নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

বিশুদ্ধ প্রার্থনা

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬



একদিন সুন্দরের ঈর্ষা জাগিয়ে এসেছিলে তুমি

আকাশের এপার ওপার তীক্ষ্ণ ছুরিকায় চিরে দিয়েছিল আলোকচ্ছটা

পৃথিবী বলেছিল, আমি রত্নগর্ভা হলাম

ঈশ্বর বলেছিলেন, আমি সৃষ্টিতে পূর্নতা পেলাম

অন্ধকার ছাপিয়ে জ্বলছিল চৈত্রের টকটকে লাল গোলাপ!

প্রেয়সী, এই নাও জীবন, তোমায় অর্ঘ্য দিলাম।



বুনোহাসের দলে আমি যেদিন তোমার দুরন্ত শৈশব, কৈশোর অতঃপর যৌবন দেখি

সুন্দর আর সৌন্দর্য্যের সাধনায় আমি বুদ্ধ হতে চাইলাম

তোমার সচেতন উপস্থিতি আমি ধারণ করেছি ধমনী শিরায়!



তুমি এসেছিলে বলেই

একাকিত্ব বিদেয় করেছিলাম কি স্তম্ভিত স্পর্ধায়

তুমি এসেছিলে বলেই

মজনু, ফরহাদ, দেবদাসেরা ইতিহাসে বর্তায়

আজ তুমি এসেছো বলেই

শত স্তুতি, সুখ আরতি, জমা হয় কবিতায়!



আজ কোন ফুল নয়

রক্ত-মাংস, বুক পেরিয়ে ঠান্ডা নদীর মতো দীর্ঘশ্বাস দিলাম

নিছক শুভেচ্ছা নয়

টলমল করে অমল পাপড়ির মতো ঝড়ে যাওয়া অশ্রু দিলাম

হলুদ-লাল আর চঞ্চল বসন্তের প্রত্যাশা দিলাম

কবিতায় দিলাম আজন্ম প্রবেশাধিকার!

প্রেয়সী; শতায়ু হও

দিয়ে যেও স্বপ্নের মতো উপসংহার!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসাধারণ!!!!

অনেক অনেক ভাললাগা কবি।

পাঠে মুগ্ধ হলাম।


+++

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: লেখার পাথেয় করে নিলাম, এমন ভালোলাগাতেই সাহস পাই, পাশেই থাকুন

২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৫

১৯৭১স্বাধীনতা বলেছেন: সুন্দর আর সৌন্দর্য্যের সাধনায় আমি বুদ্ধ হতে চাইলাম-------

সুন্দর

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: শুভেচ্ছা জানবেন

৩| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লিখেছেন ভ্রাতা +++++++++++

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.