোবাসি...

যে সমুদ্র তাকে আগে ছোয়নি

সেই কথাই সে বলেছিল শেষ, যে কথা আজও বলা হয়নি!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: যে কথা আজও বলা হয়নি
অসাধারন কাব্য ছন্দ
এ যেন এক ভালবাসার
নিগুড় রহস্য মাখা আনন্দ ।

বেশ সুন্দর ব্যঞ্জনা
শুভকামনা

২৩ শে জুন, ২০১৩ রাত ১:১৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ভালোলাগা

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১২:৫৩

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল লাগছে

প্লাস লন :)

২৩ শে জুন, ২০১৩ রাত ১:১৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধইন্যা

৩| ২৩ শে জুন, ২০১৩ সকাল ১১:৫২

মাক্স বলেছেন: না বলা কথার কাব্য ভালো লাগলো !

২৩ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.