নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দ আর নৈশব্দ্য...

s

মেহেদী আনডিফাইন্ড

শব্দ আর নৈঃশব্দ্য দুটোই পছন্দের....

মেহেদী আনডিফাইন্ড › বিস্তারিত পোস্টঃ

ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৩


আমি যাকে পবিত্র চুম্বনে রোদ্দুর করতে চেয়েছিলাম
আঁধার ভালোবেসে সে রাত্রি হয়েছে।
সমস্ত ফাল্গুন কেটে গিয়েছে কৃষ্ণচূড়াহীন।
আমিও জানতাম চাষাবাদের চর্যাপদ, পৌরাণিক সঙ্গম কথা
অথচ, বেদনার মৌলিক অর্থ যার কখনই জানা হয়নি;
এতো নিঃশব্দে কেউ ভালোবাসেনি প্রভু!

ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি...

মিরপুর থেকে প্যারিস
মক্কা থেকে প্যালেস্টাইন
দীর্ঘ থেকে দিগন্তহীন পথে!

আজ কে স্বর্গে যাচ্ছে?
ওখানে তুমি আছো?
আমি তোমায় বারবার ডেকে যাবো আঁধারের যাত্রাপথে
আমার ঊনত্রিশ হাজারতম জন্মে
আমার পাঁচশত পচানব্বইতম ভালোবাসার শব্দে
একশোটা পৃথিবীর মধ্যে।
অর্ধেক প্রেম আর কিছুটা অপ্রেমে!

ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি...

আমি মূলত শুশ্রূষা চেয়েছিলাম
আমি মূলত মানুষের থেকেও মানব হতে চেয়েছিলাম!
পৃথিবীতে আমরাই প্রথম ভালোবাসতে পেরেছিলাম
পাখির গান আর সঙ্গমের শীৎকারের পার্থক্য কেবল আমরাই জানতাম!

আমি তোমাকে স্পর্শ করতে চেয়েছিলাম
এক আলোকবর্ষ দূরত্বে করাঘাত করে গেছে সমগ্র আঙুল
আমি কেবলই ঠিকানা চেয়েছিলাম
তোমার চোখের দিকে তাকিয়ে বেমালুম ভুলে গেছি জন্মের তত্ত্বকথা!

ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি
ষাট লক্ষ বছর থেকে যাবো মানুষের দরজায়
ত্রিশ লক্ষ বছর ধরে তাকে খুঁজছি
একশত বিশ লক্ষ বছর করে যাবো চরম করাঘাত।


পরাজিত প্রেম তোমায় দেবো না প্রিয়!



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৫ রাত ২:১২

কবীর হুমায়ূন বলেছেন: কাব্যকথায় এক নিটোলতার ব্যঞ্জনা টুং টাং শব্দ করে হেঁটে যায়।
ভালো লাগলো।

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

২| ২০ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৪৩

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লিখেছো ---
শুভ কামনা থাকল

২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ আপু

৩| ২০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২২

এনামুল রেজা বলেছেন: চমৎকার.. :D

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৬

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: ধন্যবাদ ভ্রাতা

৪| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা অনেক ভালো লিখেছ মেহেদী। কিন্তু সুন্দর মন্তব্য দেয়ার মতো অবস্থা এখন নাই। ক্রিকেটের পরাজয় দেখে মনটাই খারাপ হয়ে গিয়েছে। তাই শুধু ভালো লাগা আর শুভ কামনা জানিয়ে গেলাম। ভালো থেকো।

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৭

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়

৫| ২০ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাল লাগলো বেশ ।

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৬| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৮

engrumi বলেছেন: ছাকার কবিতা, ,,

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৮

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: 'ছাকা' কি জিনিস?

৭| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৮:২২

জেন রসি বলেছেন: আজ কে স্বর্গে যাচ্ছে?
ওখানে তুমি আছো?
আমি তোমায় বারবার ডেকে যাবো আঁধারের যাত্রাপথে
আমার ঊনত্রিশ হাজারতম জন্মে
আমার পাঁচশত পচানব্বইতম ভালোবাসার শব্দে
একশোটা পৃথিবীর মধ্যে।
অর্ধেক প্রেম আর কিছুটা অপ্রেমে!

ভালো লেগেছে।

+

২৫ শে মার্চ, ২০১৫ ভোর ৪:২৯

মেহেদী আনডিফাইন্ড বলেছেন: হৃদ্যতা আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.