নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

বিপ্লবের বিপ্লবী

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪



একজন প্রকৃত সৈনিক খোঁজে সন্মানজনক মৃত্যু

আমি ঈর্ষা করি, তুমি তা পেয়েছিলে!

বিপ্লবের বিপ্লবীর সুঠাম দেহ

যেন আশ্চর্য্য এক মুক্তির বিলবোর্ড।

ভিজে কাপড়ের মতো লেপ্টে নিয়েছিল জলপাই রঙ বুলেট

এবং যাবতীয় ব্যাথা থেকে মুক্তি!



তুমি ঠিক কবি নও

তবু পিচঢালা রাস্তায় কি অবলীলায় লিখে গেলে কাব্যগাথা!

অনভ্যস্ত শব্দে রচিত শ্রেষ্ঠ কবিতাটি ‘গণতন্ত্র’।

তুমি তো শিল্পী নও

উপচে পড়া জনস্রোতে তবু মাতম উঠেছিল তোমার নামেই

উদ্ধত স্বরগ্রামে সংহত সংগীত ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’।



অদ্ভুত লালে সেদিন নীল হয়েছে স্বৈরতন্ত্র

ন্যুজ মস্তকে কুর্নিশ করে গেছে দম্ভপ্রাচীর

আর তোমার উত্তরাধিকার?

ধ্বনিত হয়েছে প্রজন্ম থেকে প্রজন্মে

সংগ্রাম দীর্ঘজীবী হোক

গনতন্ত্র দীর্ঘজীবী হোক

নূর হোসেন দীর্ঘিজীবী হোক।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

লক্ষ সালাম নূর হোসেনের জন্য।

কবিতা ভাল লাগল+++++

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:২৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: সংগ্রাম দীর্ঘজীবী হোক
গনতন্ত্র দীর্ঘজীবী হোক
নূর হোসেন দীর্ঘিজীবী হোক।


নূর হোসেন, লও সালাম! আমরা তোমাকে ভুলবো না!

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আমরা তোমাকে ভুলবো না!

৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

বোকামন বলেছেন:
তুমি ঠিক কবি নও
তবু পিচঢালা রাস্তায় কি অবলীলায় লিখে গেলে কাব্যগাথা!
অনভ্যস্ত শব্দে রচিত শ্রেষ্ঠ কবিতাটি ‘গণতন্ত্র’।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.