নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

প্রাপ্তিস্বীকার

২২ শে মে, ২০১৪ রাত ১১:০১



উন্মাতাল যমুনায় চর জেগেছে সেতো কবেই

আমার দ্বারে এসে কতবার অধঃমুখে ফিরে গেল শ্রাবনের প্রবল বর্ষণ

ঈর্ষায় জ্বলে গেছে মেঘ, জলসিঞ্চনে ভুলে গেছে হিমালয়!

তবু আমি সেই নতমুখ

আমায় ক্ষমা করো---

আমি এর বেশি কাঁদতে পারিনি!



গত বসন্তের বয়সী কোকিলটার মৃত্যু হলো সেদিন

আগুনে শিমুল পলাশ; ওরাও কুর্নিশ করে গেছে আমার রক্তজবা চোখ

সময়কে বুকে ধরা শতায়ু গাছ, সাহস করেনি চণ্ডীদাস!

তবু আমি সেই পরাজয়

আমায় ক্ষমা করো---

আমি এর বেশি অপেক্ষা করতে পারিনি!



প্রাচীন শারীরিক কাঠামোয় ক্রমশই বেড়েছে হৃদয়ের প্রত্নতাত্তিক মূল্যবোধ

অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।

মানবিক দৃষ্টির অব্যর্থ নির্যাস, আমি তাতে পবিত্র হই প্রতিদিন!

তবু আমি সেই অভিযোগে ন্যুজ প্রেমিক

আমায় ক্ষমা করো---

আমি এর বেশি ভালোবাসতে পারিনি!

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০১৪ রাত ১১:৩১

আহসানের ব্লগ বলেছেন: অসাধারণ :(

২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

২| ২৩ শে মে, ২০১৪ রাত ৩:৩৬

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: প্রাচীন শারীরিক কাঠামোয় ক্রমশই বেড়েছে হৃদয়ের প্রত্নতাত্তিক মূল্যবোধ
অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।


:) ভাল লাগা রইল।

২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ভালো লাগা আমারও

৩| ২৩ শে মে, ২০১৪ সকাল ৯:২৭

জুপিটার মুহাইমিন বলেছেন: আমায় ক্ষমা কর....

২৩ শে মে, ২০১৪ দুপুর ১২:৩৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: :)

৪| ২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

বাংলার পাই বলেছেন: প্রাচীন শারীরিক কাঠামোয় ক্রমশই বেড়েছে হৃদয়ের প্রত্নতাত্তিক মূল্যবোধ
অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।
মানবিক দৃষ্টির অব্যর্থ নির্যাস, আমি তাতে পবিত্র হই প্রতিদিন!



আমি এর বেশি ভালোবাসতে পারিনি!-----------যেন আমার মনের কথায় বলছেন। শুভেচ্ছা নিবেন। ভালো থাকুন।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: তবে সৃষ্টি সার্থক

৫| ২৩ শে মে, ২০১৪ রাত ৯:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সু্ন্দর লিখেছেন ।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা !

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ জানবেন

৭| ২৩ শে মে, ২০১৪ রাত ১০:১৮

মোঃ নাহিদ শামস্‌ বলেছেন: চমৎকার কবিতা।
সুন্দর কিছু কথা। লেখনী অসাধারণ।
শুভকামনা রইলো।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: মন্তব্যে ভালোলাগা, ভালো থাকুন সবসময়

৮| ২৪ শে মে, ২০১৪ রাত ১:০৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ওরাও কুর্নিশ করে গেছে আমার রক্তজবা চোখ

অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।

দারুন দর্শনময় কবিতায় অনেক ভালোলাগা ! ++

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: পাশেই চাইবো, আন্তরিক ধন্যবাদ

৯| ২৪ শে মে, ২০১৪ সকাল ১০:৩৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রাচীন শারীরিক কাঠামোয় ক্রমশই বেড়েছে হৃদয়ের প্রত্নতাত্তিক মূল্যবোধ
অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।
মানবিক দৃষ্টির অব্যর্থ নির্যাস, আমি তাতে পবিত্র হই প্রতিদিন!


অসাধারণ।

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: কৃতজ্ঞতা

১০| ২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

অপ্রকাশিত কাব্য বলেছেন: অন্ধের সাদা ছড়ির চেয়েও আপন
সে চোখ, আমার প্রাত্যহিক দর্পন।
মানবিক দৃষ্টির অব্যর্থ নির্যাস,
আমি তাতে পবিত্র হই প্রতিদিন!
তবু আমি সেই অভিযোগে ন্যুজ
প্রেমিক
আমায় ক্ষমা করো---
আমি এর
বেশি ভালোবাসতে পারিনি!
+++

২৬ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যযোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.