নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

বিহঙ্গিনী; এক বিকেলে অপেক্ষায় রবো তোমার!

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৬



উদাসী গাঙচিলের ডানায় বার্তা পাঠালাম

তোমার মেঘের শরীরে নীল আকাশ জড়িয়ে নিও

কিছু আদ্র রজনী দিলাম

হরিণীর চোখটাতে কাজল দিও

বিহঙ্গিনী,

সময় করে এসো একদিন; হইও পরম পূজনীয়!



পাজরের হার? না, আমি তোমায় হৃদপিণ্ড দিলাম

অধরে লাল মেখে নিও

আড়ষ্ট তুলিতেই একে দিও পদচিহ্ন; তবুও এসো!



সেদিন,

বৈকালিক নরম রোদ ছুয়ে যাবো অনিমেষ

দীঘির শান্ত জল পেরিয়ে ধ্যানমগ্ন বুদ্ধের মতন

দিব্যচোখে এঁকে যাবো পরিচিত পথ

বিহঙ্গিনী,

এক বিকেলে অপেক্ষায় রবো তোমার!

সময় করে এসো।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫২

আমিনুর রহমান বলেছেন:


সুন্দর +++

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। ১ম প্লাস।

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৩| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৩

বোকামন বলেছেন:
বৈকালিক নরম রোদ ছুয়ে যাবো অনিমেষ
দীঘির শান্ত জল পেরিয়ে ধ্যানমগ্ন বুদ্ধের মতন


[২+]

১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৪| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৯

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতার শিরোনাম টা সুন্দর !

বিহঙ্গিনী ! খাঁচায় বন্দী মুক্তির অপেক্ষায় সুদূরপাণে চেয়ে থাকা কারো কথাই মনে করিয়ে দেয়।

আর্দ্র , পাঁজরের হাড় , এঁকে , ছুঁয়ে এই বানান গুলো দেখে নিয়েন সময় করে।
শুভকামনা রইলো।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১০

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হুম, অপেক্ষাই শেষ কথা, বিহঙ্গিনীকে যে আসতেই হবে

অসতর্কতার কারনে এমন হয়ে গেছে, ভুলগুলো ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর !!!!

৩য় ভাললাগা। ++++

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: শুভেচ্ছা

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর +++

১৭ ই জুলাই, ২০১৩ রাত ২:০১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৭| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++
পাজরের হার / হাড় হবে ভ্রাতা :)

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: অসাবধানতার ফল, ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ

৮| ২০ শে আগস্ট, ২০১৩ রাত ১:০০

বটবৃক্ষ~ বলেছেন: অসাধারণ!! ৬ষ্ঠ ভালোলাগা!! :)

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.