নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

যে কথা বলতে নেই!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮



মুখবন্ধ খামের মতোই নিরুপদ্রব তুমি-আমি কিংবা আমরা

কিছু বাষ্প শকট অথবা যন্ত্রদানব দেখেছি

দেখেছি কলকাঠি হাতে দো-পেয়ে আকৃতি

আমাদের বক্ষ পাজর, উত্থিত অস্থি অজরে

ওরা নগ্ন উল্লাস করে প্রতিদিন!

মানবিক মুখাবয়বে হামেশাই দৃশ্যমান পশুত্বের হলদে দাঁত

তবু ওদের হায়েনা বলতে নেই, এ কথা বলতে নেই!



শুনেছি ওরা স্বাধীনতা মুছে দেবে, বুকের গহীন কুঠরে মিইয়ে যাবে লাল-সবুজ

মানচিত্রের রেখায় রেখায় উপচে পড়েছে পুরনো বিষের পেয়ালা

নতুন আঘাতে জেগে উঠছে ক্ষত

আমরা দাঁতে দাঁত চেপে থাকার অনুশীলন করি; কেন্নোর মতো গুটিয়ে রই

রঙিন পানি, আলোকসজ্জা আর যুবতী মাংসের ঢেউয়ে রাত কাটে ওদের

আমরা অপেক্ষা করি পুনর্বার ধর্ষিত হতে

তবু ওদের জানোয়ার বলতে নেই, এ কথা বলতে নেই!





ক্ষমতার দ্বন্দ্বে মানুষ আজ সহজলভ্য ‘কাবাব’

রাজপথে থেমে যায় প্রসববেদনা অথবা জীবনের শেষ স্পন্দন!

আমাদের ঠোঁটে তবু প্রগলভ হাসির বাধ্যবাধকতা

আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই...

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
পাওয়ারফুল হৈসে মেহেদী, বেশ লাগলো ||

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ, অনুপ্রানিত হই

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

আমিনুর রহমান বলেছেন:



দুর্দান্ত। প্রতিটি শব্দ যেন জ্বল জ্বল করছে ...

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: অনেক বড় পাওয়া, দোয়া করবেন

৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:২০

এহসান সাবির বলেছেন: চমৎকার কবিতা....

হ্যাপি নিউ ইয়ার ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

আপনাকে নতুন বর্ষের শুভেচ্ছা

৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পরিচিত শব্দের দারুন প্রয়োগ। ভালো লাগল কবিতাটি।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: পরিচিত সাহচর্যও বেশ উপভোগ করি :)

পাশেই চাইবো

৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯

উদাস কিশোর বলেছেন: আগুন লাগাই দিছেন ।
"আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই..." সত্যিই বলেছেন :(

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৩

মামুন রশিদ বলেছেন: ক্ষমতার দ্বন্দ্বে মানুষ আজ সহজলভ্য ‘কাবাব’ ।

দারুণ!

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:২৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই...

বলে শুধু কতটুকুই বা লাভ,বলুন..?

আমাদের এই নগন্য ক্ষমতার কালে..!!

ভালোলাগা, ভালো থাকুন ।

০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সুদিনের প্রার্থনা করি

ভালো থাকবেন

৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই...

কি করবো বলেন?


ভাল আছি বললাম :(

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সময়ের ফেরে এটাই এখন অকথ্য কথন :(

ভালো থাকা হোক

৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

আমি সাজিদ বলেছেন: প্রত্যেকটা শব্দ যেন মগজে গেঁথে গেলো।

কবিতাটা প্রিয়তে নিলাম।

অসংখ্য ভালোলাগা।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আপনার আত্নিক মন্তব্য বিশেষ পাওয়া হয়ে থাকলো :)

আন্তরিক ধন্যবাদ

১০| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

শুঁটকি মাছ বলেছেন: ক্ষমতার দ্বন্দ্বে মানুষ আজ সহজলভ্য ‘কাবাব’
রাজপথে থেমে যায় প্রসববেদনা অথবা জীবনের শেষ স্পন্দন!
আমাদের ঠোঁটে তবু প্রগলভ হাসির বাধ্যবাধকতা
আমরা ভালো নেই...বলতে নেই..বলতে নেই...

আসলে আলাদা ভাবে কবিতার লাইনগুলোকে আপনার কবিতার লাইনগুলোর প্রতি অবিচার হয়ে যায়। প্রতিটা লাইন সুন্দর। সম সাময়িক বিষয় নিয়ে সম্ভবত এর চেয়ে ভাল কবিতা পড়া হয়নি।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: লোকে যখন বলে কবিতা লিখে কি হয় তখন আমার এই প্রাপ্তি, এই ভালোবাসাগুলোর কথা বলতে ইচ্ছে করে, ভালোবাসা জানবেন :)

১১| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ অভি বলেছেন: মানবিক মুখাবয়বে হামেশাই দৃশ্যমান পশুত্বের হলদে দাঁত
তবু ওদের হায়েনা বলতে নেই, এ কথা বলতে নেই!


চমৎকার হয়েছে !

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: সবসময় পাশে পেয়েছি, এভাবেই চাইবো

ভালো থাকুন অহর্নিশি

১২| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৯

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: কবিতাটা ভাল তবে আমারটা আরো ভালো।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হ্যা, আপনারটা সুন্দর

ধন্যবাদ

১৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

এয়ী বলেছেন: কবিতায় ভালো লাগা রইল সাথে নতুন বছরের শুভেচ্ছা!!!!!! !:#P !:#P

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

শুভেচ্ছা আপনাকেও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.