নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

মাগো, কতদিন এই চোখ দেখে না তোমায়

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩১



আমার ছোট্টবেলার খেলার সাথী দেখেছিস নাকি কেউ

শৈশবে যে হাতটা দিত সপ্তডাঙার ঢেউ

নারী ছেঁড়া ধন, ইশ লাগবে নজর, কপালে আদুরে কাজল টিপ

একটু ব্যাথাই আমার আগে তাকে ছুয়ে দিত ঠিক।

আঁখি পল্লবে যেজন এঁকেছে নিখুত বর্নমালা

সেই আঁখির যে তৃষ্ণা ভীষণ, কতদিন দেখে না!



কৈশোরে তুমি বটের ছায়া, যৌবনে অভিধান

তুমিই তব শ্রেষ্ঠ নারী, আমার শ্রেষ্ঠ প্রেমের নাম।

জানো, সেদিন প্রেয়সী আমার জিজ্ঞাসিল এমন

আমা হতেও কি কোন নারী তোমায়, বেশি ভালোবাসা করে যতন?

সকৌতুকে বলেছি সেদিন, প্রেয়সী তুমি হেরে গেলে আজ

আমার মা যে অন্নপূর্না, প্রেমের কারুকাজ!



দক্ষিনের সেই অশ্বথ গাছ তুমি দেখেছিলে নিশ্চয়ই

চারাগুলো আজ কত বড় দ্যাখো, তবু আজও একাত্নই।

সেই যে বন্যার জল, বাচ্চা হাঁসটা ভেসে গিয়েছিল স্রোতে

তুমিও তো জানো, মা হাসটা সেদিন ফেলে যায়নি তাকে!

তিন প্রহরের জ্বর, বড়ই অসার, তোমার অক্লান্ত সেবার হাত

আজ, কত ব্যাথা পেলে আসবে মাগো, কতটা অশ্রুপাত?



শুনেছি দূরে থাকো তুমি, আলোকবর্ষ ছাড়ি

কোন তারা টা মাগো তুমি, আমার অস্তিত্ত্বের অধিকারী

ব্যাথাতুর চোখ প্রহরীর মতো রয়ে গেছে অপেক্ষায়

তুমি আসবে না মা?

এই চোখ যে ক-ত-দি-ন দেখে না তোমায়।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

খেয়া ঘাট বলেছেন: মনটা ভিজিয়ে দিলেন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ জানবেন

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্টে++++++

সুন্দর লিখেছেন

৩০ শে জুন, ২০১৩ রাত ১:২৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.