নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

যৌথ দীর্ঘশ্বাস

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮



যদি তুমি দুঃস্বপ্নই হও

তবে এসো

এ বেলায় আমি আর জাগবো না!

নতুবা তোমাকেই বলতাম

কারো প্রতীক্ষায় বিনিদ্র কাটিয়ে দেয়া সহস্র রজনীর গল্প!

চর্যার চেয়েও প্রাচীন এক রূপকথা।

সোনার কাঠির ছোঁয়ায় সে কেমন জীবন্ত হয়ে উঠেছিল।



যদি তুমি কলঙ্ক দাও

তবে দিও

যক্ষের ধন করেই বুকে রেখে দেবো সে কৃষ্ণগাঁথা!

অথচ, তোমাকেই দেখানোর ছিল বুকের যত গোপন আলোকচিত্র

সময়ের ধুলোয় কত বিবর্ন অপেক্ষা আর রিক্ততার জলছবি।



জানি, তুমিও চোখের পাতায় ধরে রেখেছো সেই সোনারঙ্গা দিনগুলো

তোমার মনের সেই দূর্বোধ্য শিলালিপি

তার যথার্থ অনুবাদক তো আমিই ছিলাম

আমিই তো ব্যাখ্যা করেছি

জীবনযন্ত্রের খোঁদাই করা অনুলিপিগুলো

আজ সেসব পুরনো দিনের গল্পের মতো

বিষাদসিন্ধু পেরিয়ে আমাদের যৌথ দীর্ঘশ্বাস

কারও হারাবার, কারও হেরে যাবার!

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার।

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

২| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১১

বটবৃক্ষ~ বলেছেন: মুগ্ধপাঠ!!

২য় ভালোলাগা!
অন্নেক বেশি ভালোলাগলো ভাইয়া!! তোমার ফলোয়ার হইলেম!! :)

আশা করছি নিয়মিত ভাবে মুগ্ধ হতে পারব!! :)
আর আমার ব্লগে দাওয়াত!

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ, মুগ্ধ করতে পারবো কি না জানি না, তবে চেষ্টার কমতি হবে না :)

দাওয়াত গৃহীত হইলো B-)

৩| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ!! মুগ্ধ হালাম।

+++

১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৪| ১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৪৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৫| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শুভেচ্চা আনডিফাইন্ড ভাই ;)
কবিতায় ভালো-লাগা জানিয়েছি আগেই।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হা হা, আনডিফাইন্ড আর অসংজ্ঞায়িত ব্যাপার কিন্তু একই

;) ;)

৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগলো.....দূর্বোধ্য শিলালিপি... :)

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: এই জিনিস কি দূর্বোধ্য না হয়ে পারে :( :(

ধন্যযোগ

৭| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

গগণজয় বলেছেন: তোমার মনের সেই দূর্বোধ্য শিলালিপি
তার যথার্থ অনুবাদক তো আমিই ছিলাম।
ভালো লাগলো।

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৮| ২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০

অলওয়েজ ড্রিম বলেছেন: বেশ ভাল। মুগ্ধপাঠ!

বিবর্ন > বিবর্ণ
দূর্বোধ্য > দুর্বোধ্য

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা

৯| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন!!!!

অনুসরন করলাম আপনাকে।

:) :)

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

নতুন করে স্বাগত :)

১০| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

টেস্টিং সল্ট বলেছেন: সুন্দর। আপনাকে অনুসরণে নিলাম :)

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ, ধন্য হলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.