নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

সরলা’র ইতিকথা

১৫ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০৫


তুমি কইছিলা এই পরান আমার একলা না
আন্ধার রাইতের জোনাক পোকা হুনছে
হইলদা পাখিও কইছে, আমি বিশ্বাস যাই
ম্যালা রাইতে কুপি জ্বালাইয়া থুই, তোমার আসনের কতা, আইলানা তুমি!
বাজান কয় ‘ও পোলা ঠগবাজ’; হজ্ঞলেই কয়, তুমি আইবানা
খালি পরান কয়, আমি একলা না!

হেইদিন চান্নি পসর, আসমানে আগুন লাগছে
ঘাটপাড়ে তোমারে দেহি, বুকের মইধ্যে ষাড়ের লাহান গুতা দেয়
চক্ষে আমার এত শরম!
দুইখান পিতলের নূপুর, কইছিলা ‘পাও বাইন্ধা দিলাম’
আমি তো কবেই বুক বাইন্ধা আছি, উড়নের খায়েশ আমার নাই
কইলজার টান, বুঝলা নাগর!

জুলহাসের বাপে আইছিল, পুরান প্যাচাল
হের ঘরে জুয়ান পোলা, বিয়াত্তি মাইয়া চায়, মায়ে নাতি দেইখা কব্বরে যাইবো
মা মরা মাইয়া আমি, বাজান জোরাজুরি করে--
হুরমতি কানপড়া দেয়, গঞ্জে দোহান আছে, ভালাই থাকবি!
ক্যামনে কই-অন্তরে পাকা দালান আমিও তুলছি
ঐহানে পালংক নাই, আঁচল বিছায়া শীতলপাটি বুইনা রাখছি
নানা জনে নানান কতা কয়—রাইত পোয়াইলে এই পিরিত থাকবো না
খালি পরান মানে না, আমি যে একলা না!

রাইত বিরাইতে এহন পাগলা বাতাস আইসে
দপ কইরা বাত্তি নিভে, চক্ষের পাতা এক হয় না
না পাইয়া ফিরা যাও যদি—
ঘাটপাড়, হিজলতলা আমারে চুম্বকের লাহান টানে
উজান থাইকা কত্ত নাও আইসে, পানির লগে আচানক পিরিত
আমারে হিংসা করোছ তোরা!

পুরান মেলা আবার বইছে, এইবার কিন্তুক আলতা দিবা
পিন্ধনের শাড়ি নাই, গতরে তোমারে জড়াইতাম--
বেবাক্তে মুখ ভেংচায়—মাগীর শরম হইলো না!
রাইতে আসমান জ্বলে, খালি পরান জ্বলে না
নাগর-আইসো তুমি, জানাই দিও—পাগলী আমার একলা না!

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮

এনামুল রেজা বলেছেন: এইখানেও একই কথা... সরল এবং সুন্দর।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:৪৯

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ প্রিয়

২| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ২:০১

কলমের কালি শেষ বলেছেন: ভাল লিখছুইন । :)

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: থ্যাঙ্কু ;)

৩| ১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৭

অপূর্ণ রায়হান বলেছেন: ইন্টারেস্টিং :)

১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০১

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: B-) B-)

৪| ১৬ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৯

আমিনুর রহমান বলেছেন:




আঞ্চলিক ভাষায় ! ভালো লাগা +

১৬ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:০৫

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হুম, আঞ্চলিকতায় প্রথম প্রচেষ্টা :)

৫| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:১৫

তৌফিক মাসুদ বলেছেন: ভাল লাগা রইল।

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৬| ১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১২

সুমন কর বলেছেন: ভিন্ন কবিতায় ভাল লাগা।

১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আনন্দিত :)

৭| ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:০১

জীবন যেমন ১২ বলেছেন: খুবই ভাল লাগল, অনেক আগে একবার পড়েছিলাম, আজ খুঁজে আবার বের করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.