নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পজিটিভ ইলেকট্রন

পজিটিভ ইলেকট্রন

খুব অলস একটা মানুষ । প্রযুক্তিকে অনেক ভালবাসি । আবিষ্কার এর নেশা তাড়া করে সবসময় কিন্তু কিছুই আবিষ্কার করতে পারিনি । পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেক ভালবাসি । ঘুরেবেড়াতে অনেক ভাললাগে । ক্রিকেট খেলা অনেক পছন্দের । বাংলাদেশের খেলা থাকলে টিভি সেট এর সামনে থেকে উঠিনা । অহংকারী মানুষ দের অনেক ঘৃণা করি । সপ্ন দেখতে অনেক ভালবাসি কিন্তু হতাশায় নিমজ্জিত

পজিটিভ ইলেকট্রন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের বিজ্ঞাপন হালচাল

২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

এই ছেলে,

তোমাকে দেখে তো মনে

হয় এডুকেটেড ।

তোমার মোবাইলে বিকাশ নাই ???

ল্যাউ ঠেলা !!!! এটা কোন কথা ???

এডুকেটেড হলেই তার মোবাইলে বিকাশ

থাকতে হবে .....

তাছাড়া বুঝি শিক্ষিত হওয়া যাবে না ??

কিছু কিছু অ্যাড দেখলে মেজাজ খারাপ

হয়ে যায় ।

আরে ভাই বিকাশ এর গুরুত্ব এ

ভাবেই বোঝাতে হবে ????

আবার কি

ফেয়ার এন্ড লাভলী মাখলে

নাকি তিন সপ্তাহের মধ্যে

সেই ফর্সা হয়ে যাবে ।

তাই যদি হত ..

তাহলে বাংলাদেশ তথা দক্ষিণ আফ্রিকার কোন

কালো মানুষ থাকতো না ।

আরো আছে কি....

ফ্রুটিকা খেলে নাকি সকল মিথ্যা কথা মুখ দিয়ে গড়গড় করে বেড়িয়ে যায় ।

বাহ দারূণ তো ... তাহলে তো এটা বাংলাদেশের রাজনীতি বিদ তথা প্রত্যেক টা আদালতে ফরজ করে দিতে হবে যে সাক্ষী দেয়ার আগে একটা করে ফ্রৃটিকা খেতে হবে ।। তারপরে সাক্ষী দিতে হবে ..

এত এত মিথ্যা দিয়ে শুধুমাত্র পণ্য বিক্রির জন্য কি করছে এরা ।।।

আমার মনে হয়

টিভিতে অ্যাড আসার আগে

একটা ছাড়পত্র বোর্ড থাকা উচিত..

যাদের মাধ্যমে গুনগত বিচার এর

মাধ্যমে অ্যাড পাবলিশ হবে ।।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.